কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো সেটা জেনে কার্ড নিন।
কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো এ সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা সঠিক ভাবে জানেন না কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো। যার কারনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের জন্য আজকের পোস্টটি। আজকের পোস্টে আমরা আলোচনা করবো কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো। আসলে এক একটি ক্রেডিট কার্ড একেক রকম সুবিধা দিয়ে থাকে। আপনি কি কি ধরনের সুবিধা পেতে চান তার উপর নির্ভর করে কোন কার্ডটি আপনার জন্য ভালো সেটা জানতে পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো
কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো সেটি সঠিক ভাবে জানতে প্রত্যেক কার্ডের সুবিধা আলোচনা করছি। প্রত্যেকটি ব্যাক্তি বিভিন্ন উদ্দেশ্যে ক্রেডিট কার্ড নিয়ে থাকে। যেমন: EMI প্রডাক্ট কেনার জন্য, দেশের বাহিরে বিভিন্ন পন্য কেনার জন্য, অনলাইন বা অফলাইন পেমেন্ট, বিদেশ ভ্রমণ, ফ্রিল্যান্সিং অথবা 15% Discounts জেতার জন্য ইত্যাদি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আপনার প্রয়োজন অনুসারে কোন ব্যাংকের ক্রেডিট কার্ড আপনার জন্য বেস্ট হবে। আজকের পোস্টে আমরা বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড সম্পর্কে আলোচনা করব।
MTB Credit Card
আপনি যদি ‘MTB credit card’ নিয়ে থাকেন এবং MTB ব্যাংকের সকল credit card বাৎসরিক যদি ১৫টি ট্রানজেকশন করলে বাৎসরিক চার্জ ফ্রী। ক্লাসিক থেকে সিগনেচার যেকোনো কার্ডের এই সুবিধা দিচ্ছে মিচুয়াল ট্রাস্ট ব্যাংক।
Eastern Bank LTD (EBL)
আপনি যদি Eastern Bank LTD ক্রেডিট কার্ড নেন, সেক্ষেত্রে EBL ক্রেডিট কার্ডে ১৮ ট্রানজেকশনে বাৎসরিক চার্জ ফ্রী। আমাদের মধ্যে অধিকাংশ মানুষই চিন্তা করেন কিভাবে বাৎসরিক চার্জ দেওয়া ছাড়াই কার্ডটি ব্যবহার করা যায়। তারা চাইলেই ‘MTB credit card’ অথবা EBL ক্রেডিট কার্ড থেকে যেকোনো একটি ব্যবহার করতে পারবেন।
UCB Credit Card
UCB অর্থ হচ্ছে United commercial bank। UCB ব্যাংকে যে ক্রেডিট কার্ড রয়েছে সেই ক্রেডিট কার্ড ১৮ ট্রানজেকশনে বাৎসরিক চার্জ ফ্রী।
NRB Bank Credit Card
NRB Bank Credit Card আপনি ১৪টি ট্রানজেকশনে বাৎসরিক চার্জ ফ্রী। আপনি যদি ট্রানজেকশন ছাড়াই ক্রেডিট কার্ড ব্যবহার করতে চান, তাহলে উপরে উল্লেখিত ক্রেডিট কার্ড থেকে যেকোনো একটি ব্যবহার করতে পারবেন। সুতরাং কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো সেটা নির্ভর করবে আপনার চাহিদার উপর।
ফ্রি এডমানির জন্য ক্রেডিট কার্ড কোনটি ভালো জেনে নিন।
কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো/কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো না বিশেষ করে এডমানির জন্য সেটা জেনে নেবো এবার। অনেকেই আছেন যারা ফি এডমানির জন্য ক্রেডিট কার্ড নিয়ে চান। অর্থাৎ, বিকাশ, রকেট, নগদ ইত্যাদির মাধ্যমে আপনি ব্যাংক থেকে টাকা আনবেন। যখন আপনি উপরে উল্লেখিত ওয়ালেটের মাধ্যমে টাকা নিয়ে থাকেন। তখন অনেক ব্যাংকে 1% অথবা 15% এমাউন্ট চার্জ কেটে থাকে।
তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন কোন ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে বিকাশ, রকেট, নগদ ইত্যাদি ওয়ালেটে টাকা আনলে আপনাকে ক্রেডিট কার্ডে এক্সট্রা কোন চার্জ কাটা হবে না। সে সম্পর্কে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। যেমন:
- Dutch Bangla Bankঃ ডার্চ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে আপনি যেকোন ওয়ালেটে টাকা আনতে পারবেন। সেটি হোক ভিসা কার্ড/মাস্টার কার্ড।
- Meghna Bank LTDঃ আপনি মেঘনা ব্যাংকের ক্রেডিট কার্ডও ফ্রিতে এডমানি করতে পারবেন। তাছাড়াও মেঘনা ব্যাংকের ক্রেডিট কার্ড বাড়তি কোন চার্জ কাটেনা।
- One Bank Credit Card: ওয়ান ব্যাংকের ক্রেডিট কার্ডে আপনি বিভিন্ন ওয়ালেট যুক্ত করে এডমানি করতে পারবেন। এতে করে আপনাকে কোন বাড়তি চার্জ প্রদান করতে হবে না।
তাছাড়াও বাংলাদেশের টপ লেভেলের যে ক্রেডিট কার্ডগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে আপনি যখন ওয়ালেটে এডমানি করবেন, তখন আপনাকে 1% অথবা 15% এমাউন্ট চার্জ প্রদান করতে হবে। তাছাড়াও অনেক ব্যাংক রয়েছে যেগুলো 2% সার্ভিস চার্জ নিয়ে থাকে। আপনি যদি ফ্রি এডমানির জন্য ক্রেডিট কার্ড নিতে চান তাহলে উপরে উল্লেখিত যেকোনো একটি ব্যাংকের ক্রেডিট কার্ড নিতে পারেন।
ক্রেডিট কার্ডের ডিসকাউন্ট সুবিধা
কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো জানতে এবার জেনে নেব কার্ডের ডিসকাউন্ট সুবিধার বিষয়ে। আপনি যদি আপনার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট কিনতে চান। অর্থাৎ আপনি যদি স্বপ্ন, মিনা বাজার, আগোড়া ইত্যাদি shop থেকে রেগুলার প্রোডাক্ট ক্রয় করেন। সেক্ষেত্রে আপনি কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করলে এই ধরনের সুপার সপে ডিসকাউন্ট পাবেন। চলুন দেখে নেওয়া যাক।
Eastern Bank LTD Credit Card
সুপার Shop ডিসকাউন্ট পাওয়ার জন্য আপনার প্রথম পছন্দ হতে পারে ‘Eastern Bank LTD’ ক্রেডিট কার্ড। এই ক্রেডিট কার্ডে আপনি আগোড়া, মিনা বাজার এবং স্বপ্ন Shop প্রতিটি প্রোডাক্টে 5% ডিসকাউন্ট পাবেন। অর্থাৎ প্রতিমাসে 1,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন।
তাছাড়াও আপনি যদি আড়ং Shop যেকোনো প্রডাক্ট কেনাকাটা করেন, তাহলে প্রতিটি প্রোডাক্টে 10% ডিসকাউন্ট পাবেন। যা প্রতি মাসে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।
Standard Credit Card
Standard credit card আপনি যেকোনো গ্ৰোসারী শপে 8% ডিসকাউন্ট পাবেন। তাছাড়াও ডাইনিং এবং হোটেলে 5% ডিসকাউন্ট রয়েছে এবং ফুয়েলে ক্রয়ে 2%, অন্যান্য লেনদেনে 1% (MFS বাদে)। যা প্রতিমাসে ১,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।
লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন যে কার্ডে
কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো জানতে এ পর্যায়ে লাইঞ্জ এর সুবিধা নিয়ে জানাতে চাই। লাউঞ্জ ব্যবহারের সুবিধা জন্য বেশিরভাগ মানুষ ক্রেডিট কার্ড নিয়ে থাকে। অর্থাৎ আপনি কোথাও এয়ার ট্রাভেল করেন তখন ডোমেস্টিক লাউঞ্জ বা ইন্টারন্যাশনাল লাউঞ্জ সুবিধা কোন কোন ক্রেডিট কার্ডে পাবেন। চলুন দেখে নেওয়া যাক।
MTB Credit Card এ লাউঞ্জের সুবিধা
- আপনি যদি MTB Credit নিয়ে থাকেন, তাহলে আপনি সিগনেচার/ ওয়ার্ল্ড কার্ডে বছরে 10 ইন্টারন্যাশনাল লাউঞ্জ ফ্রী ভিজিট। অর্থাৎ, আপনি যদি MTB Credit নিয়ে দেশের বাইরে যান, তাহলে আপনি ১ বছরে ১০ ইন্টারন্যাশনাল লাউঞ্জ ফ্রী ভিজিট করতে পারবেন।
- সিগনেচার/ওয়ার্ল্ড/প্লাটিনাম/টাইটেনিয়াম/ কার্ডে MTB Air Lounges আনলিমিটেড। তাছাড়াও ভিজিট ফ্রী কার্ডহোল্ডারের সাথে একজন প্রাপ্তবয়স্ক এবং দুই জন শিশু নিতে পারবে।
- আপনি যদি MTB Bank গোল্ড কার্ড ব্যবহার করেন এবং MTB Air Lounges জন্য বছরে ৪টি ভিজিট ফ্রী। (শুধুমাত্র কার্ড হোল্ডার জন্য)।
UCB Credit card এ লাউঞ্জের সুবিধা
লাউঞ্জ ব্যবহারের ক্ষেত্রে আপনার দ্বিতীয় পছন্দ হতে পারে UCB Credit কার্ড। তার কারণ হলো:
UCB Credit Card সিগনেচার কার্ডে বছরে 12টি ইন্টারন্যাশনাল লাউঞ্জ ফ্রিতে ভিজিট করতে পারবেন। তাছাড়াও আপনারা অনেকেই হয়তো জানেন UCB এর নিজস্ব একটি এয়ারপোর্ট লাউঞ্জ রয়েছে। যেটি হচ্ছে: ইউসিবি ইম্পেরিয়াল।
এই ইউসিবি ইম্পেরিয়াল দুটি লাউঞ্জ রয়েছে। যেমন:
- ডোমেস্টিক এবং
- ইন্টারন্যাশনাল
ডোমেস্টিক লাউঞ্জঃ আপনি যদি গোল্ড কার্ড ইউজার হোন। সেক্ষেত্রে শুধুমাত্র আপনি ডোমেস্টিক লাউঞ্জে একসিস করতে পারবেন।
ইন্টারন্যাশনালঃ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লাউঞ্জে ক্ষেত্রে আপনি এবং আরো একজন কার্ড হোল্ডার একসিস করতে পারবেন। যদি আপনি প্লাটিনাম কার্ড হোল্ডার হন, সেক্ষেত্রে ডোমেস্টিক লাউঞ্জে আপনি ও সাথে আরও দুজন গেস্ট নিতে পারবেন। আর ইন্টারন্যাশনাল লাউঞ্জ এর ক্ষেত্রে আপনি কার্ড হোল্ডার সাথে আরও একজন গেস্ট নিতে পারবেন। সুতরাং কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো এটা নির্ভর করবে আপনার চাহিদার উপর।
রিওয়ার্ড পয়েন্টে ক্রেডিট কার্ডের সুবিধা
কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো এ পর্যায়ে রিওয়ার্ড পইন্টে কার্ডের সুবিধা নিয়ে আলোচনা করবো। আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা রিওয়ার্ড পয়েন্ট ক্রেডিট কার্ডের নিয়ে থাকেন। অর্থাৎ আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে তার বিনিময়ে তারা ব্যাংকে আপনাকে একটি রিওয়ার্ড পয়েন্ট দিয়ে থাকে। যেমনঃ
MTB Credit Card রিওয়ার্ড পয়েন্টঃ
রিওয়ার্ড পয়ন্টের জন্য আপনি MTB Credit Card ব্যবহার করতে পারবেন। কারন: ক্লাসিক/গোল্ড/প্লাটিনাম/ টাইটানিয়াম কার্ডে ৫০ টাকা বা ১$=১ রিওয়ার্ড পয়েন্ট দিয়ে থাকে। তাছাড়াও আপনি সিগনেচার/ ওয়ার্ল্ড কার্ডে ৫০ টাকা ১$=২ রিওয়ার্ড পয়েন্ট পাবেন এবং রিওয়ার্ড পয়েন্ট মেয়াদ থাকবে ৩ বছর।
আর এই রিওয়ার্ড কার্ডের আউটস্ট্যান্ডিং রিডিমে প্রতি ১০০ পয়েন্টের ভ্যালু ৩০ টাকা এবং আপনি চাইলে কোনো গিফট কার্ডের মাধ্যমে রিডিম করলে ১০০ পয়েন্টে ভ্যালু ৪০ টাকা পাবেন। আর আপনি যদি ফ্লাইটের টিকিট, হোটেল বুকিং, শপ, লাউঞ্জের মাধ্যমে রিডিম করলে ১০০ পয়েন্টে ভ্যালু ৫০ টাকা পাবেন।
Eastern Bank LTD (EBL) রিওয়ার্ড পয়েন্টঃ
আপনি যদি Eastern Bank LTD (EBL) ক্রেডিট কার্ড নিয়ে থাকেন, তাহলে ক্লাসিক/ গোল্ড/ কার্ডে ১০ টাকা=১ স্কাইপয়েন্ট আর ১$= ১০ স্কাইপয়েন্ট পাবেন। এই স্কাইপয়েন্ট দিয়ে আপনি আপনার ক্লাসিক/ গোল্ড/ কার্ডে আউটস্ট্যান্ডিং রিডিমে প্রতি ১০,০০০ পয়েন্ট ভ্যালু ২৫০ টাকা। আর আপনি যদি প্লাটিনাম থেকে এর উপরের কার্ড ৫০ টাকা বা ১$=১ স্কাইপয়েন্ট পাবেন।
City Bank ক্রেডিট কার্ড রিওয়ার্ড পয়েন্টঃ
আপনি যদি City Bank ক্রেডিট কার্ড নিয়ে থাকেন, তাহলে ৫০টাকায় বা ১$=১ রিওয়ার্ড পাবেন। আর প্ল্যাটিনাম কার্ডে আপনি ৫০ টাকা বা ১$=২ পয়েন্ট পাবেন। তাছাড়াও প্রতি মাসের প্রথম এবং শেষ উইথড্র (শুক্রবার, শনিবার) সুপার মার্কেটে ৫০ টাকায় ১০ পয়েন্ট পাবেন। এখন এই রিওয়ার্ড পয়েন্ট দিয়ে আপনি ক্রেডিট কার্ডের সকল ফ্রি এবং চার্জ ওয়ভার এবং আউটস্ট্যান্ডিং পেমেন্ট করতে পারবেন।
মার্চেন্টে ডিসকাউন্ট
কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো সেক্ষেত্রে আপনি যদি বিভিন্ন মার্চেন্টে ডিসকাউন্ট জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করতে চান। যেমন: হোটেল, রেস্টুরেন্ট, ইয়ার ফ্লাইট ইত্যাদি। তাহলে আপনি Eastern Bank LTD এবং City Bank American Express এদের কার্ডটি নিতে পারেন।
ডায়নামিক কারেন্সি সুবিধা পাবেন যে কার্ডে
কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো জানতে এবার জেনে নেবো ডায়ানামিক কারেন্সি কার্ডের কথা। আমরা যখন বাংলাদেশের কোন ব্যাংকের কার্ড ব্যবহার করি তখন সাধারণত সেখানে বাংলাদেশী কারেন্সি BDT থাকে। যেটি আপনি শুধুমাত্র বাংলাদেশে ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যখন বাহিরের কোন দেশে ভ্রমণ করবেন, তখন আপনি চাইলেও সে কার্ডটি ব্যবহার করতে পারবেন না। সে কার্ডটি ব্যবহার করার জন্য সেটিকে ডুয়েল কার্ড কারেন্সি করে নিতে হবে।
কিন্তু ডায়নামিক কারেন্সির ক্ষেত্রে সেটি সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ আপনি যদি ডায়নামিক কার্ড ব্যবহার করেন তাহলে বাংলাদেশ থাকাকালীন যেমনিভাবে বাংলাদেশী মুদ্রা BDT ব্যবহার করেছেন । বিদেশ যাওয়ার পর কার্ডটিকে ডুয়েল কার্ড কারেন্সি করা ছাড়াও আপনি চাইলে যে দেশে অবস্থান করছেন সে দেশের মুদ্রায় ব্যবহার করতে পারবেন। যেমন আপনি যদি আমেরিকায় ভ্রমণ করে থাকেন তাহলে USDT ব্যবহার করতে পারবেন। আবার আপনি যদি ইন্ডিয়া ভ্রমণ করেন, তাহলে Indian rupee (NIR) ব্যবহার করতে পারবেন। এটি হলো ডায়নামিক কার্ড ব্যবহারে সবচেয়ে বড় সুবিধা।
আর আপনি যদি এই ডায়নামিক কার্ডটি ব্যবহার করতে চান তাহলে সবচেয়ে ভালো হবে BRAC BANK এর কার্ড। বাংলাদেশে প্রথম ডায়নামিক কার্ড সিস্টেম চালু করে ব্র্যাক ব্যাংক। এছাড়াও আপনি চাইলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (MTB) অথবা সিটি ব্যাংকের ডায়নামিক কার্ডটি ব্যবহার করতে পারেন। তাই কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো এই প্রশ্নের উত্তরে ডায়নামিক কারেন্সির জন্য উপরের যে কোন একটি কার্ড আপনি বেছে নিতে পারেন।
আশাকরি, বুঝাতে পেরেছেন কোন ব্যাংকের ক্রেডিট কার্ড আপনার জন্য ভালো হবে। কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো না আপনার জন্য,ইত্যাদি। এরকম আরো গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
আরো জানুনঃ
অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম।
অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম আপডেট জানুন।
জনতা ব্যাংক স্মার্ট একাউন্ট সহজ ও অধিক লাভজনক।