কুয়েতের ১ টাকা বাংলাদেশের কত টাকা?
কুয়েতের ১ টাকা বাংলাদেশের কত টাকা সেটা জানতে পোস্টটি পড়তে হবে। কারেন্সি বা মুদ্রার দাম প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। কখনো বৃদ্ধি পাচ্ছে আবার কখনো কমে যাচ্ছে। তাই কুয়েত প্রবাসী অথবা বাংলাদেশী নাগরিকরা কুয়েতের ১ টাকা বাংলাদেশের কত টাকা জানতে চাচ্ছেন। তাদের জন্যে আজকের পোস্টটি। এই পোস্টে কুয়েতের ১ টাকা বাংলাদেশের কত টাকা সেই বিষয়ে আলোচনা করব।
কুয়েতের ১ টাকা বাংলাদেশের কত টাকা?
কুয়েত মধ্যপ্রাচ্যের একটি দেশ। এটির দক্ষিণে সৌদি আরব এবং উত্তরে ইরাক অবস্থিত। কুয়েতের রাজধানী হলো কুয়েত সিটি এবং এই দেশের মুদ্রার নাম দিনার। কুয়েতের মুদ্রা অন্য সব দেশের মুদ্রার চেয়ে একটু আলাদা। আমেরিকার মতো বড় দেশের মুদ্রা ১ ডলার সমান বাংলাদেশের ১০৫-১১০ টাকা। সেখানে কুয়েতের মুদ্রা এর তিন গুণ বেশি। অর্থাৎ কুয়েতের ১ দিনার সমান বাংলাদেশের ৩৫৭.৪৪ টাকা।
কুয়েতের ১ দিনার বাংলাদেশের কত টাকা?
অনেকে বাংলাদেশ থেকে কুয়েতে যেতে চাচ্ছেন। তাই কুয়েতের ১ দিনার সমান বাংলাদেশের কত টাকা সেটি জানা জরুরি। এতে করে আপনি আপনার কাড এ কুয়েতি দিনার এন্ডোর্সমেন্ট করতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী খরচ করতে পারবেন। আমি ইতি পূর্বে বলেছি কুয়েতের ১ দিনার সামান বর্তমানে বাংলাদেশের ৩৫৭.৪৪ টাকা।
কুয়েত ১০০ টাকা বাংলাদেশের কত টাকা?
অনেকে জানতে চাচ্ছেন কুয়েতের ১০০ টাকা বাংলাদেশের কত টাকা বা কুয়েতের ১০০ দিনার বাংলাদেশের কত টাকা? কুয়েতের ১ টকার হিসেব অনুযায়ী আমরা জানতে পারব কুয়েতের ১০০ টাকা বাংলাদেশের কত টাকা। যদি কুয়েতের ১ টাকা বাংলাদেশি ৩৫৭.৪৪ টাকা হয়, তাহলে কুয়েতের ১০০ টাকা বাংলাদেশি টাকায় (১০০*৩৫৭.৪৪) ৩৫,৭৪৪ টাকা হয়।
কুয়েত ৫০০ টাকা বর্তমান বাংলাদেশের কত টাকা?
আপনি যদি কুয়েতের ৫০০ টাকা বাংলাদেশের কত টাকা হিসেব বের করতে চান তাহলে কুয়েতের ১ টাকার মানকে ৫০০ দিয়ে গুণ করে সঠিক উত্তর জানতে পারেন। যেমন: আমরা জানি কুয়েতের ১ টাকা সমান বাংলাদেশের ৩৫৭.৪৪ টাকা। তাহলে কুয়েতের ৫০০ টাকা সমান ৩৫৭.৪৪*৫০০= ১,৭৮,৭২০ টাকা। অর্থাৎ কারো মাসিক বেতন যদি ৫০০ দিনার হয় তাহলে বাংলাদেশি টাকায় তার মাসিক আয় ১,৭৮,৭২০ টাকা। এভাবে আপনি কুয়েতের ১ দিনারের হিসেব থেকে কুয়েতের ১০০,৫০০,১০০০ দিনারের হিসেব বের করতে পারবেন।
বাংলাদেশের ১ টাকা কুয়েতের কত টাকা?
আমরা কুয়েতের হিসেব জানলাম। এখন জানবো বাংলাদেশের ১ টাকায় কুয়েতের কত টাকা বা কত দিনার হয়। কুয়েতের ১ দিনারের হিসেব অনুযায়ী বাংলাদেশের ১ টাকা কুয়েতের ০.০০২৮ দিনার।
বাংলাদেশের ১০০ টাকা কুয়েতের কত টাকা?
বাংলাদেশের ১ টাকার হিসেব অনুযায়ী যদি ১ টাকায় কুয়েতের ০.০০২৮ দিনার হয়। তাহলে বাংলাদেশের ১০০ টাকা কুয়েতের ০.২৮ দিনার হয়। একইভাবে বাংলাদেশের ৫০০ টাকা কুয়েতের ০.০০২৮*৫০০= ১.৪০ কুয়েতি দিনার হয়।
কুয়েত ১০০০ টাকা বাংলাদেশ কত টাকা?
এটা খুব সোজা হিসাব। কুয়েতি ১ দিনার এর বাংলাদেশ রেটকে ১০০০ দিয়ে গুন করলে যেটা হবে সেটি। উদাহরণ- ১ দিনার ৩৫৭.৪৪ টাকার সমান হলে, ১০০০ দিনার হবে (৩৫৭.৪৪*১০০০)= ৩,৫৭,৪৪০ টাকা।
শেষ কথাঃ
আশা করি আপনেরা এই পোস্টটি পড়ে জানতে পেরেছেন কুয়েতের ১ টাকা বাংলাদেশের কত টাকা/বাংলাদেশের ১০০ টাকা কুয়েতের কত টাকা/ বাংলাদেশের ৫০০ টাকা কুয়েতের কত টাকা/বাংলাদেশের ১ টাকা কুয়েতের কত টাকা। বলে রাখা ভালো। এসব টাকার পরিমান প্রতিদিন বাড়তে ও কমতে পরে। তাই আপডেট তথ্য জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
আরো জানুনঃ
কুয়েত থেকে বাংলাদেশে আসতে কত সময় লাগে?
বাংলাদেশ থেকে সৌদি আরবের দূরত্ব কত?