কুয়েত সিভিল আইডি চেক। Kuwait Civil ID Check
কুয়েত সিভিল আইডি চেক করা এখন খুব সোজা। আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল কিম্বা ল্যাপটপ দিয়ে খুব সহজেই কুয়েত সিভিল আইডি চেক,স্ট্যাটাস ,মেয়াদ সহ সকল তথ্য দেখতে পাবেন। আমাদের মধ্যে অনেকে কুয়েত সিভিল আইডি চেক করতে বিভিন্ন কম্পিউটারের দোকানে যায়। এই পোস্টটি মনোযোগ সহকারে পড়লে আপনাকে আর কম্পিউটারের দোকানে যেয়ে সিভিল আইডি চেক করতে হবে না। আপনি নিজেই পারবেন।
আমার এই পোস্টে আমি দুটি সহজ নিয়ম আপনাকে দেখিয়ে দেব আপনি যে কোন একটি ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার কুয়েত সিভিল আইডি কার্ড চেক করতে পারবেন। চলুন দেখে নেই দুইটি নিয়ম।
কুয়েত সিভিল আইডি চেক। (প্রথম নিয়ম)
- কুয়েত সিভিল আইডি চেক করতে প্রথমে আপনার মোবাইলে ইন্টারনেট সংযোগ দিন।
- কিভাবে আপনি কুয়েত সিভিল আইডি চেক করবেন এই পোস্টটি পড়ে বুঝে তারপর সরাসরি ওয়েব সাইটে যেতে এখানে ক্লিক করুন।
- নিচের পেজটি দেখতে পাবেন।
- এই পেজের প্রথম ঘরে আপনি আপনার সিভিল আইডিটি লিখুন।
- এবার Query তে ক্লিক করুন।
- ক্লিক করার পর নিচে দেখতে পাবেন আপনার সিভিল আইডির বর্তমান অবস্থার তথ্য। আপনি যদি ইংরেজি না বোঝেন তাহলে লেখাটি কপি করে গুগল ট্রান্সলেট থেকে বাংলা করে নিন।
কুয়েত সিভিল আইডি চেক। (২য় নিয়ম)
কুয়েত সিভিল আইডি চেক করার প্রথম নিয়ম তো দেখলাম এবার আমরা দ্বিতীয় নিয়ম দেখবো।
- প্রথমে আপনার মোবাইলে ইন্টারনেট সংযোগ দিন।
- গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বারে www.paci.gov.kw এই ঠিকানাটি লিখে সার্চ অপশনে ক্লিক করুন।
- সার্চের প্রথম অপশনটি ক্লিক করলে নিচের পেজটির মতো একটি পেজ দেখতে পাবেন। সরাসরি পেজে ঢুকতে চাইলে এখানে ক্লিক করুন।
- পেজটি আরবি ভাষাতে থাকলে উপরে বাম পাশে English এ ক্লিক করে ইংরেজি ভাষা করে নিন।
- এবার Card Status এ ক্লিক করে আপনার Civil ID অথবা Envelop No লিখুন।
- পাশে থাকা Submit অপশনে ক্লিক করুন।
- Submit বাটনে ক্লিক করার পর নীচে আপনার কুয়েত সিভিল আইডির সকল স্ট্যাটাস দেখতে পাবেন।
- ইংরেজি ভাষাতে বুঝতে না পারলে গুগল থেকে বাংলা করে নিন।
এভাবে আপনি খুব সহজে কুয়েত সিভিল আইডি চেক করতে পারবেন।
এছাড়া এই পেজ থেকে আপনি নিচের সেবাগুলো সেবা পেতে পারেন। যেমনঃ
- Card Renewal
- Address Availability
- Card Validity
- Establishment & Address Request
- MOI to Civil Number
আরো জানুনঃ
কুয়েত থেকে বাংলাদেশে আসতে কত সময় লাগে?
কুয়েতের ১ টাকা বাংলাদেশের কত টাকা?