লিথুনিয়া বেতন কত এবং যেসব কাজের চাহিদা বেশি।
লিথুনিয়া বেতন কত ? লিথুনিয়া সর্বনিম্ন বেতন কত? কোন কাজের চাহিদা বেশি এবং লিথুনিয়া যেতে কত টাকা লাগে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের পোস্টে। তাই সম্পূর্ণ পোস্টটি ধৈর্যসহকারে পড়ার অনুরোধ রইল।
লিথুনিয়া বেতন কত । Lithuania Job Salary
উত্তর ইউরোপের রাষ্ট্র লিথুয়ানিয়া/ লিথুনিয়া। আপনাদের মধ্যে যারা ইউরোপের যেকোন একটি দেশে গিয়ে স্থায়ী বাসিন্দা হওয়ার চিন্তাভাবনা করছেন তাদের জন্য লিথুনিয়া একটি বেস্ট পছন্দ হতে পারে। ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিসা সাকসেস হয় লিথুনিয়ায়। লিথুনিয়া ভিসা সাকসেস রেট ৯৮.৭% অর্থাৎ ১,০০০ জন যদি লিথুনিয়া ভিসা আবেদন করে। তাহলে তাদের মধ্যে ৯৮৭ জন ব্যক্তির ভিসা হওয়ার সম্ভাবণা থাকে।
এছাড়াও লিথুনিয়া ভিন্ন ধরনের কাজের সুযোগ সুবিধা রয়েছে যেমন: ক্যাশিয়ার, মেকানিক, ড্রাইভার, কিচেন হেল্পার, শিক্ষকতা, ট্রাভেলস গাইড, প্রোডাক্টশন ম্যানেজার ইত্যাদি। যেগুলোতে কাজ করে অনেক বেশি পরিমানে অর্থ উপার্জন করা যাবে। লিথুনিয়া বেতন কত এটি কাজের ধরন ও অভিজ্ঞতার উপরে নির্ভর করে কম বেশি হতে পারে। তবে লিথুনিয়া একজন শ্রমিকের গড় বেতন ১,৬৬৬ ইউরো থেকে ২,০০০ ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় ২,১১,৮৮৫ থেকে ২,৫৪,৩৬৪ টাকা।
লিথুনিয়া সর্বনিম্ন বেতন কত?
লিথুনিয়া বেতন কত জানার পর এবার জানবো লিথুনিয়া সর্বনিম্ন বেতন কত। লিথুনিয়া একজন শ্রমিককে দৈনিক ৮ ঘন্টা করে সপ্তাহে ৫ দিন ডিউটি করতে হয়। অর্থাৎ সপ্তাহে মোট ৪০ ঘন্টা। আর লিথুনিয়া একজন শ্রমিকের সর্বনিম্ন মাসিক বেতন ৮৪০ ইউরো থেকে ৯২৪ ইউরো যা বাংলাদেশি টাকায় ১,০৬,৮৪৮ টাকা থেকে ১,১৭,৫৩৩ টাকা।
লিথুনিয়া একজন শ্রমিকের সর্বনিম্ন প্রতিঘন্টার মুজুরি বৃদ্ধি করে ৫.১৪ ইউরো থেকে ৫.৬৫ ইউরো করা হয়েছে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৭৮১.৬৮ টাকা। এবং লিথুনিয়া একজন শ্রমিকের সর্বনিম্ন সপ্তাহিক বেতন ২২৬ ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮,৭৪৭.৩২ টাকা।
লিথুনিয়া কোন কাজের চাহিদা বেশি?
লিথুনিয়া বেতন কত জেনেছি। লিথুনিয়া বিভিন্ন কাজের সুযোগ-সুবিধা ও সর্বনিম্ন বেতন সম্পর্কে জেনে অনেকে জানতে চান লিথুনিয়ার কোন কাজের চাহিদা বেশি। লিথুনিয়া বর্তমানে সবচেয়ে বেশি যে কাজের চাহিদা রয়েছে তাহলো কনস্ট্রাকশন রিলেটেড জব। যেমন:
- ইটভাটা
- রাজমিস্ত্রি
- ছুতর
- কংক্রিট শ্রমিক
- রড-ফিক্সার
- টালি-সেটার
- ডেকোরেটর
- প্লাম্বার
- ইলেকট্রিশিয়ান
- ওয়েল্ডার
- পাইপফিটার ও
- টুল কর্মী ইত্যাদি।
লিথুনিয়া যেতে কত টাকা লাগে
লিথুনিয়া বেতন কত জানার পর এবার জানবো সেখানে যেতে কত টাকা লাগে। আপনাদের মধ্যে যারা লিথুনিয়া যেতে আগ্রহী তাদের প্রত্যেকের লিথুনিয়া যেতে কত টাকা লাগে এই সম্পর্কে একটি আইডিয়া থাকা দরকার। তাহলে আপনি আপনার বাজেট অনুযায়ী লিথুনিয়া যাওয়ার প্রচেষ্টা চালাতে পারবেন।
লিথুনিয়া যেতে কত টাকা লাগবে এটি মূলত বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে কম বেশি হতে পারে। তবে সাধারণত লিথুনিয়া যেতে একজন ব্যক্তির কমপক্ষে ৭ থেকে ৮ লক্ষ টাকা প্রয়োজন হবে। এই টাকার মধ্যে লিথুনিয়া ভিসা প্রসেসিং সহ সব কিছু কমপ্লিট হয়ে যাবে।
কিন্তু অনেক সময় দালালরা লিথুনিয়া ভিসা প্রসেসিং করার জন্য আরও বেশি টাকাও নিয়ে থাকে। যা সাধারণত ১০ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এটি মূলত আপনার দালালের উপরে নির্ভর করে কম বেশি হবে।
কিন্তু আপনি যদি নিজে নিজে সম্পূর্ণ ভিসা প্রসেসিং করতে পারেন, তাহলে মোটামুটি ৩ থেকে ৪ লক্ষ টাকার মধ্যে আপনি লিথুনিয়া যেতে পারবেন। তবে এক্ষেত্রে ভিসা পেতে একটু কঠিন হতে পারে।
শেষ কথাঃ
আশাকরি, আর্টিকেলটি পড়ে আপনি লিথুনিয়া সম্পর্কে একটি বেসিক ধারণা পেয়েছেন অর্থাৎ লিথুনিয়া বেতন কত, লিথুনিয়া সর্বনিম্ন বেতন কত, কোন কাজের চাহিদা বেশি এবং লিথুনিয়া যেতে কত টাকা লাগে। এরকম আরো গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ!
আরো জানুনঃ
সুইজারল্যান্ড সর্বনিম্ন বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি
পোল্যান্ড কাজের বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি
হাঙ্গেরি বেতন কত। Wages in Hungary