মালয়েশিয়া মেডিকেল চেক অনলাইন।
মালয়েশিয়া মেডিকেল চেক অনলাইন- হ্যালো মালয়েশিয়া প্রবাসী বন্ধুরা কেমন আছেন সবাই। আজ আমি দেখাবো কিভাবে অল্প সময়ে হাতে থাকে স্মার্ট মোবাইল দিয়ে মালয়েশিয়া মেডিকেল চেক অর্থাৎ মালয়েশিয়ার ফমেমা চেক করবেন।
আমরা জানি মালয়েশিয়া প্রবাসী সকল বাংলাদেশী এবং ভারতীয়দের প্রতিবছর মেডিকেল চেক করতে হয়। সাধারণত কোম্পানির পক্ষ থেকে এই মেডিকেল চেক হয়ে থাকে। মেডিকেল চেক করার পর কিভাবে অনলাইনে এ রিপোর্টটি পাওয়া যায় তা আমরা অনেকেই চেক করতে পারিনা। এই পোস্টে কিভাবে দুটি নিয়মে এই মেডিকেল রিপোর্ট চেক করা যায় তা দেখাবো।
মালয়েশিয়া মেডিকেল চেক অনলাইন। Malaysia Medical Check Online
মালয়েশিয়া মেডিকেল চেক অনলাইন বা মালয়েশিয়া ফমেমা চেক করতে আপনার মোবাইলে ইন্টারনেট সংযোগ দিন।
ক্রম ব্রাউজার ওপেন করুন এবং সার্চ বারে myimms fomema এটি লিখে সার্চ বাটনে ক্লিক করুন।
সার্চে থাকা প্রথম ঠিকানাটি ক্লিক করুন অথবা সরাসরি ওয়েব সাইটটিতে ঢুকতে সম্পুর্ন পোস্টটি পড়ে নিয়ম জেনে এখানে ক্লিক করুন।
নিজের পেজের মতো একটি পেজ দেখতে পাবেন।
এখানে আপনি দুইটি নিয়মে মালয়েশিয়া মেডিকেল চেক অনলাইন রিপোর্ট দেখতে পাবেন।
প্রথম পদ্ধতিঃ
বাম পাশে থাকা প্রথম ঘরে আপনার পাসপোর্ট নাম্বারটি লিখুন।
তার নিচে আপনার দেশ সিলেক্ট করুন অর্থাৎ আপনি বাংলাদেশী হলে বাংলাদেশ এবং ভারতীয় হলে ইন্ডিয়া সিলেক্ট করুন।
পাসপোর্ট নাম্বার এবং দেশ সিলেক্ট করে একেবারে ডান পাশে থাকা Carian বাটনে ক্লিক করুন।
দ্বিতীয় পদ্ধতিঃ
আপনি চাইলে ডান পাশের প্রথম ঘরে আপনার নাম এবং তার নিচে আপনার দেশ সিলেক্ট করে তার ডান পাশে থাকা Carian বাটনে ক্লিক করে আপনার মেডিকেল রিপোর্টটি দেখতে পারেন।
যাই হোক প্রথম অথবা দ্বিতীয় পদ্ধতির যে কোন একটি ব্যবহার করে Carian বাটনে ক্লিক করলে নিচের পেজটি দেখতে পাবেন।
এই পেজে আপনি আপনার পাসপোর্ট নাম্বার সহ সকল তথ্য এবং মেডিকেলে আপনি ফিট অথবা আনফিট সেটা দেখতে পাবেন। এভাবে খুব অল্প সময়ে শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে এবং দেশ সিলেক্ট করে সহজে মালয়েশিয়া মেডিকেল চেক অনলাইন এ দেখতে পাবেন।
আশা করি এই পোস্টটি পড়ে আপনি বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজে ঘরে বসে শুধুমাত্র একটি android মোবাইল দিয়ে পাসপোর্ট নাম্বার এবং দেশের নাম সিলেক্ট করে মালয়েশিয়ার মেডিকেল রিপোর্ট অনলাইনে চেক করা যায়। এরকম গুরুত্বপূর্ণ পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সঙ্গে থাকুন। ধন্যবাদ।
আরো জানুনঃ
পাসপোর্ট দিয়ে মেডিকেল রিপোর্ট চেক।
সৌদি মেডিকেল চেক করুন নতুন নিয়মে।