পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক। Medical report check
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করা খুবই সোজা। বিদেশ ভ্রমণ, চাকরি, কিংবা পড়াশোনা সব ক্ষেত্রেই মেডিকেল টেস্ট করা বাধ্যতামূলক। আমরা বিদেশ যাওয়ার জন্য মেডিকেল টেস্ট করি যেমন, সৌদি আরব, দুবাই, ওমান অথবা অন্য যেকোন কান্ট্রির জন্য। এজেন্সির মাধ্যমে সাধারণত আমরা মেডিকেল টেস্ট করিয়ে থাকি।
কিন্তু টেস্ট সম্পন্ন হওয়ার পরেও রিপোর্টের জন্য দীর্ঘদিন অপেক্ষায় থাকতে হয়। যেটি সত্যিই অনেক ধৈর্য ও সময় সাপেক্ষ। তাই আজকের পোস্টে আমি এই সমস্যা থেকে উত্তরণের জন্য কিভাবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করা যায়। তো চলুন শুরু করি।
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম
আপনি যদি অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক বা যাচাই করতে চান, তাহলে প্রথমে ইন্টারনেট সংযোগ On করুন। তারপর যেকোন ব্রাউজারের এড্রেসবারে wafid.com লিখে ইন্টার চাপুন অথবা সরাসরি ওয়েবসাইটে ঢুকতে এখানে ক্লিক করুন।
আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এখন View Medical Reports অপশনে ক্লিক করুন। আপনি নতুন আরেকটি ইন্টারপেইজে চলে আসবেন। এখন Passport number ও Nationality সিলেক্ট করে নিচে যদি ক্যাপচা কোড থাকে সেটি সঠিকভাবে বসিয়ে Check বাটনে ক্লিক করে তথ্য দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করুন।
আপনি Wafid Slip Number দিয়েও মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। সেক্ষেত্রে Wafid Slip Number এ টিক চিহ্ন দিয়ে তার পর Check বাটনে ক্লিক করুন।
চেক বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার মেডিকেল সম্পর্কিত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। অর্থাৎ আপনার নাম, বয়স, ঠিকানা মেডিকেলে ফিট নাকি আনফিট ইত্যাদি তথ্য গুলো দেখতে পাবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট ডাউনলোড করার নিয়ম
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার পর তথ্যটি ডাউনলোড করতে চান, তাহলে আপনার ছবির ওপরে ডানপাশে থাকা PDF বাটনে ক্লিক করুন। আপনার মেডিকেল রিপোর্টটি PDF ফাইল হিসেবে ডাউনলোড হয়ে যাবে।
এখন আপনি চাইলে PDF কপিটি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারেন। কিছু দিন অপেক্ষা করুন। আপনার এজেন্সি বা মেডিকেল থেকে আপনাকে ফোন করে আপনার রিপোর্ট সম্পর্কে তারা জানিয়ে দেবে। নির্দিষ্ট তারিখে গিয়ে আপনি আপনার মেডিকেল রিপোর্টটি সংগ্রহ করে নিন।
আনফিট হলে করণীয় কি?
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার পর কি কি কারনে মেডিকেলে আনফিট হয় সেটা আমরা জেনেছি। আপনি যদি মেডিকেলে আনফিট হয়ে থাকেন, সেক্ষেত্রে কি কারনে আপনি আনফিট হয়েছেন সেটি শনাক্ত করতে হবে। মারাত্মক কোন অসুখ না হলে সে ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে। যেমন, আপনার শরীরের যদি জন্ডিসের জীবাণু পাওয়া যায়, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে। এছাড়া চর্মরোগ, শ্বাসকষ্ট ইত্যাদি সাধারণ রোগের কারণে মেডিকেলে আনফিট হলে রোগ নিরাময় করে পুনরায় মেডিকেল চেকআপ করাতে হবে।
পাসপোর্ট দিয়ে রিপোর্ট চেকের সংক্ষিপ্ত পদ্ধতি
- প্রথমে ল্যাপটপ অথবা মোবাইলে ইন্টারনেট সংযোগ দিন।
- সরাসরি ওয়েব সাইটে ঢুকতে এখানে ক্লিক করুন।
- By Passport No এ টিক চিহ্ন দিন।
- এবার আপনার পাসপোর্ট নাম্বারটি লিখুন।
- Nationality অপশনে Bangladeshi সিলেক্ট করুন।
- এবার Check বাটনে ক্লিক করুন।
- এভাবে খুব সহজে আপনি আপনার মেডিকেল রিপোর্ট দেখতে পারবেন।
Wafid slip number দিয়ে রিপোর্ট চেক
- পূর্বের মত ওয়েবসাইটে প্রবেশ করুন।
- Wafid slip number এ টিক চিহ্ন দিন।
- এবার GCC Slip number টি লিখুন।
- Check অপশনে ক্লিক করুন।
- এবার আপনি আপনার মেডিকেল রিপোর্টটি দেখতে পাবেন।
শেষ কথাঃ
এই পোস্টে আমি পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার ভিন্ন নিয়ম সহ গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি। আশাকরি, পোস্টটি আপনাদের অনেক কাজে আসবে। এরকম আরোও গুরুত্বপূর্ণ পোস্ট পেতে নজর রাখুন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ।
আরো জানুনঃ
মালয়েশিয়া মেডিকেল চেক অনলাইন।
সৌদি মেডিকেল চেক করুন নতুন নিয়মে।