জার্মানিতে সর্বনিম্ন বেতন কত। Minimum Salary in Germany

শেয়ার করুন

জার্মানিতে সর্বনিম্ন বেতন কত বা জার্মানিতে একজন শ্রমিকের Hourly ও Monthly সর্বনিম্ন বেতন কত জানতে সম্পূর্ণ পোস্টটি পড়ার অনুরোধ রইল। ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ হলো জার্মান। এটি মধ্য ইউরোপ ও পশ্চিম ইউরোপের মধ্যকার উন্নতশীল একটি দেশ। এর রাজধানী বার্লিন এবং সরকারি মুদ্রার নাম ইউরো। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক বেকার,স্টুডেন্ট কাজ ও উচ্চ শিক্ষার জন্য জার্মানে পাড়ি দেন ।

অনেকে শ্রমিক হিসেবে দৈনিক ৮ ঘন্টা কাজ করে থাকেন। আবার অনেকে পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম জব করে থাকেন। আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা জার্মানে যাওয়ার স্বপ্ন দেখেন। আবার অনেকে জানতে চান জার্মানিতে সর্বনিম্ন বেতন কত। তাই এই পোস্টে আমি জার্মানে একজন শ্রমিকের Hourly ও Monthly সর্বনিম্ন বেতন কত এবং একজন পার্ট টাইম কর্মীর বেতন কত এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

জার্মানিতে সর্বনিম্ন বেতন কত।

জার্মানের মুদ্রার নাম ইউরো। সুতারাং কেউ যদি জার্মানে জব/চাকরি করেন তাহলে তাকে জার্মানি মুদ্রায় (ইউরো) বেতন দেওয়া হবে। যেটা পরবর্তীতে দেশীয় ব্যাংকের সাহায্যে নিজেস্ব মুদ্রায় পরিবর্তন করা যাবে। জার্মানের একজন শ্রমিকের প্রতি ঘন্টায় বেতন ১২ ইউরো। যেটা বাংলাদেশি টাকায় ১,৪৪২.৮৩ টাকা। সেই হিসেবে একজন শ্রমিক যদি জার্মানে দৈনিক ৮ ঘন্টা কাজ করে তাহলে তার আয় হবে ৯৬ ইউরো। যেটা বাংলাদেশি টাকায় প্রায় ১১,৫৪২.৬১ টাকা।

জার্মানে একজন শ্রমিকের Hourly বেতন ১ হাজার ৪ শত ৪২ টাকা ৮৩ পয়সা এবং এক দিনের বেতন ১১ হাজার ৫ শত ৪২ টাকা ৬১ পয়সা। সেই হিসেবে জার্মানে একজন শ্রমিক যদি সাপ্তাহে ৪০ ঘন্টা অর্থাৎ ৮ ঘন্টা করে ৫ দিন কাজ করে তাহলে তাঁর ১ সপ্তাহে বেতন হবে ৪৮০ ইউরো। বাংলাদেশি টাকায় প্রায় ৫৭,৭১৩.০৩ টাকা। তাহলে জার্মানে একজন শ্রমিকের এক মাসে বেতন হবে ১,৯২০ ইউরো। অর্থাৎ  বাংলাদেশি ২,৩০,৮৫২.১০ টাকা। সুতারাং জার্মানিতে সর্বনিম্ন বেতন কত সেটা হল:

  • প্রতি ঘন্টায় ১২ ইউরো অর্থাৎ ১৪৪২.৮৩ টাকা।
  • এক সপ্তাহে ৪০ ঘন্টায় বেতন ৪৮০ ইউরো/৫৭,৭১৩.০৩ টাকা।
  • এক মাসে বেতন ১৯২০ ইউরো/,৩০,৮৫২.১০ টাকা

জার্মানিতে একজন পার্ট টাইম কর্মীর সর্বনিম্ন বেতন কত

জার্মানিতে সর্বনিম্ন বেতন কত সেটা জানার পর এবার জানবো পার্ট টাইম কর্মির বেতন কত। জার্মানে সাধারণত বিভিন্ন দেশ থেকে আসা স্টুডেন্টরা পার্ট টাইম কাজ গুলো করে থাকেন। সাধারণত ইউরোপ দেশ গুলোর সিস্টেম হলো একজন ফুল টাইম কর্মী যত ঘন্টা কাজ করবেন তার অর্ধেক সময় কাজ করতে পারবেন একজন পার্ট টাইম কর্মী। অর্থাৎ একজন ফুল টাইম কর্মী যদি দৈনিক ৮ ঘন্টা এবং সপ্তাহে ৪০ ঘন্টা ডিউটি করেন তাহলে একজন পার্ট টাইম কর্মী তার অর্ধেক অর্থাৎ দৈনিক ৪ ঘন্টা, সপ্তাহে ২০ ঘন্টা কাজ করতে পারবেন এবং মাসে ৮০ ঘন্টা কাজ করার সুযোগ পাবেন।

তাহলে সেই হিসেবে জার্মানিতে একজন পার্ট টাইম শ্রমিকের দৈনিক সর্বনিম্ন বেতন ৪৮ ইউরো বা ৫,৭৭১.৩০ টাকা। এক সপ্তাহে বেতন ২৪০ ইউরো/২৪,৮৫৬.৫১ টাকা। এবং এক মাসে বেতন ৯৬০ ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,১৫,৪২৬.০৫ টাকা। সুতারাং জার্মানিতে একজন স্টুডেন্ট এর বেতন/পার্ট টাইম শ্রমিকের সর্বনিম্ন বেতন:

  • প্রতি ঘন্টায় বেতন ১২ ইউরো/১৪৪২.৮৩ টাকা
  • এক সপ্তাহে বেতন ২৪০ ইউরো/২৪,৮৫৬.৫১ টাকা এবং
  • এক মাসে বেতন ৯৬০ ইউরো/১,১৫,৪২৬.০৫ টাকা।

এছাড়াও কাজের ধরন, শ্রমিকের দক্ষতা ও অভিজ্ঞতার উপরে ভিত্তি করে জার্মানিতে সর্বনিম্ন বেতন কত তা নির্ধারণ করা হয়। তবে উপরে আমরা জার্মানি সরকারের অনুমোদিত সর্বনিম্ন বেতন কাঠামো সম্পর্কে আলোচনা করলাম। এর নিচে কোন শ্রমিককে অর্থ প্রদান করা সম্পূর্ণ অবৈধ/বেআইনি।

আশা আর্টিকেলটি পড়ে আপনারা বুঝে গেছেন জার্মানিতে সর্বনিম্ন বেতন কত/জার্মানে একজন শ্রমিকের সর্বনিম্ন বেতন কত অথবা জার্মানে একজন পার্ট টাইম কর্মীর বেতন কত। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে অথবা এই পোস্ট সম্পর্কে কোন কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করতে ভুলবেন না।

আরো জানুনঃ

জাপানে সর্বনিম্ন বেতন কত জেনে নিন।

অস্ট্রেলিয়া বেতন কত দেখে নিন।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *