মুক্তপাঠ অনলাইন কোর্স করার নিয়ম।

শেয়ার করুন

মুক্তপাঠ অনলাইন কোর্স শিক্ষক সহ সকলের কাছে এখন খুবই জনপ্রিয়। বর্তমানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগন তাদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষে মুক্তপাঠ প্লাটফর্মে বিভিন্ন বিষয়ে অনলাইনে প্রশিক্ষণ নিয়ে থাকেন।আমাদের মধ্যে অনেকে আছেন যারা আইসিটি বিযয়ে অভিজ্ঞ নন। তাদের জন্য আমার এই লেখা।

এই পোস্টে জানতে পারবেন কিভাবে মুক্তপাঠে রেজিস্ট্রেশান করতে হয়, লগইন করার নিয়ম, পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড রিকভারি করার নিয়ম,মুক্তপাঠ অনলাইন কোর্স করার নিয়ম,মুক্তপাঠের সকল কোর্স সমুহ, কুইজের উত্তর দেওয়ার নিয়ম সহ মুক্তপাঠের সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম। তো চলুন একে একে সব নিয়মগুলো জেনে নেওয়া যাক।

মুক্তপাঠ অনলাইন কোর্স

মুক্তপাঠ অনলাইন কোর্স করতে প্রথমে muktopaath.gov.bd এই ঠিকানায় প্রবেশ করুন অথবা  এখানে  ক্লিক করুন।

উপরের ডান পাশের কোনায় লগইন অপনে ক্লিক করুন।

এবার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন অপনে ক্লিক করুন।

লগইন করার পর আপনার সামনে সকল কোর্স গুলো দেখতে পাবেন। এখান থেকে যে কোর্সটি আপনি করতে চান সেটিতে ক্লিক করুন ।

পরবর্তী পেজে কোর্সটি শুরু করুন অপশনে ক্লিক করুন।

আপনার সামনে নিচের পেজটি দেখতে পাবেন।

 

এখানে কোর্সের মডিউল গুলো দেখতে পাবেন।

এবার শুরু করুন অপশনে ক্লিক করুন।

আপনার প্রশিক্ষণ শুরু হয়ে গেল। এবার আপনি পেজের উপরে ডান কোনায় বিভিন্ন অপশন দেখতে পাবেন যেমন, পূর্ববর্তী , পরবর্তী ,কুইজ ইত্যাদি। এখানে অপশন গুলোতে ক্লিক করে আপনি পূর্বের এবং পরের পেজ গুলো দেখতে পাবেন।

পাঠ শেষে কুইজ আসলে সেগুলো পাঠ সংশ্লিষ্ট বিষয়ের উপর খেয়াল রাখে উত্তর দিন। একটি পাঠ শেষ হলে অপর মডিউলে যেতে পরবর্তী বাটনে ক্লিক করুন।এভাবে পুরা কোর্স আপনি শেষ করুন। কোর্স শেষ হলে সার্টিফিকেট তৈরি করে ডাউন-লোড করে নিন।

মুক্তপাঠ রেজিস্ট্রেশন/নিবন্ধন করার নিয়ম

আপনি যদি মুক্তপাঠ অনলাইন কোর্স করতে চান সে ক্ষেত্রে প্রথমে আপনাকে মুক্ত পাঠের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন/ নিবন্ধন করতে হবে। এই নিবন্ধন করতে আপনার কিছু তথ্যের প্রয়োজন হবে। চলুন দেখে নেই কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়।

প্রথমে মুক্তপাঠের ওয়েবসাইটের এই muktopaath.gov.bd ঠিকানা  যে কোন একটি ওয়েব ব্রাউজারের এড্রেস বারে লিখে এন্টার প্রেস করুন। সরাসরি ঢুকতে চাইলে  এখানে  ক্লিক করে আপনি ঢুকতে পারেন। ওয়েবসাইটে ঢুকে প্রথমে নিচের পেজটি দেখতে পাবেন।

 

এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হয়। আপনি যেহেতু রেজিস্ট্রেশন করতে চান সুতরাং রেজিস্ট্রেশন করতে নিচের রেজিস্ট্রেশন করুন অপশনটিতে ক্লিক করুন।

নিচের পেজটি আপনি দেখতে পাবেন।

এখানে আপনি কি হিসাবে লগইন করতে চান সেটা সিলেক্ট করে নিন। আপনি যদি শিক্ষক হন তাহলে  লার্নার এ ক্লিক করুন।

নিচের পেজটি দেখতে পাবেন।

 

এটি মূলত আপনার মুক্ত পাঠের রেজিস্ট্রেশন করার পেজ। এখানে তথ্যগুলো সঠিক ভাবে ও সতর্কতার সাথে পূরণ করতে হবে। যে তথ্যগুলো পূরণ করতে হবে সেগুলো নিম্নরূপ

অংশগ্রহণকারীর নাম।

পেশার ধরন।

সার্টিফিকেট অনুযায়ী আপনার নাম ইংরেজিতে।

লিঙ্গ।

মোবাইল নাম্বার। ( PEMIS এ যেটি ব্যবহার করছেন)

পাসওয়ার্ড। (পাসওয়ার্ডটি অবশ্যই কমপক্ষে ছয় সংখ্যার হতে হবে)

প্রতিবন্ধকতা।

আপনি সরকারি চাকুরীজীবী হলে পেশার ধরন সরকারি সিলেট করতে হবে। এক্ষেত্রে আপনার পেশা যদি শিক্ষকতা হয় তাহলে নিচের পেজটি দেখতে পাবেন।

এখানে শিক্ষার স্তর অপশন থেকে আপনার শিক্ষক স্তর সিলেট করুন। আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হন তাহলে প্রাথমিক সিলেক্ট করুন। শিক্ষক পিন ও জন্ম তারিখ দিয়ে ভেরিফাই করুন অপশনে ক্লিক করুন ।

শিক্ষক স্তর সাধারণ সিলেক্ট করলে সেক্ষেত্রে পিডিএস আইডি ও জন্ম তারিখ দিয়ে ভেরিফাই করুন অপশন এ ক্লিক করুন।

শিক্ষার স্তর মাদ্রাসা সিলেক্ট করলে সে ক্ষেত্রে পিন নম্বর /ইনডেক্স নাম্বার ও জন্ম তারিখ দিয়ে ভেরিফাই করুন অপশন এ ক্লিক করুন।

শিক্ষার স্তর কারিগরি সিলেক্ট করলে সে ক্ষেত্রে HRMIS নাম্বার ও জন্ম তারিখ দিয়ে ভেরিফাই করুন অপশনে ক্লিক করুন।

এখানে আপনি রেজিস্ট্রেশন করার জন্য যে মোবাইল নাম্বার ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারে চার সংখ্যার একটি OTP যাবে। খালি ঘরে সেই OTP নাম্বারটি লিখে সাবমিট করুন অপশন এ ক্লিক করুন।

হ্যাঁ হয়ে গেল আপনার মুক্ত পাঠের রেজিস্ট্রেশন করা। এবার আপনার দেয়া ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পুনরায়  মুক্ত পাঠের ওয়েবসাইটে লগইন করুন ।

মুক্তপাঠ লগইন করার নিয়ম

 

মুক্তপাঠ অনলাইন কোর্স এ লগইন করতে প্রথমে ক্রোমো ব্রাউজার ওপেন করুন। ক্রম ব্রাউজারের অ্যাড্রেস বারে muktopaath.gov.bd এই ঠিকানাটা লিখে এন্টার বাটনে ক্লিক করুন। পেজ ওপেন হলে উপরে ডান পাশে লগইন অপশন এ ক্লিক করুন। নিচের পেজটি দেখতে পাবেন।

এই পেজের উপরের প্রথম ঘরে আপনার মোবাইল নম্বর অথবা ইমেইল এড্রেস লিখুন। দ্বিতীয় ঘরে পাসওয়ার্ডটি লিখে লগইন অপশনে ক্লিক করুন।

ইউজার আইডি এবং পাসওয়ার্ড ঠিকঠাক থাকলে আপনি এই নিয়মে খুব সহজে মুক্তপাঠে লগইন করতে পারবেন।

মুক্তপাঠ সকল কোর্স

মুক্তপাঠ অনলাইন কোর্স প্রশিক্ষণ প্লাটফর্মে মোট ১৬৮ টি কোর্স রয়েছে। বেশি সংখ্যক কোর্স যেগুলি আপনি বিনামূল্যে করতে পারবেন। আবার কিছু কোর্স আছে যেগুলি নির্ধারিত ফি প্রদান করে কোর্স সম্পন্ন করতে হয়। সকল কোর্সগুলোকে আবার কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরি গুলো নিম্নরূপঃ

বৈদেশিক কর্মসংস্থানঃ এ ক্যাটাগরিতে মোট দুইটি কোর্স রয়েছে। একটি হল বৈদেশিক কর্মসংস্থানের পূর্ব প্রস্তুতি। অপরটি হাউস কিপিং।

প্রশিক্ষণঃ এখানে মোট ১৪ টি কোর্স রয়েছে। উল্লেখযোগ্য গুলোর মধ্যে রয়েছে জাতীয় শিক্ষা ক্রম ২০২১ (প্রাথমিক স্তর), জাতীয় তথ্য বাতায়ন ব্যবস্থাপনা, ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরিকল্পনা কোর্স, ইত্যাদি।

ব্যক্তিগত উন্নয়নঃ ব্যক্তিগত উন্নয়নে মোট ১৩ টি কোর্স রয়েছে। উল্লেখযোগ্য কোর্স গুলোর মধ্যে রয়েছে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার, শিশুর সাথে খেলা এবং সৃজনশীলতা, কর্মজীবন পরিকল্পনা, ম্যানেজমেন্ট লার্নিং,প্রকল্প ব্যবস্থাপনা, ইত্যাদি।

আত্মকর্মসংস্থানঃ মুক্তপাঠ অনলাইন কোর্স এর এই ক্যাটেগরিতে মোট ১২ আইটেমের কোর্স রয়েছে। কোর্সগুলো আত্মকর্মসংস্থানের জন্য খুবই উপযোগী। উল্লেখযোগ্য গুলির মধ্যে রয়েছে মুরগি পালন, গাভী পালন, ছাগল পালন, গরু মোটা তাজাকরণ কোর্স। দুগ্ধবতী গাভী পালন, কিভাবে একটি কোম্পানি শুরু করবেন, স্বল্প পুঁজিতে কোয়েল পালন, ইত্যাদি।

কারিকুলামঃ এই ক্যাটেগরিতে মোট ২৪টি কোর্স রয়েছে। কোর্সগুলো সাধারণত বিষয়ভিত্তিক যা জাতীয় শিক্ষাক্রম কারিকুলাম অনুযায়ী তৈরি করা। কোর্সগুলো সম্পূর্ণ ফ্রি।

স্বাস্থ্যঃ মুক্তপাঠ অনলাইন কোর্স এ স্বাস্থ্য ক্যাটাগরিতে মোট ১৯ টি কোর্স রয়েছে। উল্লেখযোগ্য গুলি হল সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, জনসাধারণের জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ক অনলাইন কোর্স, ডিপ্লোমা নার্সিং , কোভিড ১৯ ও ডায়াবেটিস বিষয় কোর্স, ইত্যাদি।

দক্ষতা উন্নয়নঃ এই ক্যাটেগরিতে মোট ২৫টি কোর্স করছে । তার মধ্যে উল্লেখযোগ্য হল মোবাইলে কন্টেন তৈরি, শিক্ষার্থীর অগ্রগতি যাচাই, ইফেক্টিভ টিচিং ইত্যাদি।

তথ্যপ্রযুক্তিঃ তথ্যপ্রযুক্তি ক্যাটেগরিতে মোট ১৫টি অনলাইন কোর্স রয়েছে। তাদের মধ্যে রয়েছে উদ্যোক্তাদের প্রশিক্ষণ, গ্রাফিক্স ডিজাইন, তথ্য আপা, উপজেলা কর্মকর্তাদের প্রশিক্ষণ, ইউটিউবিং, Google বিশ্লেষক, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বেসিক, ইত্যাদি।

শিক্ষাঃ শিক্ষা ক্যাটেগরিতে মোট ৪২ টি কোর্স রয়েছে। এখানে সাধারণত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন বিষয় এর অনলাইন কোর্স এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন রকমের কোর্স রয়েছে।

এছাড়াও কৃষি, সাংবাদিকতা, গণিত, ইত্যাদি ক্যাটাগরিতে বিভিন্ন রকম কোর্স রয়েছে। প্রতিনিয়ত এই ওয়েবসাইডে বিভিন্ন রকমের অনলাইন কোর্স সংযোজন করা হচ্ছে।

মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড

মুক্তপাঠ অনলাইন কোর্স সমাপ্ত করার পর সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয়। সার্টিফিকেট আবেদন করার পূর্বে আপনার প্রোফাইলটি আপডেট করে নিন। কোর্স সমাপনী অপশনে ফিডব্যাক ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। এছাড়া এখানে কোর্স সম্পর্কিত কিছু মতামত লিখতে হবে।

সকল তথ্য প্রদান করার পর কোর্স সার্টিফিকেট এ ক্লিক করুন। এবার সার্টিফিকেট তৈরি করুন অপশন এ ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার মুক্তপাঠ অনলাইন কোর্স সার্টিফিকেট তৈরি হয়ে গেলে স্কিনে আপনার সার্টিফিকেট দেখতে পাবেন

 

সার্টিফিকেট ডাউনলোড করতে ডাউনলোড অপশন এ ক্লিক করুন। ডাউন-লোড ফোল্ডারে ঢুকে আপনি আপনার ডাউনলোডকৃত সার্টিফিকেট দেখতে পাবেন।

মুক্তপাঠ কুইজ উত্তর দিবেন যেভাবে

মুক্তপাঠে যেকোন কোর্স করার ক্ষেত্রে আপনি কতটুকু মনোযোগ সহকারে কোর্সটি করছেন অথবা উক্ত মুক্তপাঠ অনলাইন কোর্স করে আপনি কতটুকু বুঝতে পেরেছেন সেটা নির্ধারণ করার জন্য প্রতিটি মডিউল শেষে আপনাকে কিছু কুইজের উত্তর দিতে হবে। এই কুইজের উত্তর সঠিক হলে আপনি পরবর্তী মডিউলে যেতে পারবেন।

আর যদি কুইজের উত্তর ভুল হয় তাহলে আপনাকে মুক্তপাঠ অনলাইন কোর্স এ পরবর্তীতে আবারো কুইজের উত্তর দেয়ার সুযোগ দিবে। এখানে উল্লেখ্য কুইজের উত্তর ভুল হলে সেই একই কুইজ না দিয়ে পাঠ সংশ্লিষ্ট অন্য কুইজ এর উত্তর আপনাকে দিতে হতে পারে। তাই মনোযোগ সহকারে সকল পাঠগুলো দেখুন এবং সঠিকভাবে কুইজের উত্তর দেয়ার চেষ্টা করুন।

মুক্তপাঠ পাসওয়ার্ড রিসেট/ রিকভারি করার নিয়ম

মুক্তপাঠ এর পাসওয়ার্ড ভুলে গেলে মুক্তপাঠের ওয়েব সাইটে লগইন করা সম্ভব হয় না। এক্ষেত্রে মুক্তপাঠ অনলাইন কোর্স পুনরায় করতে প্রয়োজনীয় তথ্য দিয়ে পাসওয়ার্ড রিসেট করে নিতে হয়। পাসওয়ার্ড রিসেট করার উপায় নিম্নরূপঃ

প্রথমে ব্রাউজারের অ্যাড্রেস বারে মুক্তপাঠের ঠিকানা লিখে ইন্টার বাটন চাপুন।

এবার পেজের ডান পাশের উপরের কোনায় লগইন করুন অপশনে ক্লিক করুন।

পেজটি ওপেন হলে পাসওয়ার্ড ভুলে গিয়েছেন? অপশনে ক্লিক করুন ।

এবার আপনার পূর্বে লগইন কৃত user id মোবাইল নাম্বার অথবা ইমেইল এড্রেসটি লিখুন ।

সাবমিট করুন অপশনে ক্লিক করুন।

আপনি যদি ফোন নাম্বার দেন তাহলে ফোন নাম্বারে একটি OTP কোর্ড যাবে। আর ইমেইল এড্রেস দিলে ইমেইলে একটি কোর্ড যাবে।

এবার কোর্ড নাম্বারটি লিখে ইন্টার দিন।

এখন প্রথম ও ২য় ঘরে নুতন পাসওয়ার্ড দিয়ে ইন্টার প্রেস করুন। আবশ্যই ৮টি (অক্ষর ও সংখ্যা) ডিজিট দিবেন।

শেষ কথাঃ

এই পোস্টে আমি মুক্তপাঠ অনলাইন কোর্স সম্পর্কে বিশদভাবে লিখেছি। এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়লে মুক্তপাঠ সম্পর্কে আপনার সকল সমস্যা দূর হয়ে যাবে বলে আমি আশা করি। এখানে মুক্তপাঠ অনলাইন কোর্স রেজিস্ট্রেশন থেকে আরম্ভ করে সার্টিফিকেট ডাউনলোড করা পর্যন্ত সকল পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশা করি এই পোস্টটি আপনাদের মুক্তপাঠ অনলাইন কোর্স করতে অনেক সহায়তা করবে। ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।

আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে পড়ুনঃ

উপবৃত্তি পোর্টালে শিক্ষার্থী ট্রান্সফার করার সহজ নিয়ম।

প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তক চাহিদা প্রদানের নিয়ম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *