এনআইডি কার্ড চেক করুন ১ মিনিটে। NID card check

শেয়ার করুন

বর্তমানে এনআইডি কার্ড চেক করা খুব সহজ। এখন থেকে ভোটার আইডি কার্ডের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। অথবা ভোটার আইডি কার্ডের তথ্য চেক করার জন্য উপজেলা কিংবা নিকটস্থ ভোটার কেন্দ্রে গিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না।

আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে খুব সহজে ঘরে বসে মাত্র ৩ মিনিটে আপনার এনআইডি কার্ড চেক করে নিতে পারবেন।

আশাকরি এই পোস্ট পড়ে আপনি নিজে নিজে খুব সহজে নিচের নিয়মে কাজগুলো করে নিতে পারবেন। বলে রাখা ভালো যে ভূমি উন্নয়ন কর এর ওয়েবসাইটে ঢুকে কাজটি আপনাকে করতে হবে। এতে করে খুব সহজে আপনি চেক করতে পারবেন।   

এনআইডি কার্ড চেক করার নিয়মঃ

বাসা-বাড়ি ভাড়া, চাকরি কিংবা ফ্রিল্যান্সিং সর্বক্ষেত্রেই এনআইডি কার্ড চেক করার প্রয়োজন হতে পারে। অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করতে ফোনের ইন্টারনেট সংযোগটি চালু রেখে যেকোন ব্রাউজারে গিয়ে ভূমি উন্নয়ন কর লিখে সার্চ করুন। আপনার সামনে বাংলাদেশ ভূমি মন্ত্রাণালয়ের মেইন ওয়েবসাইট প্রর্দশিত হবে।

NID কার্ড চেক।Onlinesheba24

এখন সাইটে ঢুকে নাগরিক কর্নার অপশনে ক্লিক করুন। তারপর আপনার ভোটার তথ্য যেমন: NID নম্বর, জন্ম তারিখ, মাস ও সাল দিয়ে একটি ফোন নম্বর বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। আপনি যদি পূর্বে নিবন্ধন করে থাকেন তাহলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

আপনার ভোটার তথ্য গুলো যদি সঠিক থাকে অথবা ভোটার আইডি কার্ডটি যদি ফেক বা নকল না হয় তাহলে আপনি আপনার NID কার্ডের সকল তথ্য দেখতে পাবেন। যেমন আপনার নাম, বয়স, ঠিকানা ইত্যাদি। এই পদ্ধতিটি অবলম্বন করে খুব সহজে মোবাইল দিয়ে ১ মিনিটে NID বা ভোটির তথ্য চেক করতে পারবেন।

NID কার্ড চেক করার অনেক ওয়েবসাইট থাকলেও ভূমি উন্নয়ন কর ওয়েবসাইটে এনআইডি কার্ড চেক করা খুবই সহজ। এই সাইটে অতি অল্প সময়ে আপনি আপনার NID এর সকল তথ্য পেতে পারবেন।

আশাকরি আজকের পোস্টি পড়ে আপনি খুব সহজে ভোটার আইডি কার্ড চেক/এনআইডি কার্ড চেক ও ডাউনলোড করে নিতে পারবেন। এরকম পোস্ট পেতে নজর রাখুন আমাদের ওয়েবসাইটে।

আরো তথ্য পেতে পড়ুনঃ

অনলাইনে জাতীয় পরিচয়পত্র (NID) ডাউনলোডের উপায়।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *