NID কার্ড ডাউনলোড যাচাই ও সংশোধন তথ্য ।

শেয়ার করুন

NID কার্ড ডাউনলোডঃ একজন নাগরীকের কাছে প্রধান পরিচয়পত্র হলো তার এন আই ডি যদিও আমাদের দেশে এই কার্ডটি পেতে অনেক কাটখড় পোড়াতে হয়। দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হয়। বর্তমানে NID কার্ড ডাউনলোড করা খুবই সোজা ।

যাই হোক ইতি পূর্বে আমরা দেখেছিলাম কিভাবে অনলাইনে ID কার্ডের আবেদন করবেন এবং এন আই ডি কার্ড সংশোধন করবেন। আজকের পোস্টে আলোচনা করব কিভাবে NID কার্ড ডাউনলোড করবেন, যাচাই করবেন এবং ID কার্ড সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি।

NID কার্ড ডাউনলোড করার উপায়:

এখন থেকে যে কেউ চাইলে হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে দুই থেকে তিন মিনিটের মধ্যে NID কার্ড ডাউনলোড করতে পারবেন খুব সহজে।

প্রথম ধাপঃ আপনার ফোন থেকে গুগল ক্রোমো অ্যাপটি ওপেন করুন। তারপর সার্চ অপশনে NIDBD লিখে সার্চ করুন। সবার প্রথমে যেই ওয়েবসাইটি আসবে সেটাতে Enter করুন। ওয়েবসাইটে আসার পর তাদের হোম পেইজ এ একাউন্ট নেই? রেজিস্টার করুন অপশনে ক্লিক করুন।

NID-কার্ড-ডাউন-লোড-onlinesheba24

 

এ পর্যায়ে আপনাকে জাতীয় পরিচপত্রের কিছু তথ্য দিতে হবে। যেমনঃ

  • NID নাম্বার বা ফর্ম নাম্বার
  • জন্ম তারিখ
  • জন্ম মাস এবং
  • জন্ম সাল

তারপর নিচের ক্যাপসারটি পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করুন।

২য় ধাপঃ এই ধাপে আপনাকে আপনার বর্তমান ঠিকানা নির্বাচণ করতে হবে। যেমনঃ

  • বিভাগ
  • জেলা
  • উপজেলা

এরপর স্থায়ী ঠিকানার ক্ষেত্রে আবারও আপনার ঠিকানা নির্বাচন করুন এবং পরবর্তী অপশনে ক্লিক করুন।

৩য় ধাপঃ এই ধাপে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে। আপনার সামনে ডিফল্টভাবে একটি ফোন নাম্বার প্রদর্শিত হবে। ফোন নাম্বারটি যদি আপনার হাতের কাছে থেকে থাকে তাহলে বার্তা পাঠান অপশনে ক্লিক করুন। আর যদি ফোন নাম্বারটি হাতের নিকট না থাকে কিংবা নাম্বারটি পরিবর্তন করতে চান তাহলে মোবাইল পরিবর্তন অপশনে ক্লিক করে নাম্বারটি পরিবর্তন করে নিতে পারবেন।

আরো পড়ুনঃ ঝামেলা ছাড়াই NID কার্ডের ভুল সংশোধন।  

আপনি যদি বার্তা পাঠান অপশনে ক্লিক করেন, তাহলে আপনার সিমে/মোবাইলে একটি যাচাই করণ কোর্ড যাবে। কোর্ডটি কপি করে ওয়েবসাইটের যাচাই করণ অপশনে দিয়ে বহাল অপশনে ক্লিক করুন। কোর্ডটি সঠিক হলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাওয়া হবে।

৪র্থ ধাপঃ এই ধাপে গুগল প্লেস্টোর থেকে একটি অ্যাপ ইন্স-টল করতে হবে। অ্যাপটি ইন্স-টল করতে

প্রথমে আপনার ফোন থেকে গুগল প্লেস্টোর অ্যাপে চলে আসুন। তারপর Nid wallet লিখে সার্স করুন এবং অ্যাপটি ইন্স-টল করুন।

NID-কার্ড-ডাউন-লোড-wallet.-onlinesheba24

 

ইন্স-টল করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন এবং start face scan অপশনে ক্লিক করুন। face scan অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের ক্যামেরাটি চালু হয়ে যাবে। এখন অ্যাপের দেখানো চিত্র অনুসরণ করে আপনার Face এর অঙ্গভঙ্গি নাড়াছাড়া করুন।

NID Card. onlinesheba24

Face scanning সফল হলে আপনার ID তথ্য দেখতে পাবেন। এখন একটু নিচে Scroll করুন এবং NID কার্ড ডাউনলোড অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনার NID অনলাইন pdf কপিটি সফলভাবে ডাউন-লোড হয়ে যাবে।

এখন আপনি চাইলে যেকোন কম্পিউটার দোকান থেকে NID কার্ড ডাউনলোড করে কপিটি প্রিন্ট করে যেকোন প্রয়োজনে ব্যবহার করতে পারেন।

NID কার্ড যাচাই পদ্ধতি:

আপনার NID টি সফলভাবে অনলাইনে রেজিস্টেশন আছে কিনা সেটা জানা অত্যন্ত জরুরী। কেননা অনলাইনে বা অফলাইনে ID Card সম্পর্কিত যেকনো কাজে এটি খুব বেশি প্রয়োজন হতে পারে। তাই আসুন এ পর্যায়ে আমরা দেখে নেই আপনার ID কার্ড টি অনলাইনে আছে কিনা।

১ম ধাপঃ আপনার ফোন থেকে গুগল ক্রমো অ্যাপটি ওপেন করুন। তারপর সার্চ অপশনে ভূমি উন্নয়ন কর লিখে সার্চ করুন এবং প্রথম ওয়েবসাইটিতে প্রবেশ করুন। তারপর একটু নিচে Scroll করুন এবং নাগরিক কর্ণার অপশনে ক্লিক করুন।

২য় ধাপঃ এই ধাপে আপনার কিছু তথ্য দিতে হবে যেমন ধরুণঃ

  • NID নাম্বার
  • জন্ম তারিখ ও
  • একটি মোবাইল নাম্বার

দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করুন। আপনার আই ডি কার্ডটি যদি অনলাইনে রেজিস্টেশন করা থাকে তাহলে সেটি আপনার সামনে প্রদর্শিত হবে।

NID রেজিস্ট্রেশন onlinesheba24

আর যদি NID নাম্বার বা কোন তথ্যে ভুল অথবা আপনার আই ডি কার্ডটি অনলাইনে রেজিস্টেশন করা না থাকে তাহলে সেটি শো করবে না।

NID সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যঃ

  • প্রশ্নঃ কেউ সঠিক সময়ে ভোটার হতে না পারলে পরবর্তীতে কিভাবে ভোটার হবে ?
  • উত্তরঃ তার নিজ উপজেলা/থানা নির্বাচন অফিসে যথাযথ কারণ উল্লেখ (প্রমান পত্র সহ) করে আবেদন করতে হবে।
  • প্রশ্নঃ ভোটার আইডি কার্ডের নামের সাথে, পদবী, বংশীয় খেতাব ইত্যাদি যুক্ত করা যাবে কিনা?
  • উত্তরঃ না! এন আই ডি কার্ডের সাথে অর্জিনাল নাম ছাড়া অন্য কিছু সংযুক্ত করার অবকাশ নেই।
  • প্রশ্নঃ NID নাম্বার কারো ১৩ কারো ১৭ হয় কেন?
  • উত্তরঃ ২০০৮ সালের পূর্বে এন আই ডি নাম্বার ছিল ১৩ ডিজিটের। ২০০৮ এর পর ১৭ ডিজিটের ব্যবহৃত হয়।
  • প্রশ্নঃ একজন ব্যক্তি কয়টি NID ব্যবহার করতে পারবেন?
  • উত্তরঃ একজন ব্যক্তির একটি মাত্র ID কার্ড ব্যবহারের অনুমোদন রয়েছে।
  • প্রশ্নঃ ভুলে দুই বার রেজিস্টেশন করে ফেললে কি করতে হবে ?
  • উত্তরঃ নিজ থানা/উপজেলা নির্বাচন অফিসে লিখিতভাবে জানান।
  • প্রশ্নঃ ভুলে পিতা-মাতাকে মৃত উল্লেখ করা হলে পরবর্তীতে কিভাবে ঠিক করবেন ?
  • উত্তরঃ আই ডি সংশোধন করার সময় সংশ্লিষ্ট ব্যক্তি পরিচয় পত্র/ প্রয়োজনীয় কাগজ পত্র দাখিল করুন।
  • প্রশ্নঃ বিয়ের পর এন আই ডি কার্ডে স্বামীর নাম সংযুক্তির পক্রিয়া কি?
  • উত্তরঃ স্বামীর ID কার্ডের ফটোকপি ও নিকাহনামা সহ সংশ্লিষ্ট থানা জেলা ও উপজেলা অফিসে আবেদন করুন।
  • প্রশ্নঃ বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে ID কার্ড থেকে স্বামী বা স্ত্রীর নাম বাদ দেবার উপায় কি ?
  • উত্তরঃ স্বামী বা স্ত্রীর ID কার্ডের ফটোকপি ও তালাকনামা সহ থানা/জেলা ও উপজেলা অফিসের  নিকট আবেদন করুন।
  • প্রশ্নঃ আমার আই ডি কার্ডের ছবি স্পষ্ট নয় এটি পরিবর্তনের উপায় কি?
  • উত্তরঃ ছবি পরিবর্তনের জন্য নিজেই সরাসরি উপস্থিত হয়ে অফিসে আবেদন করুন।
  • প্রশ্নঃ এন আই ডি কার্ডে পিতা-মাতাকে মৃত উল্লেখ করব কিভাবে?
  • উত্তরঃ পিতা-মাতা বা স্বামীর মৃত সনদ উল্লেখ করে যথাযথ কর্তৃপক্ষের নিকট দরখাস্ত করতে হবে।
  • প্রশ্নঃ পরিবারের বিভিন্ন জনের এন আই ডি কার্ডে পিতা/মাতার নাম বিভিন্নভাবে থাকলে কিভাবে সঠিক করব?
  • উত্তরঃ সকল সদস্যের এন আই ডি কার্ডের ফটোকপি সহ উপযুক্ত প্রমাণ দিয়ে জেলা, থানা বা উপজেলা নির্বাচন অফিসে বরাবর আবেদন করুন।
  • প্রশ্নঃ ID Card এর স্বাক্ষর পরিবর্তন করব বিভাবে?
  • উত্তরঃ নতুন স্বাক্ষরের নমুনা সহ উপযুক্ত প্রমাণাদি দিয়ে আবেদন করতে হবে।
  • প্রশ্নঃ আই ডি কার্ড হারিয়ে গেছে কি করব?
  • উত্তরঃ নিকটস্থ থানায় জিডি করে, জিডির অর্জিনাল কপি দিয়ে জেলা, থানা বা উপজেলা নির্বাচন অফিসের  বরাবর আবেদন করুন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *