অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম। Online Air Ticket.
অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম আমরা অনেকেই জানি না। আপনি অভ্যন্তরী অথবা আর্ন্তজাতিক বিমানের টিকিট ঘরে বসে অনলাইনে কাটতে পারেন খুব সহজে। প্রযুক্তির উন্নয়নের ফলে আমাদের জীবনযাত্রার মানের অগ্রগতি হয়েছে। এখন থেকে যেকেউ অনলাইনে বিমানের টিকেট কাটতে পারবেন।
আজকের পোস্ট আমরা আলোচনা করব কিভাবে আপনি অনলাইনে বিমানের টিকেট কাটবেন, বিমানের টিকেট চেক করার নিয়ম, কম দামে বিমানের টিকেট কাটার উপায়, বিমানের টিকেটের বর্তমান দাম ও ঢাকা টু সৈয়দপুর বিমানের ভাড়াসহ বিস্তারিত থাকছে এই পোস্টে। তাই সম্পূর্ণ পোস্ট পড়ার অনুরোধ রইল।
অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম।
অনলাইনে বিমানের টিকেট কাটতে যেকোন ব্রাউজারের এড্রেসবারে Biman Bangladesh Airlines লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টের প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। একই নিয়মে আপনি যেকোন দেশের এয়ারলাইন্স থেকে বিমানের টিকেট কাটতে পারবেন।
ধরুন আপনি সৌদির বিমানের টিকেট কাটতে চান। এক্ষেত্রে ব্রাউজারের এড্রেস বারে Saudi Airlines লিখে সার্চ করুন। তাহলে আপনি সার্চ রেজাল্টের প্রথমে সৌদির এয়ারলাইন্সের মেইন ওয়েবসাইটি পেয়ে যাবেন। সেখান থেকে সৌদি আরবের বিমানের টিকেট কাটতে পারবেন। নিয়মটি সব দেশের জন্য একই থাকবে।
বাংলাদেশ এয়ারলাইন্স ওয়েবসাইটের প্রবেশের পর মেনুবার থেকে Book Flight অপশনে ক্লিক করুন।সরাসরি ঢুকতে চাইলে এখানে ক্লিক করুন। তাহলে তিনটি অপশন দেখতে পাবেন।
- One way
- Round-trip
- Multi-city
এখানে One way: এর মানে হলো সুধু মাত্র যাওয়ার টিকেট।
Round-trip: এর মানে হলো একই সাথে যাওয়া এবং আসার টিকেট।
Multi-City: এর মানে একের অধিক দেশে যাতায়াত করা। যেমন: প্রথমে ব্যাংকক তারপর বেলজিয়াম।
তবে বলে রাখা ভালো আপনি যদি একের অধিক দেশে যাতায়াত করতে চান, তাহলে Round-trip বা Multi-city পদ্ধতিতে টিকেট কাটলে তুলনামূলকভাবে কম দামে টিকেট কাটতে পারবেন। আলাদা আলাদা দেশ থেকে টিকেট কাটলে দাম একটু বেশি পড়বে।
ধরে নিলাম আপনি সুধু মাত্র সৌদি আরবে যেতে চাচ্ছেন। তাহলে One way অপশনটি ক্লিক করে টিকেট কাটা Continue করুন। One way তে ক্লিক করার পর এরকম একটি পেইজ দেখতে পাবেন।
Flying from অপশনে আপনি কোন জায়গা থেকে take off করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। যেমন: Dhaka এবং Flying to থেকে আপনি কোন দেশে যেতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। যেমন: সৌদি আরব, ব্যাংকক, দক্ষিণ কোরিয়া ইত্যাদি। কিন্তু আপনি যদি Dhaka থেকে কক্সবাজার যেতে চান তাহলে Flying from হবে Dhaka এবং Flying to হবে Dhaka Cox’s Bazar ।
এবার Depart date এ আপনি কত তারিখে যেতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। এবং Passengers ঘরে যাত্রীর সংখ্যা সিলেক্ট করুন। Default ভাবে ১ জন প্যাসেঞ্জার দেওয়া থাকবে। কিন্তু আপনি যদি একের অধিক ব্যক্তিকে নিয়ে একসাথে যাত্রা করতে চান তাহলে ২, ৩ বা ৪ জন সিলেক্ট করুন।
অনলাইনে বিমানের টিকেট ক্যটেগরি নির্বাচনঃ
Class অপশনে ৩টি ক্যাটেগরি দেখতে পাবেন। যেমন:
- Economic
- Premium economy
- Business
এখন আপনি আপনার পছন্দ মতো Class বেছে নিন। Class বেছে নেওয়ার পর Show flights অপশনে ক্লিক করুন। তাহলে আপনি টিকেট মূল্য ও বিস্তারিত তথ্য দেখতে পাবেন। যেমন: টিকেটের দাম, বিমান নম্বর, যাতায়াতের সময় ও তারিখ, এয়ারলাইন্স ইত্যাদি।
বিস্তারিত দেখে নিচে থেকে আপনার ইচ্ছেমতো যেকোন Class পছন্দ করে Select বাটনে ক্লিক করুন। আপনি পরবর্তী স্টেপ review your flight selections পেইজে পৌঁছে যাবেন। এখনে সব কিছু দেখে ঠিক মনে হলে Continue to passengers বাটনে ক্লিক করুন। আপনি পরবর্তী ধাপে পৌঁছে যাবেন।
এপর্যায়ে প্যাসেঞ্জারদের পার্সোনাল তথ্য গুলো দিতে হবে যেমন:
- Title
- Given name
- Surname
- Date of birth
- Gender
- Email address
- Phone number
- Travel document
- Travel document number
- Document Issuing country
- Date of expire
- Nationality
সব কিছু আপনার Passport তথ্যের আলোকে দেওয়ার পর নিচে থেকে Continue to seat selection বাটনে ক্লিক করুন। আপনি নতুন আরেকটি পেইজে পৌঁছে যাবেন। এখানে সিট লিস্ট গুলো দেখতে পাবেন। সবুজ মার্ক করা সিটগুলো Available আছে। সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী সিট গুলো বেছে নিয়ে Continue to extras বাটনে ক্লিক করুন।
টিকেটের টাকা পেমেন্ট করার নিয়ম।
এ পর্যায়ে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে। পেমেন্ট করতে Continue to payment অপশনে ক্লিক করুন। এখনে আপনি অনেক গুলো পেমেন্ট গেটওয়ে দেখতে পাবেন। যেমন: Bkash, Nagad, Credit Card, Visa, Master Card ইত্যাদি। পছন্দের একটি পেমেন্ট মেথড বেছে নিয়ে পেমেন্ট এড্রেস দিয়ে, নিচে থেকে এয়ারলাইন্স টার্মস এন্ড কন্ডিশন সিলেক্ট করে Continue to purchase বাটনে ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করুন।
পেমেন্ট করার সাথে সাথে আপনার জিমেইলে টিকেটের পিডিএপ কপি চলে যাবে। সেটি ডাউন-লোড ও প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন। আশাকরি সম্পূর্ণ প্রসেসটি অর্থাৎ অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না।
অনলাইনে বিমান টিকেট চেক করার নিয়ম।
অনলাইনে বিমানের টিকেট এর অবস্থা চেক করতে যেকোন ব্রাউজারের এড্রেস বারে Biman Bangladesh Airlines লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে প্রবেশ করুন এবং মেনুবার থেকে Check your trip অপশনে ক্লিক করুন। আপনার সামনে একটি ফর্ম আসবে সেটি সঠিকভাবে পূরণ করুন। যেমন: Airlines PNR code ও passengers last name দিয়ে “Search” বাটনে ক্লিক করুন।
Airlines PNR code আপনার টিকেটে পেয়ে যাবেন। সব কিছু বসিয়ে সার্চ বাটনে ক্লিক করলে আপনার টিকেট সম্পর্কিত সকল তথ্য ও take off time দেখতে পাবেন।
বিমানের টিকেটের দাম কত?
অনলাইনে বিমানের টিকেট এর মূল্য নির্ভর করে বিমানের ধরন, Class ও দূরত্বের উপরে নির্ভর করে কম বেশি হতে পারে। তবে আন্তর্জাতিক দেশ ভ্রমণের ক্ষেত্রে সর্বনিম্ন ২৪ হাজার টাকা থেকে বিমানের টিকেট কাটতে পারবেন। আর অভ্যন্তরীন ভ্রমণের ক্ষেত্রে সর্বনিম্ন ২,৫০০ থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকার মধ্যে যাতায়াত করতে পারবেন বলে ধারণা করা যায়।
কম মূল্যে বিমানের টিকেট কেনার উপায়।
সরাসরি বিমানের টিকেট কাটার চেয়ে কোন সংস্থার মাধ্যমে বিমানের টিকেট কাটলে কিছুটা হলেও ছাড় পাবেন। সংস্থা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকবেন। সংস্থাগুলো সম্পর্কে জানুন এবং প্রতারক থেকে দূরে থাকুন।
ঢাকা টু সৈয়দপুর বিমানের ভাড়া ও সময় সূচি।
আপনি যদি কোন কাজে ঢাকা টু সৈয়দপুর বিমানে চড়তে চান তাহলে বিমানের ভাড়া ও সময়সূচি জানা আবশ্যক। ঢাকা থেকে সৈয়দপুর রুটে বর্তমানে যেসব বিমান যাতায়াত করে তাহলো: নভোএয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউ এস বাংলা এয়ার লাইন্স, রিজেন্ট এয়ারওয়েজ। আপনি চাইলে যে কোন একটিকে আপনার যাত্র পথের সঙ্গী হিসেবে বেছে নিতে পারেন।
সপ্তাহে যে দিন গুলোতে বিমান যাতায়াত করে তা হলো: শনিবার থেকে শুক্রবার পর্যন্ত যেকোন দিন ভ্রমণ করতে পারবেন।
নভোএয়ার- ৪টি ফ্লাইট (স্পেশাল প্রোমো প্যাকেজ, জনপ্রতি ভাড়া- ২,৭০০ টাকা এবং ইকোনমি ফ্লেক্সিবল- ৮,২০০ টাকা)
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (সুপার সেভার, জনপ্রতি ভাড়া- ২,৯০০ টাকা ও ইকোনমিক ফ্লেক্সিবল ৬,২০০ টাকা) ১টি ফ্লাইট।
ইউ এস বাংলা এয়ার লাইন্স– ৪টি ফ্লাইট (প্রমোশনাল ইকোনমি, জনপ্রতি ভাড়া ৩,২০০ টাকা ও রেগুলার ইকোনমি ৭,৭০০ টাকা)
রিজেন্ট এয়ারওয়েজ– ২টি ফ্লাইট (ডিসকাউন্ট জনপ্রতি ভাড়া- ২,৬৯৯ টাকা ও ইকোনমি ফ্লাক্সিবল প্লাস ৯,৫০০ টাকা)
শেষ কথাঃ
উপরোক্ত ভাড়া ও সময় সূচি সময়ের আলোকে পরিবর্তিত হতে পারে। তাই সঠিক তথ্য পেতে ও অনলাইনে বিমানের টিকেট কাটতে সংশ্লিষ্ট বিমান সংস্থার মেইন ওয়েবসাইটে ভিজিট করুন। অথবা আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। এছাড়াও পাসপোর্ট, জন্ম নিবন্ধন ও NID সম্পর্কিত গুরুত্বপূর্ণ পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট ঘুরে দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।
আরো তথ্য পেতে পড়ুনঃ
অনলাইন ট্রেন টিকেট বুকিং করার সহজ উপায়।
অনলাইন বাসের টিকিট বুকিং করার নিয়ম।
GPF এর ব্যালেন্স দেখুন খুব সহজে।