অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম।

শেয়ার করুন

অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম সম্পর্কে জানুন আজকের পোস্টে। কিছু দিন পূর্বেও ব্যাংক একাউন্ট তৈরি, স্টেটমেন্ট গ্রহণ, বা ব্যাংক একাউন্ট চেক অথবা যেকোন প্রয়োজনে ব্যাংকে যেতে হতো। কিন্তু প্রযুক্তির উন্নয়নের ফলে এখন ঘরে বসে অনেক কিছু করা সম্ভব হচ্ছে।

এখন থেকে যেকোন ছোট খাটো বিষয়ে আর ব্যাংকে যেতে হচ্ছে না গ্রাহকদের। ব্যাংকে না গিয়েও ঘরে বসে অনেক কিছু করা যাবে। যেমন: ব্যাংক স্টেটমেন্ট গ্রহণ, টাকা তোলা বা জমা প্রদান কিংবা ব্যাংক একাউন্ট চেক করা। আজকের পোস্টে বিভিন্ন ব্যাংকের অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

অনলাইনে ব্যাংক একাউন্ট চেক

আপনি চাইলে সরাসরি যেকোন ব্যাংকে গিয়ে আপনার ব্যাংক একাউন্ট চেক করতে পারবেন। এছাড়াও অনলাইন এবং SMS এর সাহায্যেও চেক করা যাবে ব্যাংক একাউন্ট। নিম্নে অগ্রণী ব্যাংক একাউন্ট চেক, সোনালী ব্যাংক একাউন্ট চেক, জনতা ব্যাংক একাউন্ট চেক ও ডাচ বাংলা ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম সম্পর্কে আলোচনা করা হলো।

অগ্রণী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম।

অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম জানতে প্রথমে জানবো অগ্রণী ব্যাংকের ব্যালেন্স চেক করার নিয়ম। আপনি চাইলে SMS এর মাধ্যমে অগ্রণী ব্যাংক একাউন্ট অর্থাৎ অগ্রণী ব্যাংকের ব্যালেন্স চেক করতে পারবেন। এসএমএস এর মাধ্যমে অগ্রণী ব্যাংকের ব্যালেন্স চেক করতে নিচের নিয়মে কাজটি করুন।

  • অনলাইনে ব্যাংক একাউন্ট চেক প্রথমে ফোনের SMS অ্যাপ্লিকেশনটি Open করুন।
  • তারপর নিচে থেকে Start chat অপশন/SMS আইকনে ক্লিক করুন। তাহলে ফোনের New chat অপশন চালু হয়ে যাবে।
  • এখন Names, Phone numbers or Emails এর স্থলে 01969900059 Type করে ‘Send to’ অপশনে ক্লিক করুন।
  • এখন Text অপশনে টাইপ করুন: BAL<SPACE>YOUR ACCOUNT LAST 5 DIGIT (DAL 12345)
  • তারপর পাঠিয়ে দিন  01969900059 নম্বরে।

অনলাইনে ব্যাংক একাউন্ট চেক

তবে অবশ্যই মনে রাখবেন SMS টি পাঠানোর জন্য আপনার ফোনে সর্বনিম্ন ২ টাকা থাকা লাগবে।

SMS এর মাধ্যমে আপনার অগ্রণী ব্যাংক একাউন্টের শেষ পাঁচটি লেনদেন চেক করার জন্য পূর্বে নিয়মে অনুসরণ করে SMS পাঠান এই নম্বরে 01969900059। তবে SMS ধরন কিছুটা পরিবর্তন হবে। যেমন: ফোনের SMS অপশন থেকে Type করুন STM<স্পেস>একাউন্টের শেষ ৫ সংখ্যা এবং পাঠিয়ে দিন 01969900059 নম্বরে।

SMS এর মাধ্যমে অগ্রণী ব্যাংক একাউন্ট চেক করতে যেগুলো লাগবে

অনলাইনে ব্যাংক একাউন্ট চেক তথা এসএমএস এর মাধ্যমে অগ্রণী ব্যাংক একাউন্ট চেক করতে যেসব তথ্য প্রয়োজন হবে তাহলো:

  • নিবন্ধিত ফোন নম্বর (যে নম্বর দিয়ে একাউন্ট খোলা হয়েছে)
  • ব্যাংক একাউন্টের শেষ ৫ সংখ্যা
  • SMS পাওয়া একটি গোপন কোড

সোনালী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম। Sonali Bank Account Check

অনলাইনে ব্যাংক একাউন্ট চেক এ আপনি চাইলে ঘরে বসে সোনালী ব্যাংক একাউন্ট চেক করতে পারবেন। ঘরে বসে SMS এর মাধ্যমে সোনালী ব্যাংক একাউন্ট চেক করার জন্য ফোনের এসএমএস অপশন থেকে টাইপ করুন SBL<Space>BAL এবং পাঠিয়ে দিন 26969 নম্বরে।

অনলাইনে ব্যাংক একাউন্ট চেক অর্থাৎ SMS এর মাধম্যে সোনালী ব্যাংক একাউন্ট চেক করার জন্য প্রথমে ফোনের SMS Application টি Open করুন। তারপর নিচে থেকে Start chat অপশনে ক্লিক করে Names, Mobile ও Emails অপশনে টাইপ করুন 26969। তারপর Send to অপশনে ক্লিক করে Text অপশনে SBL BAL লিখে সেন্ড করুন।

ফেরত SMS এ আপনি আপনার সোনালী ব্যাংক ব্যালেন্স দেখতে পাবেন।

সোনালী ব্যাংক একাউন্ট চেক করার জন্য অবশ্যই যে সিম থেকে একাউন্ট করেছেন সেটি দিয়ে SMS করতে হবে। কিন্তু এখানে একাউন্ট নম্বর বা অন্য কিছু প্রয়োজন হবে না। সোনালী ব্যাংকের সর্বশেষ পাঁচটি লেনদেন দেখার জন্য আবারও ফোনের SMS অপশন থেকে  SBL<space>STM লিখে পাঠিয়ে দিন 26969 নম্বরে ফেরত SMS এ আপনার সর্বশেষ পাঁচটি ট্রানজেকশন দেখতে পাবেন।

ঘরে বসে জনতা ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম

অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম জানতে এবার জেনে নেব জনতা ব্যাংকের একাউন্ট চেক করার নিয়ম। আপনি যদি জনতা ব্যাংক ব্যবহার করে থাকেন তাহলে আপনি eJanata apps থেকে জনতা ব্যাংক একাউন্ট চেক করতে পারবেন। মোবাইল ফোনের মাধ্যমে জনতা ব্যাংক একাউন্ট চেক করার জন্য গুগল প্লে স্টোর থেকে eJanata apps টি ইন্সটল করুন।

অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করতে অ্যাপসটি সম্পূর্ণ ইন্সটল হওয়ার পর সেটি ওপেন করুন। তাহলে আপনি Login পেইজ পেয়ে যাবেন। এখন আমরা যেহেতু প্রথম বার অ্যাপসটি ব্যবহার করব তাই শুরুতে রেজিস্ট্রেশন করে নিব। রেজিস্ট্রেশন করার জন্য Login বাটনের নিচে থাকা Signup now অপশনে ক্লিক করুন। তাহলে রেজিস্ট্রেশন পেইজ পেয়ে যাবেন।

এখন আপনি যদি অপ্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং আপনার জন্ম নিবন্ধন দিয়ে জনতা ব্যাংকে একাউন্ট খুলে থাকেন, তাহলে সেই একই জন্ম নিবন্ধন অনুযায়ী First name ও Last name দিয়ে দিন। কিন্তু আপনি যদি প্রাপ্তবয়স্ক হোন এবং NID দিয়ে জনতা ব্যাংকে একাউন্ট খুলে থাকেন তাহলে আপনার NID অনুযায়ী First name ও Last name পূরণ করুন। তারপর আপনার নিবন্ধিত ফোন নম্বর (যে নম্বর দিয়ে একাউন্ট খোলা হয়েছে) সেটি, ইমেইল এড্রেস, পাসওয়ার্ড ও কনফর্ম পাসওয়ার্ড দিয়ে এ Submit অপশনে ক্লিক করুন।

এবার আপনার সিমে একটি Otp কোড যাবে এবং সেটি অটমেটিক বসে যাবে। একই সাথে আপনার ফোনে SMS এর মাধ্যমে একটি ইউজার আইডি যাবে। সেটি সংরক্ষণ করুন। পরবর্তীতে ID টি ব্যবহার করে অ্যাপে লগইন করতে পারবেন।

OTP কনফর্ম হওয়ার পর আপনি Login অপশন পেয়ে যাবেন। এবার অনলাইনে ব্যাংক একাউন্ট চেককরতে সেখানে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। একাউন্ট লগইন করার পর Add account অপশন পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনার একাউন্ট তথ্য যেমন: একাউন্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ দিয়ে Add অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে Verify yourself অপশন শো করবে। এখন Tap here এ ক্লিক করুন তাহলে আপনার ফোনের ফ্রন্ট ক্যামরা চালু হয়ে যাবে।

এখন আপনার চোখ একটু নড়াচাড়া করুন একটু হাসুন তাহলে অটোমেটিক সেলফি উঠে যাবে। সেলফি উঠার পর টিক মার্ক করুন। তাহলে সফলভাবে একাউন্ট ভেরিফাইড হয়ে যাবে। এখন Transfer অপশন থেকে Transfer history তে ক্লিক করে একটি পিন সেট করে নিন।  অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করতে আপনি এই পিন দিয়ে অ্যাপের সকল কাজ ও লেনদেন করতে পারবেন। এখন Janata bank account এ ক্লিক করে আপনার জনতা ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।

ডাচ বাংলা ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক।

বাংলাদেশের জনপ্রিয় ব্যাংক গুলোর একটি হল ডাচ-বাংলা ব্যাংক। এবার অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করতে সেটির নিয়ম জেনে নেব। আপনার যদি একটি ডাচ বাংলা একাউন্ট থেকে থাকে তাহলে এই পোস্টটি আপনার জন্য। এখন আমরা দেখব কিভাবে মোবাইল থেকে খুব সহজে ডাচ-বাংলা ব্যাংক একাউন্ট চেক করতে পারবেন। আপনি হয়তো মনে করে থাকবেন অন্যান্য ব্যাংক একাউন্ট গুলোর মত এসএমএস এর মাধ্যমে ডাচ বাংলা ব্যাংক একাউন্ট চেক করা যাবে।

যা সম্পূর্ণ ভুল ধারণা। অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করতে ডাচ বাংলা এখন পর্যন্ত এসএমএসের মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক সিস্টেমটি চালু করেনি তাই আপনি চাইলেও এসএমএস এর মাধ্যমে ডাচ-বাংলা ব্যাংক একাউন্ট চেক করতে পারবেন না। তাহলে কিভাবে চেক করা যাবে ডাচ বাংলা ব্যাংক একাউন্ট? চলুন দেখে নেওয়া যাক।

ডাচ বাংলা ব্যাংক একাউন্ট চেক করার App

অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করার জন্য প্রথমে ফোনের প্লেস্টোর অ্যাপটি ওপেন করুন এবং সার্চ বারে Nexus Pay নেক্সাস পে লিখে সার্চ করুন। তাহলে আপনার সামনে ডাচ বাংলা ব্যাংকের অফিসিয়াল অ্যাপটি চলো আসবে। এখন সেটি ইন্সটল করে নিন। অ্যাপটি সম্পূর্ণ ইন্সটল করার পর সেটি ওপেন করুন।

অ্যাপ থেকে অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করার জন্য আপনার একটি Nexus Pay কার্ড প্রয়োজন হবে। যেটি দিয়ে আপনি অ্যাপে একাউন্ট যুক্ত করে পরবর্তীতে ঐ কার্ডে ডাচবাংলা ব্যাংক একাউন্টটি চেক করতে পারবেন।

Nexus Pay অ্যাপে প্রবেশ করার পর আপনাকে কিছু নির্দেশনা দিবে। চাইলে সেগুলো স্কিপ করতে পারেন। এখন লগইন পেইজের নিচে Register অপশন পাবেন সেখানে ক্লিক করুন। তাহলে আপনাকে ডাচ বাংলা ব্যাংক একাউন্ট রেজিস্ট্রেশন ফর্মে নিয়ে আসা হবে।

এখন শুরুতে আপনার মোবাইল নম্বরটি দিয়ে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। আপনার ফোনে একটি OTP আসবে সেটি দিয়ে কনফর্ম করুন। এরপর যথারিতি আপনার NID তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

একাউন্ট রেজিস্ট্রেশনের পর অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করতে লগইন পেইজ থেকে আপনার একাউন্ট রেজিস্ট্রেশন মোবাইল নম্বর ও Nexus Pay পাসওয়ার্ড দিয়ে ভিতরে প্রবেশ করুন। ভিতরে প্রবেশ করার পর বাম দিকের 3 dot  অপশনে ক্লিক করুন।

কতগুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে My cards অপশনে ক্লিক করুন। My cards অপশনে ক্লিক করার পর +Add cards অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে আপনার কার্ড এর তথ্য দিয়ে কার্ড সংযুক্ত করে নিন।

এখন ডাচ বাংলা ব্যাংক একাউন্ট চেক করার জন্য 3 ডট থেকে balance inquiry অপশনে ক্লিক করুন। তারপর আপনার কার্ড নির্বাচন করুন। এখন আপনি আপনার ডাচবাংলা ব্যাংক একাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন।

আশাকরি, আর্টিকেলটি পড়ে আপনি বিভিন্ন ব্যাংকের একাউন্ট চেক করার পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

আরো জানুনঃ

মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম।

জিপিএফ ব্যালেন্স চেক খুব সহজে।

রকেট একাউন্ট চেক করার কোড।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *