অনলাইনে টাকা ইনকাম ক্লিক করে। Online income by clicking
অনলাইনে টাকা ইনকাম করুন প্রতি মাসে ১০০০$ ক্লিক করে। আজকের পোস্টে আমি আপনাদের অনলাইন ইনকামের উপায় শেয়ার করব যেখান থেকে ক্লিকের বিমিনয় ইনকাম করা সম্ভব। আজকের পোস্টে আমি ক্লিক করে ইনকামের ৭টি মেথড বলব। তো চলুন জেনে নেই সব মেথড গুলো।
অনলাইনে টাকা ইনকাম: প্রথম মেথড
ক্লিক করে অনলাইনে টাকা ইনকাম এর সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েটিং কথাটা শুনে হয়ত অনেকের মনে ভয় ঢুকে গেছে যে এটি করতে হয়ত কিছুটা সময় লাগবে। শুরু দিকে একটু কষ্ট করতে হবে। কিন্তু আপনি হয়ত জানেন না যে অ্যাফিলিয়েটিং করে মাসে ৫০০$ থেকে ৫০০০$ বেশি আয় করছেন অনেকে। মাসের পর মাস এডস এ ক্লিক করে ১০$/২০$ ইনকামের চেয়ে। ৩ থেকে ৬ মাস পরিশ্রম করে মাসে ১০০$ থেকে ৫০০$ আয় করা অনেক ভালো।
আপনি যদি ভালো একটি অ্যাফিলিয়েট নেটওয়ার্কের সাথে ৩/৬ মাস পরিশ্রম করতে পারেন তাহলে প্রতি ক্লিকে ০.৪১$ চেয়ে বেশি আয় করতে পারবেন।
এখন যারা নতুন তারা হয়তো অ্যাফিলিয়েট কথাটা বুঝে উঠতে পারছেন না। তাদের জন্য সহজ ভাষায় অ্যাফিলিয়েটিং হলো: ‘অনলাইনের মধ্যে কোন ফিজিক্যাল প্রোডাক্ট ( হাড়ি পাতিল, থালা বাসন, ফ্রিজ, এসি ইত্যাদি ) বা ডিজিটাল প্রোডাক্ট (সফটওয়্যার, টুলস, অ্যাপ ইত্যাদি) প্রমোশন বা সেল করা’। অর্থাৎ অন্য মানুষের হয়ে তার কোম্পানির প্রোডাক্ট গুলো বিক্রি করে কমিশনে আয় করার নামই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং ।
অনলাইনে টাকা ইনকাম: ২য় মেথড
Monetizing your website with ads অর্থাৎ আপনার ওয়েবসাইটকে এডস দ্বারা মনিটাইজ করুন। উদাহরণস্বরুপ আপনি যদি আমার এই ওয়েবসাইটকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন। এই সাইটের কিছু কিছু জায়গায় গুগল এডস শো করছে। যেখানে আপনারা ভুলে ক্লিক করলে আমার ০.০৩$ থেকে ০.০৫$ পর্যন্ত ইনকাম হয়ে যাবে। এভাবে প্রতিদিন যত বেশি ক্লিক পড়বে আমার তত বেশি ইনকাম হবে।
Google ads ছাড়াও বর্তমান সময়ে অনেকগুলো ভালো ভালো এডস নেটওয়ার্ক রয়েছে। যেমন: Adsterra, A-ads। যেখানে আপনি আপনার ওয়েবসাইটকে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। সুতরাং আপনার যদি একটা ব্লগ অথবা ওয়েবসাইট থাকে তাহলে আপনি সেখানে এডস বসিয়ে ক্লিক করে ইনকাম করতে পারবেন।
অনলাইনে টাকা ইনকাম: তৃতীয় মেথড
আপনি যদি ভিডিও কনটেন্ট ক্রিয়েটর হতে পারেন তাহলে আপনি এডসে ক্লিক করিয়ে ইনকাম করতে পারবেন। ক্লিক করে ইনকাম পাওয়ার এটি একটি সেরা মাধ্যম। আপনি যদি ইউটিউ বা ফেসবুকের জন্য ভিডিও কনটেন্ট তৈরি করতে পারেন এবং সেখানে এডস মনিটাইজেশন নিতে পারেন। তাহলে এডস এ ক্লিক এর বিনিময় আপনি অর্থ উপার্জন করতে পারবেন। কোন ভিউয়ার যদি আপনার কনটেন্ট দেখে ভুলে বা নিজের ইচ্ছায় এডস এ ক্লিক করে তাহলে আপনি ঐ ক্লিকের বিনিময় অর্থ প্রাপ্ত হবেন।
অনলাইনে টাকা ইনকাম মেথডটি যদিও লং টাইম মেথড। কিন্তু ধৈর্য্য ধরে ৬ মাস বা এক বছর কষ্ট করতে পারলে একটা সময় আপনি সেখান থেকে প্রতিমাসে সর্বনিম্ম ১০ হাজার থেকে সর্বোচ্চ ১ লক্ষ টাকার বেশি ইনকাম করতে পারবেন।
অনলাইনে টাকা ইনকাম: চতুর্থ মেথড
ক্লিক করে অনলাইনে টাকা ইনকাম এর আরেকটি সহজ ও জনপ্রিয় মাধ্যম হল সিপিএ (CPA) মার্কেটিং। অর্থাৎ Cost per action প্রতিটি একশনের বিনিময় ইনকাম। অন্য সব ক্লিক করে ইনকাম মেথডের চেয়ে এই মেথডটি দিয়ে অনেক বেশি আয় করা সম্ভব। কারণ এখানে প্রতিটি ক্লিকে আপনি ০.০৫ থেকে শুরু করে ২০$/৫০$ বেশি আয় করতে পারবেন।
সিপিএ মার্কেটিং যেভাবে কাজ করে থাকে তাহলো প্রথমে আপনাকে Mylead বা যেকোন একটি সিপিএ নেটওয়ার্কের সাথে যুক্ত হতে হবে। তারপর সেখানে থাকা বিভিন্ন ধরণের অফার যেমন: CPA, CPL, CPS, PPI, SMS ইত্যাদি নিয়ে কাজ করতে হবে।
ধরুণ আপনি Mylead এ একাউন্ট করেছেন। সেখান থেকে CPS অফার নিয়ে কাজ করবেন। প্রথমে আপনাকে CPS অফারের জন্য আবেদন করতে হবে। আবেদন অনুমোদন হলে আপনাকে একটি লিংক দেওয়া হবে। সেটি আপনি প্রমোট করবেন। আপনার প্রমোটকৃত লিংককে ক্লিক করে যদি কোন ব্যক্তি ফ্রিতে একাউন্ট রেজিস্ট্রেশন করে তাহলে আপনি তার ক্লিকের বিনিময় আয় করতে পারবেন। এভাবে করে বিভিন্ন অফার নিয়ে কাজ করে ক্লিক করে ইনকাম করতে পারবেন।
অনলাইনে টাকা ইনকাম: পঞ্চম মেথড
Adsterra থেকে ক্লিক করে ইনকাম সম্ভব। আপনি যদি কম সময়ে মধ্যে ইনকাম শুরু করতে চান তাহলে Adsterra আপনার জন্য বেষ্ট। Adsterra থেকে প্রথম দিন থেকেই ইনকাম করতে পারবেন। যদিও Adsterra এর আর্নিং একটু কম। Adstrra থেকে ইনস্ট্যান্ট ইনকাম শুরু করতে প্রথমে Adsterra ওয়েবসাইটে একটি ফ্রি একাউন্ট রেজিস্ট্রেশন করুন তারপর অন্যদিকে ব্লগার এ একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করুন। এবং সেখানে কয়েকটি পোস্ট পাবলিশ করুন। আপনি চাইলে AI দিয়েও পোস্ট করতে পারেন।
১০/১৫ টি পোস্ট করা শেষে Adsterra ওয়েবসাইটে ঢুকে প্রথমে আপনার ওয়েবসাইটকে Adsterra সাইটের কানেক্ট করুন। তারপর Adsterra direct লিংকে আবেদন করে সাথে সাথে এপ্রুভাল নিয়ে নিন। এখন আপনি চাইলে ঐ লিংকটি সরাসরি আপনার বন্ধু বান্ধব বা অন্য মানুষদের সাথে শেয়ার করতে পারেন। তারা যদি সেই লিংকে ক্লিক করে তাহলে আপনি ক্লিকের বিনিময় ইনকাম করতে পারবেন।
প্রথম দিকে Adsterra থেকে প্রতিমাসে ৫ থেকে ১০ হাজার টাকার বেশি আয় করতে পারবেন। তবে মনে রাখবেন আপনি যত বেশি লিংকে ক্লিক নিতে পারবেন তত বেশি আয় করতে পারবেন। অন্য সময় PTC ওয়েবসাইটের চেয়ে Adsterra আপনার জন্য সবচেয়ে ভালো হবে।
অনলাইনে টাকা ইনকাম: ষষ্ঠ মেথড
First method we don’t want is websites like Swagbucks and Neobux. Where you go and click on ads and earn a few cents for 7 or 8 hours. ক্লিক করে ইনকাম করতে সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে তাহলো Swagbucks and Neobux এর মতো ওয়েবসাইট পরিহার করতে হবে। যেখানে ৭-৮ ঘন্টা পরিশ্রম করে কিছু সেন্টস অর্থ উপার্জন হয়।
এগুলো মূলত আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আর কিছুই নয়।
ইউটিউব ও ফেসবুক কনটেন্ট ক্রেয়েটরসরা প্রায় সময় আপনাদের এমন সময় ওয়েবসাইটের কথা শেয়ার করবে। যেখানে সারা দিন পড়ে থেকে ক্লিক করে করে দিন শেষে ১$/২$ ইনকাম হবে। তাই ঐসব ইনকামের পিঁছনে না ছুটে সঠিক ভাবে নিয়ম মেনে ইনকাম করা শিখুন। যেটা আপনার ভবিষ্যৎকে উজ্জল করবে।
অনলাইনে টাকা ইনকাম: সপ্তম মেথড
এডমোব থেকে ক্লিকের বিনিময় ইনকাম করুন।
এডমোব ও গুগল অ্যাডসেন্সের মতো একটি এডস নেটওয়ার্ক। যেখানে আপনি আপনার অ্যাপকে মনিটাইজ করে আয় করতে পারবেন। এডমোব সুধু মাত্র অ্যাপ মনিটাইজেশনের জন্য ব্যবহার হয়ে থাকে। Admob থেকে প্রতিটা ক্লিকের বিনিময় ০.০৩$ থেকে ৫$ পর্যন্ত আয় করা সম্ভব।
এডমোব থেকে আয় করতে সামান্য কিছু টাকা ইনভেস্ট করে একটি অ্যাপস ক্রয় করতে হবে। তারপর সেটিকে গুগল প্লেস্টোরে পাবলিশ করে এডমোব এডস মিনিটাইজ নিতে হবে। তাহলে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। এডমোব এর ইনকাম সরাসরি আপনার ব্যাংককে প্রত্যেক মাসের ১০ তারিখে ঢুকে যাবে। এডমোব থেকে প্রতিমাসে ১০০$ থেকে ১০,০০০$ এর বেশি আয় করা সম্ভব।
আশা করি উপোরক্ত ৭টি অনলাইনে টাকা ইনকাম আপনার স্বপ্নকে সত্য করবে। এরকম গুরুত্বপূর্ণ কার্যকরী পোস্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
আরো পড়ুনঃ
টিকটক। টিকটক অ্যাপ ও ভিডিও থেকে ইনকাম করার উপায়।
খুব কম দামে ইন্টারনেট অফার সব অপারেটরে।