অনলাইনে মামলা দেখার উপায়-২০২৪

শেয়ার করুন

অনলাইনে মামলা দেখার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনাদের যাদের নামে মামলা রয়েছে তারা কিভাবে মামলার বর্তমান স্ট্যাটাস চেক করবেন। অথবা অনলাইনে মামলার তারিখ দেখে হাজিরা দিবেন। এ সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের পোস্টে তাই সম্পূর্ণ পোস্টটি ধৈর্য সহকারে পড়ার অনুরোধ রইল।

অনলাইনে মামলা দেখার উপায়

অনলাইনে মামলা দেখার উপায় এ সর্বপ্রথম আপনার মোবাইল অথবা কম্পিউটারে ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন। সার্চবারে ‘Cause List’ লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে অর্থাৎ, ‘ই-কার্যতালিকা’ ওয়েবসাইটে প্রবেশ করুন। আপনার সামনে এমন একটি ইন্টারফেজ ওপেন হবে।

অনলাইনে মামলা দেখার উপায়

এখন আপনি ডান পাশে লক্ষ্য করলে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:

  • আদালত অনুসন্ধান করুন এবং
  • মামলা অনুসন্ধান করুন

এখন ঘরে বসে হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে অনলাইনে মামলা দেখার উপায় এ ‘মামলা অনুসন্ধান করুন’ অপশনে ক্লিক করুন। তারপর নিচে বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন। যেমন:

  • বিভাগ
  • জেলা
  • আদালত নির্বাচন করুন এবং
  • মামলার নম্বর/ সাল

এখান আপনি উপরে উল্লেখিত অপশন গুলোতে আপনার সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। তারপর ‘অনুসন্ধান’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মামলার স্ট্যাটাসটি দেখতে পাবেন।  এখন আপনি যদি মামলার বিস্তারিত দেখতে চান তাহলে নিচে থেকে ‘দেখুন’ অপশনে ক্লিক করুন।

অনলাইনে মামলা দেখার উপায়

এভাবে আপনার মামলাটির আপিল শুনানি এবং নিষ্পত্তি তথ্য দেখতে পারবেন। এই পদ্ধতি ব্যবহার করে আপনারা খুব সহজেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে মামলা চেক করতে পারবেন।

অনলাইনে মামলার তারিখ দেখার উপায়

অনলাইনে মামলা দেখার উপায় সম্পর্কে বিস্তারিত জেনেছি। আপনাদের ভিতরে অনেকেই আছেন যাদের প্রতিমাসে কোর্টে হাজিরা দেওয়ার জন্য যেতে হয়। যার কারনে প্রত্যেক বার উকিলের কাছ থেকে মামলার তারিখ জানতে হয়। এখন আপনি চাইলেই আপনার হাতে থাকা স্মার্ট ফোনটি ব্যবহার করে খুব সহজেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনার মামলার তারিখও দেখতে পারবেন।

অনলাইনে মামলার তারিখ দেখার নিয়ম

অনলাইনে মামলা দেখার উপায় সম্পর্কে জেনেছি। এবার জেনে নেবো তারিখ দেখার পদ্ধতি। অনলাইনে মামলার তারিখ দেখার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল কিংবা কম্পিউটারের ডাটা সংযোগ সক্রিয় করুন। তাঁরপরে মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চবারে ‘Cause List Judiciary’ লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা ‘মামলার কার্যতালিকা’ ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে নতুন একটি ইন্টারফেজ ওপেন হবে।

অনলাইনে মামলা দেখার উপায়

এখন আপনি উপরে লক্ষ্য করলে কোন কোন এলাকায় ই-কার্যতালিকা বর্তমানে চালু হয়েছে সেটি দেখতে পারবেন। যেমন: রাজশাহী মহানগর, সিলেট মহানগর, খুলনা মহানগর, বরিশাল, ভোলা ইত্যাদি। এখন আপনার মামলার তারিখ দেখার জন্য নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • বিভাগ
  • জেলা
  • আদালত নির্বাচন করুন এবং
  • মামলার নম্বর/ সাল

এখন আপনি উপরে উল্লেখিত অপশন গুলোতে আপনার তথ্য দিয়ে পূরণ করে নিচে থেকে ‘অনুসন্ধান’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মামলা এবং মামলার তারিখ চলে আসবে। তাছাড়াও আপনার কয়টি মামলা রয়েছে সেটিও দেখতে পাবেন। এই পদ্ধতি ব্যবহার করে আপনার যেকোন জেলার মামলার তারিখ এবং স্ট্যাটাস দেখতে পারবেন।

আশাকরি, আর্টিকেলটি পড়ে এবং উপরোক্ত দুটি নিয়ম অনুসরণ করে খুব সহজে অনলাইনে মামলা দেখার উপায় এবং মামলা তারিখ জানার উপায় সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরো গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

আরো জানুনঃ

মামলা থাকলে বিদেশ যাওয়া যায়

অনলাইনে জিডি করার নতুন নিয়ম জেনে নিন।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *