অনলাইন ট্রেন টিকেট বুকিং করার সহজ উপায়।
অনলাইন ট্রেন টিকেট বুকিং এখন একদম সহজ। পরিবারের সাথে ঈদ উদযাপন, যেকোন অনুষ্ঠান বা সমাবেশে যোগদান, ইউনিভার্সিটি এক্সামিনেশন অথবা কম খরচে দেশভ্রমণ সহ যেকোন প্রয়োজনে বাংলাদেশ রেলওয়ে টিকেট বুকিং করার নিয়ম জানা দরকার। কোন প্রকার ঝামেলা ছাড়া কিভাবে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি বাংলাদেশ রেলওয়ে টিকেট বুকিং করবেন সেটা চলুন জেনে নেওয়া যাক।
অনলাইন ট্রেন টিকেট বুকিং একাউন্ট রেজিস্ট্রেশন
হাতে থাকে স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ দিয়ে খুব সহজে অনলাইন ট্রেন টিকেট বুকিং করতে পারবেন। বাংলাদেশ রেলওয়ে টিকেট বুকিং করতে প্রথমে ফোনের ইন্টারেন সংযোগটি চালু করুন। তারপর যেকোন ব্রাউজারের এড্রেসবারে Bangladesh railway ticket লিখে সার্চ করুন। তাহলে সবার প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন।
সেই ওয়েবসাইটে ঢুকে ডান পাশের ওপরের 3 ডট থেকে REGISTER অপশনে ক্লিক করুন। তারপর আপনার একটি মোবাইল নম্বর, NID নম্বর ও জন্ম তারিখ সিলেক্ট করে, I’m not robot ক্যাপচাটি পূরণ করে Verify বাটনে ক্লিক করুন।
কিন্তু আপনি যদি ১৮ বছরের কম বয়সী হয়ে থাকেন অথবা পাসপোর্টধারী নাগরিক হয়ে থাকেন তাহলে সরাসরি SUBMIT DATA বাটনে ক্লিক করে জন্ম নিবন্ধন ও পাসপোর্ট দিয়ে একাউন্ট রেজিস্টেশন করতে পারবেন।
SUBMIT DATA বাটনে ক্লিক করলে আপনার সামনে নতুন আরেকটি পেইজ আসবে। যেখানে আপনার মোবাইল নম্বর, জন্ম নিবন্ধন নম্বর, তারিখ ও সাল, জিমেইল, পোস্ট কোড, পাসওয়ার্ড ও কনফর্ম পাসওয়ার্ড বসাতে হবে। সবগুলো তথ্য পূরণের পর একটু নিচে স্ক্রোল করলে ডকুমেন্ট আপলোড বাটন পাবেন। সেখানে ক্লিক করে আপনার জন্ম নিবন্ধনের Soft কপি অথবা পাসপোর্টের Front পেইজ আপলোড করতে হবে।
তারপর আপনার মোবাইল নম্বরে ৬ ডিজিটের OTP গেলে সেটি দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এভাবে আপনার একাউন্ট রেজিস্ট্রেশনেরর কাজটি সম্পন্ন করতে হবে।
সফলভাবে একাউন্ট তৈরি হয়ে গেলে Login অথবা Already Registered? বাটনে ক্লিক করে আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে LOGIN অপশনে ক্লিক করে লগইন করে নিন। আপনার একাউন্টটি সফলভাবে তৈরি হয়েছে কিনা সেটি জানতে 3 ডট এ ক্লিক করে নিচে দেখুন।
একাউন্ট তৈরি হলে আপনার নামটি দেখা যাবে। যাই হোক এখন আপনি হোম পেইজে এরকম একট পেইজ দেখতে পাবেন। যেখান থেকে আপনি টিকেট কাটতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ে টিকেট বুকিং দেওয়ার নিয়ম
এখন আপনি যদি অনলাইন ট্রেন টিকেট বুকিং করতে চান তাহলে হোমপেইজ থেকে আপনার লোকেশন সিলেক্ট করুন। From ঘরে আপনি কোথা থেকে ট্রেনে উঠতে চাচ্ছেন সেটি Type করুন। যেমন: ঢাকা, চট্টগ্রাম, লাকসাম ইত্যাদি এবং To ঘরে আপনি কোথায় যেতে চাচ্ছেন সেটি Type করুন যেমন: খুলনা, বরিশাল, চট্টগ্রাম ইত্যাদি।
Date of journey ঘরে আপনি কখন সফর করতে চান সেই তারিখ সিলেক্ট করুন। তারপর সর্বশেষ Choose a class ঘরে ট্রেনের ধরণ সিলেক্ট করে SEARCH TRAINS বাটনে ক্লিক করুন।Choose class সিলেক্ট করার সময় নিচের ট্রেন গুলো সিলেক্ট করতে পারেন। সেগুলো কম খরচে ও অনলাইন ট্রেন টিকেট বুকিং করতে পারবেন।
কিন্তু ওপরের ট্রেন গুলো VIP লোকদের জন্য। তাই ঐগুলো দামেও বেশি এবং অনলাইনে নাও পেতে পারেন। SEARCH TRAINS বাটনে ক্লিক করার পর আপনার দেওয়া লোকেশন ও তথ্য অনুযায়ী কোন ট্রেন Available থাকলে সেটি দেখতে পাবেন।
এখন টিকেট বুকিং করতে Book Now বাটনে ক্লিক করুন। আপনার সামনে ট্রেনের সকল ফাঁকা সিট গুলো দেখাবে। এখন আপনি যেই সিটটি বুকিং করতে চান সেটি সিলেক্ট করুন এবং নিচের দিকে স্ক্রোল করুন। এবার আপনি আপনার টিকিটের মূল্য দেখতে পাবেন।
অনলাইন ট্রেন টিকেট বুকিং পেমেন্ট করার নিয়ম
এপর্যায়ে আপনাকে টিকের জন্য পেমেন্ট করতে হবে। পেমেন্ট কনফর্ম হলে আপনার টিকেট বুকিং প্রক্রিয়া সম্পন্ন হবে। পেমেন্ট করার জন্য Continue purchase /Continue payment বাটনে ক্লিক করুন। আপনার সামনে আপনার একাউন্ট, টিকেট ও পেমেন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে পাবেন। সব গুলো দেখে কনফর্ম হলে নিচে থেকে বিকাশ, রকেট ও নগদে বিল পরিশোধ করুন।
আপনি যদি বিকাশে বিল পরিশোধ করতে চান তাহলে বিকাশ অপশন সিলেক্ট করুন। তারপর আপনার বিকাশ নম্বর, OTP ও পিন দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন।
পেমেন্ট করার পর আপনার সামনে পেমেন্ট রিসিট PDF ফাইল শো করবে। সেটি ডাউনলোড করে মোবাইলে রেখে দিতে পারেন। অথবা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারেন। পরবর্তীতে নির্দিষ্ট তারিখে কাউন্টারে গিয়ে পেমেন্ট স্লিপটি দেখিয়ে আপনার আসন নিশ্চিত করতে পারবেন।
শেষ কথাঃ
এটা ছিল মোটামুটি অনলাইন ট্রেন টিকেট বুকিং প্রক্রিয়া। আশা করি আজকের পোস্টটি রেলওয়ে টিকেট বুকিং করতে আপনাকে যথেষ্ট হেল্প করেছে। এরকম কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ।
আরো জানতে পড়ুনঃ
অনলাইন বাসের টিকিট বুকিং করার নিয়ম
অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম।