নগদ একাউন্ট খোলার নিয়ম জেনে নিন সহজে।

শেয়ার করুন

নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়/ নগদ একাউন্ট খোলার নিয়ম সেটা আমাদের সকলের জানা উচিত। বর্তমানে নগদ একটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সার্ভিস। অন্যান্য মোবাইল ব্যাংকিং সার্ভিস থেকে নগদে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নগদ হলো থার্ড ওয়েভ টেকনোলজি লিমিটেড কর্তৃক পরিচালিত মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা। যেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ২০১৮ সালের ১১ই নভেম্বর।

নগদ একাউন্ট খোলার নিয়ম জেনে একজন গ্রাহক খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে দেশে যে কোন প্রান্তে নিরাপদে আর্থিক লেনদেন করতে পারে। আজকের পোস্টে আমরা আলোচনা করব নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়, নগদ কল সেন্টার নাম্বার, নগদ অ্যাপস ডাউনলোড ও নগদ পিন রিকভারি/রসেট করার নিয়ম ইত্যাদি।

নগদ একাউন্ট খোলার নিয়ম দেখুন

নগদ একাউন্ট খোলার নিয়ম ৩ টি, অর্থাৎ আপনি চাইলে ৩টি উপায়ে খুব সহজে নগদ একাউন্ট খুলতে পারেন। যা নিন্মে উল্লেখ্য করা হলো।

  • নগদ কোড ডায়াল করে।
  • নগদ app down-load করে।
  • নগদ এজেন্ট অথবা নগদ পয়েন্ট থেকে।

নগদ কোড ডায়াল করে কিভাবে নগদ একাউন্ট খুলতে হয় দেখুনঃ

নগদ একাউন্ট খোলার নিয়ম জানতে প্রথমে মোবাইলের ডায়াল প্যাড থেকে *167# লিখে, যেই সিমে একাউন্ট খুলবেন সেটি সিলেক্ট করে ডায়াল করুন। তারপর পিন সেট করতে Ok বাটনে ক্লিক করে 4 ডিজিটের একটি পিন নম্বর বাছাই করুন। অব্যশই পিন নম্বরটি সামান্য জটিল সংখ্যা ব্যবহার করার চেষ্টা করুন। অর্থাৎ 1111 এরকম পিন না দিয়ে। 1482 এই ধরণেরর ভিন্ন সংখ্যার পিন কোড তৈরি করুন এবং কোডটি কোথাও লিখে নোট করে রাখুন।

পরবর্তীতে নগদ একাউন্ট থেকে টাকা উত্তোলন করতে পিন কোডটি প্রয়োজন হবে। 4 ডিজিটের পিন বাছাই করার পর OK বাটনে ক্লিক করুন। তারপর পুনরায় একই কোড দিয়ে পিন নম্বরটি কনফর্ম করুন। পরপর দুই বার পিন কোড লিখে কনফর্ম করার পর Ok বাটনে ক্লিক করুন। আপনার সামনে নতুন আরেকটি পেইজ ওপেন হবে।

আপনি আপনার নগদ একাউন্ট থেকে কোন ধরনের মুনাফা গ্রহণ করতে চান কিনা? যদি হ্যা হয়, তাহলে 1 ডায়াল করে Ok বাটনে ক্লিক করুন। আর যদি না চান, তাহলে 2 ডায়াল করে Ok বাটনে ক্লিক করুন। Ok বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার নগদ একাউন্টটি সফলভাবে তৈরি হয়ে যাবে। আপনার সিমে নগদ থেকে একটি শুভেচ্ছা বার্তা পাঠানো হবে। একাউন্ট তৈরিতে গরমিল থাকলে তা SMS এর মধ্যে জানিয়ে দেওয়া হবে।

নগদ একাউন্ট খোলার নিয়ম মেনে আপনার একাউন্টটি সফলভাবে তৈরি হলে আপনি পরবর্তীতে আবারও *167# ডায়াল করে নগদের সকল সার্ভিস উপভোগ করুন। যেমন:

  • টাকা রিচার্জ।
  • সেন্ড মানি।
  • ক্যাশ আউট।
  • বিল পরিশোধ।
  • পিন রিসেট বা পরিবর্তন ইত্যাদি।

নগদ app download করে নগদ একাউন্ট খোলার নিয়ম দেখুন

অ্যাপ এর মাধ্যমে নগদ একাউন্ট খোলার নিয়ম জানা দরকার। আপনার কাছে যদি একটি স্মার্ট ফোন থাকে তাহলে নগদ অ্যাপ থেকে খুব সহজে নগদ একাউন্ট তৈরি করতে পারবেন। নগদ অ্যাপ থেকে একাউন্ট তৈরি করতে প্রথমে ফোনের ইন্টারনেট সংযোগটি সচল করুন। তারপর ফোন থেকে গুগল প্লেস্টোর অ্যাপটি Open করুন। এবং সার্চবারে Nagad লিখে সার্চ করুন। আপনার সামনে নগদ অ্যাপটি চলে আসবে এখন সেটি ইন্সটল করে নিন।

 

নগদ app সম্পূর্ণ ইন্সটল হওয়ার পর সেটি ওপেন করুন এবং নিন্মে দেখানো পরবর্তী পদক্ষেপ গুলো অনুসরণ করুন।

নগদ অ্যাপ Open করে Mobile number অপশনে আপনার নম্বরটি লিখে “পরবর্তী ধাপ” বাটনে ক্লিক করুন। তারপর আপনার মোবাইল অপারেটর সিলেক্ট করে আবারও “পরবর্তী ধাপ” বাটনে ক্লিক করুন। এ পর্যায়ে আপনার জাতীয় পরিচয়পত্র তথ্য দিয়ে ভেরিফিকেশনের প্রসেসটি সম্পন্ন করতে হবে।

নগদে জাতীয় পরিচপত্র ভেরিফিকেশনে প্রসেস

নগদ একাউন্ট খোলার নিয়ম এ জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন করতে প্রথম অপশনে ক্লিক করে জাতীয় পরিচয়পত্রের সামনের দিকে ক্যামেরা দিয়ে স্ক্যান করুন। তারপর দ্বিতীয় অপশনে ক্লিক করে জাতীয় পরিচয়পত্রের পিছনের দিক স্ক্যান করুন। স্ক্যান সম্পন্ন হলে “পরবর্তী” বাটনে ক্লিক করুন। এখন আপনি আপনার জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত সকল তথ্য দেখতে পাবেন। যদি কোন তথ্যে ভুল থাকে সেটি সংশোধন করে নিন। আর সব ঠিক থাকলে “পরবর্তী” বাটনে ক্লিক করুন।

এখন আপনি আবার নতুন আরেকটি পেইজ পাবেন। সেখান থেকে আপনার লিঙ্গ, লেনদেনের উদ্দেশ্য, পেশা ও মুনাফা গ্রহিতা একাউন্ট সিলেক্ট করে আবারও পরবর্তী বাটনে ক্লিক করুন। এ পর্যায়ে আপনাকে ছবি তুলতে হবে। ছবি তোলার জন্য “পরবর্তী ধাপ” বাটনে ক্লিক করুন তারপর আপনার ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফ্রেমের ভিতরে আপনার ফেইসটি ধরুন। একবার চোখের পলক ফেলুন। তাহলে অটমেটিক ছবি ওঠে যাবে।

ছবি তোলার কাজ সম্পন্ন হলে “পরবর্তী” বাটনে ক্লিক করুন। এখানে আপনাকে ট্রেড লাইসেন্স দিতে বলবে। আপনি চাইলে এটি দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন।

পরবর্তী অপশনে আসার পর নগদের শর্তাবলীতে টিকমার্ক দিয়ে আপনার একটি স্বাক্ষর আপলোড করতে হবে। আপনি চাইলে ফোন স্ক্রিনের ওপরে স্বাক্ষর করতে পারেন। স্বাক্ষর করার পর পরবর্তী বাটনে ক্লিক করুন। আপনার সামনে এ পর্যন্ত দেওয়া সকল তথ্য আরোও একবার প্রর্দশিত হবে। সব কিছু ঠিক থাকলে “পরবর্তী” বাটনে ক্লিক করুন।

পরবর্তী বাটনে ক্লিক করার পর আপনার ফোনে একটি কোড যাবে এবং সেটি অটো বসে যাবে। তারপর আপনার সামনে পিন সেট অপশনটি চলে আসবে। অব্যশই মনে রাখবেন আপনি যেই ফোন দিয়ে নগদ একাউন্ট তৈরি করছেন সেই মোবাইলেই আপনার সিমটি থাকতে হবে। সিমটি অন্যফোনে থাকলে একাউন্ট করা যাবে না।

নগদ একাউন্টে পিন সেটাপ করার নিয়মঃ

নগদ একাউন্টে পিন সেটাপ করার ক্ষেত্রে আপনাকে 4 ডিজিটের একটি স্ট্রং পিন সেটাপ করতে হবে। অর্থাৎ 2222 এ ধরনের পিন ব্যবহার না করে 2589 এ ধরনের ভিন্ন ভিন্ন সংখ্যার পিন তৈরি করুন। দুই বার একই পিন দিয়ে কনফর্ম করুন এবং “সাবমিট” বাটনে ক্লিক করুন।

এ ছারাও আপনি নগদ কাস্টমার কেয়ার অথবা নগদ পয়েন্ট থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে খুব সহজে নগদ একাউন্ট খুলতে পারবেন। তাহলে নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় তা আমরা জানলাম।

নগদ কাস্টমার কেয়ার নাম্বারঃ

নগদ একাউন্ট খোলার নিয়ম তো আমরা জেনেছি। মাঝে মাঝে বিভিন্ন প্রয়োজনে আপনাকে নগদ কল সেন্টারে যোগাযোগ করতে হতে পারে। তাই নগদ কল সেন্টার নম্বর জেনে রাখা ভালো। নগদ কল সেন্টার নম্বরটি হলো: 16167 অথবা 09609616167 এ দুটি নম্বরের যেকোন একটিতে কল করে সরাসরি নগদ কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলে যেকোন সমস্যার সমাধান ও প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

নগদ পিন রিসেট করার নিয়মঃ

নগদ একাউন্ট খোলার নিয়ম জানার পর পিন রিসেট কিভাবে করবো তা জানব। আপনি যদি নগদ পিন নম্বরটি ভুলে গিয়ে থাকেন অথবা পিন নম্বরটি পরিবর্তন করতে চান তাহলে নিম্নোক্ত পদ্ধতিটি অনুসরণ করুন।

প্রথমে ফোনের ডায়াল প্যাডে চলে আসুন। তারপর *167# টাইপ করে ডায়াল করুন। আপনার সামনে নতুন আরেকটি ইন্টার পেইজ চলে আসবে। এখন PIN Reset, ৮ নম্বর টাইপ করে Send করুন। আপনার সামনে দুটি অপশন দেখতে পাবেন।

  • Forgot PIN
  • Change PIN

আপনি যদি পিন পরিবর্তন করতে চান তাহলে 2 টাইপ করে Sned বাটনে ক্লিক করুন। আর যদি পিন রিসেট করতে চান তাহলে Forgot PIN অর্থাৎ 1 টাইপ করে Send বাটনে ক্লিক করুন। এখন যে NID নম্বর দিয়ে একাউন্ট করেছেন সেই NID কার্ডারে নম্বরটি দিয়ে Send বাটনে ক্লিক করুন। কার্ড নম্বর দিয়ে Send করার পর NID কার্ডের জন্ম সাল দিতে বলবে। জন্মসাল বসিয়ে আবারও Send বাটনে ক্লিক করুন।

এবার আপনার সামনে আরেকটি অপশন আসবে। যেখানে আপনার ট্রানজেকশন হিস্ট্রি দিতে হবে। অর্থাৎ সর্বশেষ ৯০ দিনের মধ্যে আপনি কোনো প্রকার টাকা লেনদেন করেছেন কিনা। যদি হ্যা হয় তাহলে 1 টাইপ করে Send বাটনে ক্লিক করুন। এবং ট্রানজেকশন হিস্ট্রি দিয়ে দিন। আর যদি লেনদেন না করে থাকেন তাহলে 2 টাইপ করে Send বাটনে ক্লিক করুন।

Send বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটি SMS যাবে। যদি সব তথ্য সঠিক থাকে তাহলে বলবে “আপনার পিন রিসেট অনুরোধটি সফল হয়েছে” আর যদি কোন তথ্যে ভুল থাকে তাহলে Failed দেখাবে।

আপনার অনুরোধটি Success হলে আবারও ফোনের ডায়াল প্যাড থেকে *167# লিখে ডায়াল করুন। আপনি নতুন পিন সেট করার অপশন পেয়ে যাবেন। এখন একটি স্ট্রং পিন লিখুন এবং পিনটি সংগ্রহ করে রাখুন। ২ বার নতুন পিন নম্বরটি দিয়ে Send বাটনে ক্লিক করে কনফর্ম করে নিন। তাহলে আপনার Nagad PIN Reset টি সফল হবে।

শেষ কথাঃ

নগদ একাউন্ট বর্তমানে খুব জনপ্রিয় অনলাইন ব্যাংকিং। এর সেবা ও গ্রাহক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি এই পোস্টে নগদ একাউন্ট খোলার নিয়ম সে সম্পর্কে বিস্তারিত লেখার চেষ্টা করেছি। আমার এই লেখাটি যদি ভালো লাগে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।

আরো তথ্য দেখতে পড়ুনঃ

নগদ একাউন্ট দেখার নিয়ম জেনে নিন সহজে।

আকাশ টিভি রিচার্জ করুন বিকাশ ও নগদ একাউন্ট থেকে ১ মিনিটে।

খুব কম দামে ইন্টারনেট অফার সকল অপারেটরে।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *