পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক। Passport Check by Passport No
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আমাদের মধ্যে অনেকে আছেন অনলাইনে পাসপোর্ট আবেদন করেছেন এবং ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করেছেন। আপনি বুঝতে পারছেন না যে আপনার পাসপোর্টটি বর্তমানে কোন অবস্থায় আছে বা আপনার পাসপোর্ট এর বর্তমান স্ট্যাটাস কি? অথবা আপনি পাসপোর্ট সংশোধন বা রিনিউ করার জন্য আবেদন করেছেন। এখন কি করে দেখবেন আপনার পাসপোর্টি বর্তমানে কোন অবস্থায় আছে? আজকে পোস্ট আমরা পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম
আপনার কাছে যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে, তাহলে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে পারবেন। পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার জন্য যেকোনো ব্রাউজার থেকে চলে আসুন এই ঠিকানায়: https://www.epassport.gov.bd/
অথবা, আপনার ফোনে থাকা যে কোন ব্রাউজারের সার্চ বারে epassport লিখে সার্চ করুন। সবার উপরে epassport.gov.bd ওয়েবসাইটটি দেখতে পাবেন। এখন সেটিতে প্রবেশ করুন। তাহলে এরকম একটি পেইজ দেখতে পাবেন।
এখন আপনি চাইলে দুটি উপায়ে আপনার পাসপোর্টের বর্তমান স্ট্যাটাস চেক করতে পারবেন। যেমন:
- পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক অথবা,
- epassport সাইটে Sign In করে পাসপোর্ট চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক (প্রথম পদ্ধতি)
শুরুতে আমরা দেখবো কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট স্ট্যাটাস চেক করবেন। পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার জন্য epassport.gov.bd ওয়েবসাইটে প্রবেশের পর উপরের বাম দিকের 3 মাইনাস অপশনে ক্লিক করুন। তাহলে কতগুলো অপশন দেখতে পাবেন যেমন:
- Apply online
- 5 steps to e-passport
- Urgent Application
- Instructions
- Passport fees
- Check Status
- Contact
এখন অপশন গুলো থেকে ৬ নম্বর অপশন অর্থাৎ Check Status এ ক্লিক করুন। আপনাকে নতুন একটি পেইজে নিয়ে যাওয়া হবে। সেখানে Online Registration ID ও Application ID দিয়ে পাসপোর্ট চেক করার অপশন পাবেন।
এখন আপনি চাইলে খুব সহজে Application ID ব্যবহার করে অর্থাৎ পাসপোর্ট নাম্বার ব্যবহার করে পাসপোর্ট চেক করতে পারবেন। Application ID টি আপনি আপনার ডেলিভারি স্লিপের উপরের অংশে পেয়ে যাবেন।
সেখান থেকে সঠিকভাবে অ্যাপ্লিকেশন আইডিটি বসিয়ে দিন। তারপর আপনার Date of birth অর্থাৎ দিন, মাস, বছর ইত্যাদি পূরণ করে নিচে থেকে I am human ক্যাপচাটি পূরণ করে Check বাটনে ক্লিক করুন। সাথে সাথে আপনি আপনার পাসপোর্ট স্ট্যাটাস দেখতে পাবেন।
E-passport সাইটে Sign In করে পাসপোর্ট চেক (২য় পদ্ধতি)
এখন আমরা দেখবো কিভাবে epassport.gov.bd ওয়েবসাইটে লগইন/সাইন ইন করে পাসপোর্ট চেক করবেন। পাসপোর্ট চেক করার জন্য epassport ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর ডান পাশের Manu আইকনে ক্লিক করুন। Sign In অপশন দেখতে পাবেন।
এখন সেখানে ক্লিক করে আপনার জিমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। আপনি যদি পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকেন তাহলে Forgot Password? অপশনে ক্লিক করে পাসওয়ার্ডটি রিসেট করে নিন।
যাই হোক, জিমেইল ও পাসওয়ার্ড দিয়ে ভিতরে লগইন করলে আপনি আপনার পাসপোর্টটির বর্তমান স্ট্যাটাস গুলো দেখতে পাবেন। এভাবে খুব সহজে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক অথবা epassport ওয়েবসাইটে সাইন ইন করে পাসপোর্ট চেক করা যাবে।
আশাকরি, বুঝাতে পেরেছি কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করবেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে রাখুন আমাদের ওয়েবসাইটে।
আরো জানুনঃ
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক।