PEMIS এ শিক্ষক তথ্য অপডেট করার সহজ নিয়ম। 

শেয়ার করুন

PEMIS এ শিক্ষক তথ্য অপডেট করা খুবই সহজ । আমরা যারা প্রাথমিক বিদ্যালয় শিক্ষকতা করছি প্রতিবছর আমাদের PEMIS সার্ভারে নিজেদের সকল তথ্য আপডেট করতে হয়। পূর্বে আমরা IPEMIS ওয়েবসাইটে তথ্য আপডেট করতে হতো। এখন সেই তথ্য PEMIS ওয়েবসাইডে আপডেট করতে হয়।

যেহেতু প্রতি বছর প্রত্যেক শিক্ষকের প্রোফাইল আপডেট করতে হয়, সেহেতু আমাদের প্রত্যেকের এই কাজটি কিভাবে করতে হয় সেটা জানা দরকার। তো চলুন জেনে নেই কিভাবে নির্ভুল ভাবে শিক্ষক প্রোফাইল আপডেট করতে হয়।

PEMIS এ শিক্ষক তথ্য আপডেট করার নিয়ম

কাছে থাকা স্মার্ট মোবাইল, ল্যাপটপ অথবা ডেক্সটপে ইন্টারনেট কানেকশন দিয়ে নিন। গুগল সার্চবারে ops.ipemis.dpe.gov.bd এই ঠিকানাটা লিখে এন্টার বাটনটি চাপুন। আপনি চাইলে এখানে ক্লিক করে সরাসরি ওয়েবসাইডটে ঢুকতে পারবেন।

ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ঢোকার পর ডান সাইডে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এবার বাম পাশে থাকা প্রোফাইল আপডেট এ ক্লিক করুন। নিচের পেজটি দেখতে পাবেন।

পেজটির উপরের অংশে আপনার নাম,পদবি,স্কুলের নাম, আপনার ছবি সহ নিন্মলিখিত অপশন গুলো দেখতে পাবেন।

  • মৌলিক তথ্য।
  • ঠিকানার তথ্য।
  • পারিবারিক তথ্য।
  • বৈবাহিক অবস্থার তথ্য।
  • সন্তানের তথ্য।
  • শিক্ষাগত যোগ্যতার তথ্য।
  • পোস্টিং এর বিবরণ এবং
  • প্রশিক্ষণের তথ্য।

আরো পড়ুনঃ প্রাথমিক ইউনিক আইডির তথ্য ATEO/AUEO এর কাছে প্রেরণের সঠিক নিয়ম।

মৌলিক তথ্যঃ PEMIS এ শিক্ষক তথ্য আপডেটে এই অপশনে আপনাকে আপনার মৌলিক তথ্যগুলো প্রদান করতে হবে। যে অপশনের পাশে লাল স্টার চিহ্নিত করা আছে সে অপশন গুলোর তথ্য অবশ্যই আপনাকে প্রদান করতে হবে। যেমনঃ আপনার নাম বাংলায় ও ইংরেজিতে, জেন্ডার, জন্ম তারিখ,পদবি, প্রথম যোগদানের তারিখ,জাতীয়তা, ক্ষুদ্র নৃগোষ্ঠী কিনা? ইত্যাদি।

ঠিকানার তথ্যঃ এখানে আপনাকে বর্তমান এবং স্থায়ী ঠিকানা দুটোই সঠিকভাবে দিতে হবে। মনে রাখার বিষয় হলো বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা সঠিক না হলে ট্রান্সফারের ক্ষেত্রে বিভিন্ন জটিলতার সৃষ্টি হতে পারে। এখানে তথ্যগুলো দেওয়ার সময় ড্রপডাউন বাটন থেকে নির্বাচন করে দিতে হবে। অর্থাৎ বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন,ইত্যাদি তথ্য সিলেক্ট করে দিতে হবে।

পারিবারিক তথ্যঃ পারিবারিক তথ্য প্রদানের ক্ষেত্রে আপনাকে পিতা-মাতার নাম বাংলা এবং ইংরেজিতে লিখতে হবে। এছাড়াও পিতা মাতার জন্ম তারিখ, তারা জীবিত নাকি মৃত? এনআইডি নাম্বার সহ পেশা ইত্যাদি প্রদান করতে হবে।

বৈবাহিক অবস্থার তথ্যঃ বৈবাহিক অবস্থা প্রদানের ক্ষেত্রে আপনি যদি বিবাহিত হন, তাহলে বিবাহিত সিলেক্ট করতে হবে। পুরুষ চাকরিজীবী হলে সেক্ষেত্রে তার স্ত্রীর তথ্য যেমন স্ত্রীর নাম বাংলা ইংরেজিতে, জন্ম তারিখ,এন আই ডি নাম্বার,পেশা, প্রতিবন্ধী কিনা, ইত্যাদি প্রদান করতে হবে। মহিলা চাকরিজীবী হলে সেক্ষেত্র তার স্বামীর সকল তথ্য প্রদান করতে হবে।

আরো জানুনঃ প্রাথমিক ইউনিক আইডিতে নতুন শিক্ষার্থী এন্ট্রি করার সহজ নিয়ম।

সন্তানের তথ্যঃ সন্তানের তথ্য প্রদানের ক্ষেত্রে আপনার যে কয়টি সন্তান আছে সব সন্তানের তথ্য প্রদান করতে হবে। সাধারনত সন্তানের নাম বাংলা এবং ইংরেজিতে, জন্ম তারিখ, জন্ম নিবন্ধন নাম্বার,সন্তানের পেশা,প্রতিবন্ধী কিনা,ইত্যাদি তথ্য প্রদান করতে হবে।

শিক্ষাগত যোগ্যতার তথ্যঃ PEMIS এ শিক্ষক তথ্য আপডেট করার সময় শিক্ষাগত যোগ্যতার তথ্য দিতে আপনাকে সকল সার্টিফিকেট/ ডিগ্রীর নাম সিলেক্ট করে তথ্য প্রদান করতে হবে। যেমন প্রথমে এস এস সি সিলেক্ট করে বিষয়, বোর্ড, অথবা বিশ্ববিদ্যালয়,পাশের সন, প্রাপ্ত বিভাগ ইত্যাদি প্রদান করতে হবে।

পোস্টিং এর বিবরণঃ   পোস্টিং এর বিবরণ প্রদানের ক্ষেত্রে প্রথমে আপনি যে স্কুলে কর্মরত রয়েছেন সেই স্কুলের তথ্য দিতে হবে। পরপর পর্যায়ক্রমে সকল পোস্টিং এর তথ্য দিয়ে সর্বশেষে আপনি যে স্কুলে প্রথম যোগদান করেছিলেন সেই স্কুলের তথ্য প্রদান করতে হবে।

প্রশিক্ষণের তথ্যঃ PEMIS এ শিক্ষক তথ্য আপডেটে প্রশিক্ষণের তথ্য প্রদানের ক্ষেত্রে আপনি যে প্রশিক্ষণ গুলো নিয়েছেন সেই প্রশিক্ষণের তথ্যগুলি প্রদান করতে হবে। এক্ষেত্রে প্রশিক্ষণের নাম সিলেট করে উক্ত প্রশিক্ষণের শুরু এবং শেষ হওয়ার তারিখ উল্লেখ করতে হবে । সকল শিক্ষক তথ্য প্রদান করার পর পরবর্তী ধাপে ক্লিক করুন। তথ্যটি ড্রাফট করে রাখতে চাইলে ড্রাফট করুন অপশনে ক্লিক করুন।

শেষ কথাঃ

PEMIS এ শিক্ষক তথ্য আপডেট করার নিয়ম আমি এই পোস্টে বিস্তারিত লিখেছি। যেহেতু প্রতি বছর প্রত্যেক শিক্ষকের এই তথ্য আপডেট করতে হয়, তাই অন্য কারোর উপর নির্ভরশীল না হয়ে এই পোস্টের নিয়ম অনুসারে খুব সহজে আপনি আপনার তথ্য আপডেট করতে পারবেন। এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে নজর রাখুন আমদের ওয়েবসাইটে।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *