PEMIS এ শিক্ষার্থীর তথ্য আপডেট করার সহজ নিয়ম।

শেয়ার করুন

PEMIS এ শিক্ষার্থীর তথ্য আপডেট করা খুবই সহজ। প্রতিবছর প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীর তথ্য PEMIS ওয়েবসাইটে আপডেট করতে হয়। সাধারণত বছরে শুরুতে এই তথ্যটি আপডেট করতে হয়। এই তথ্যটি আপডেট করা না থাকলে উর্ধ্বতন কর্তৃপক্ষ যখন বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং অনলাইনে তথ্য পূরণ করেন তখন তাদের নানা সমস্যায় পড়তে হয়। এ সকল সমস্যা যাতে না হয় তার জন্য বছরের প্রথম দিকে PEMIS এ শিক্ষার্থীর তথ্য আপডেট করা জরুরী।

আমাদের মধ্যে অনেকেই আছেন এই তথ্য পূরণ করার জন্য অন্যের উপর নির্ভর করতে হয়। এই পোস্টটি মনোযোগ সহকারে পড়লে আশা করি আপনি আপনার স্কুলের ল্যাপটপ/মোবাইল দিয়ে খুব অল্প সময়ে ছাত্রছাত্রীদের তথ্য অনলাইনে পূরণ করতে পারবেন।  তো চলুন দেখে নেয়া যাক কিভাবে আপনি অনলাইনে শিক্ষার্থীর তথ্য IPEMIS এ আপডেট করবেন।

PEMIS এ শিক্ষার্থীর তথ্য আপডেট করার নিয়ম

PEMIS এ শিক্ষার্থীর তথ্য আপডেট করতে প্রথমে আপনি আপনার ল্যাপটপে অথবা মোবাইলে ইন্টারনেট সংযোগ দিন।গুগল ক্রোমো ব্রাউজার ওপেন করুন ব্রাউজার এর সার্চবারে ipemis.dpe.gov.bd এই ঠিকানা লিখে ইন্টার বাটন চাপুন। উপরে ডান পাশে সাইন ইন এ ক্লিক করুন। এবার আপনার মোবাইল নাম্বার/ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আবার সাইন ইন এ ক্লিক করুন।

ইউজার আইডি এবং পাসওয়ার্ড সঠিক হলে আপনার লগইন হয়ে যাবে। আর ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুল হলে আপনি এই ওয়েবসাইটে ঢুকে PEMIS এ শিক্ষার্থীর তথ্য আপডেট করতে পারবেন না। পুনরায় পাসওয়ার্ড পেতে উপজেলা সরকারি শিক্ষা অফিসারের নিকট যোগাযোগ করতে হবে।

যাহোক লগইন করার পর আপনি ড্যাশবোর্ডের নিচে থাকা শিক্ষার্থীর সারাংশ এ  ক্লিক করুন। নিচের পেজটি দেখতে পাবেন।

এখানে PEMIS এ শিক্ষার্থীর তথ্য আপডেট করতে আপনাকে আপনার স্কুলের সকল শিক্ষার্থীর নিম্নলিখিত তথ্যগুলো দিতে হবে।

শ্রেণী অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা।

পাঠদান এর মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা।

জেন্ডার অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা।

ধর্ম এবং পাঠদান এর মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা।

বিশেষ চাহিদা অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা।

উপজাতি/ ক্ষুদ্র নৃ গোষ্ঠি অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা।

প্রতিটি শ্রেণীতে নতুন ভর্তি কৃত শিক্ষার্থী,একই শ্রেণীতে পুনরাবৃত্ত/ রিপেটিং ও পূর্বের শ্রেণী হতে উন্নীত শিক্ষার্থীর সংখ্যা।

প্রাক প্রাথমিক শ্রেণি সমাপ্ত করে কিংবা সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা।

সকল তথ্য পূরণ করার পর আপনি যদি তথ্যগুলো ড্রাফট করতে চাইলে নিচে থাকা ড্রাফট করুন  অপশনে ক্লিক করুন। অপর দিকে তথ্য সাবমিট করতে চাইলে পরবর্তী ধাপে ক্লিক করুন।

শেষ কথাঃ

প্রতিবছর যেহেতু PEMIS এ শিক্ষার্থীর তথ্য আপডেট করতে হয় তাই আমাদের সকল প্রধান শিক্ষকেরই উচিত এই নিয়মটি জেনে রাখা। লেখাটি ভালোভাবে পড়ে সেই অনুযায়ী কাজ করুন। আশা করি খুব অল্প সময়ের মধ্যে আপনি শিক্ষার্থীর তথ্য PEMIS ওয়েবসাইটে আপলোড করতে পারবেন। ধন্যবাদ।

আরো জানুনঃ

উপবৃত্তির টাকা না আসার কারণ জানার উপায়।

উপবৃত্তি পোর্টালে মোবাইল নং পরিবর্তন করুন সহজে। 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *