কাতারের ১ রিয়াল বাংলাদেশের কত টাকা।

শেয়ার করুন

কাতারের ১ রিয়াল বাংলাদেশের কত টাকা জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন। কাতার বিখ্যাত পারস্য উপসাগরের একটি দেশ। এর রাজধানী দোহা। কাতারের মুদ্রার নাম হলো রিয়াল বা কাতারি রিয়াল

কাতার একটি উন্নতশীল দেশ হওয়ায় প্রতিবছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ কাজের উদ্দেশ্যে কাতার যাচ্ছে। আবার অনেকে কাতার যাওয়ার চিন্তাভাবনা করছেন। এদের মধ্যে কিছু লোক আছেন যারা কাতারের ১ রিয়াল বাংলাদেশের কত টাকা সেটা জানেন না। তাই আজকের পোস্টে কাতারের ১ রিয়াল বাংলাদেশের কত টাকা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

কাতারের ১ রিয়াল বাংলাদেশের কত টাকা

আজকের কাতারি রিয়াল এর রেট অনুযায়ী কাতারের ১ রিয়াল সমান বাংলাদেশের ৩২.২১ টাকা। অর্থাৎ কাতারের ১ রিয়াল বা ১ কাতারি রিয়াল সমান বাংলাদেশের ৩২ টাকা ২১ পয়সা। এই দাম পরিবর্তনশীল। তাই আপডেট রেট জানতে আমাদের সাথেই থাকুন।

কাতারের ১ রিয়াল বাংলাদেশের কত টাকা।

কাতারের কত রিয়াল বাংলাদেশের কত টাকা

কাতারের সরকারি মুদ্রার নাম হলো রিয়াল বা কাতারি রিয়াল। অনেক কাতার প্রবাসী জানতে চান কাতারের ১ রিয়াল বাংলাদেশের কত টাকা। কাতারের ৫০ রিয়াল বাংলাদেশের কত টাকা সেটা বের করতে হলে প্রথমে আমাদের জানতে হবে কাতারের ১ রিয়াল বাংলাদেশের কত টাকা। তাহলে আমরা খুব সহজে কাতারের ৫০/১০০/ ১০০০ রিয়াল বাংলাদেশের কত টাকা সেটা বের করতে পারব।

কাতারের ৫০ রিয়াল বাংলাদেশের কত টাকা

আমরা জানি কাতারের ১ রিয়াল বাংলাদেশের ৩২.২১ টাকা। অর্থাৎ ৩২ টাকা ২১ পয়সা। সেই হিসেব অনুযায়ী কাতারের ৫০ রিয়াল বাংলাদেশের ৩২.২১*৫০= ১৬১০.৫০ টাকা হবে। অর্থাৎ কাতারের ৫০ রিয়াল বাংলাদেশের ১৬১০.৫০ টাকা। সেই হিসেবে যদি কোন কাতার প্রবাসী দৈনিক ৫০ রিয়াল বেতন পায় তাহলে তাঁর এক দিনে ইনকাম হবে ১৬১০.৫০ টাকা এবং এক মাসে বেতন পাবে ৪৮৩১৫ টাকা।

কাতারের ৫০০ রিয়াল বাংলাদেশের কত টাকা

কাতারের ৫০০ রিয়াল বাংলাদেশের কত টাকা। আমরা জানি কাতারের ১ রিয়াল বাংলাদেশের ৩২.২১ টাকা। সেই হিসেবে কাতারের ৫০০ রিয়াল এর আজকের রেট হবে ৩২.২১*৫০০= ১৬১০৫ টাকা। অর্থাৎ কাতারের ৫০০ রিয়াল বাংলাদেশের ১৬১০৫ টাকা।

কাতারের ১,০০০ রিয়াল বাংলাদেশের কত টাকা

কাতারের ১,০০০ রিয়াল বাংলাদেশের কত টাকা। উপরে আমরা জেনেছি কাতারের, ৫০০ রিয়াল বাংলাদেশের ১৬১০৫ টাকা। সেই হিসেবে কাতারের ১,০০০ রিয়াল বাংলাদেশের  ১৬১০৫*২=৩২২১০ টাকা। অর্থাৎ কাতারের ১,০০০ রিয়াল বাংলাদেশের ৩২২১০ টাকা। সেই হিসেবে কোন কাতার প্রবাসী যদি মাসিক ১,০০০ রিয়াল বেতন পায়। তাহলে বাংলাদেশি টাকায় মাসিক বেতন হবে ৩২ হাজার ২ শত ১০ টাকা।

আশাকরি, এই পোষ্টটি পড়ে আপনি জানতে পেরেছেন কাতারের ১ রিয়াল বাংলাদেশের কত টাকা, কাতারের ৫০০ রিয়াল বাংলাদেশের কত টাকা এবং কাতারের ১,০০০ রিয়াল বাংলাদেশের কত টাকা। এরকম আরোও গুরুত্বপূর্ণ পোস্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Read more:

কাতার মেডিকেল রিপোর্ট চেক।

সৌদি আরবের ১০০ টাকা বাংলাদেশের কত টাকা?

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *