কাতার আইডি চেক করুন সহজ নিয়মে।

শেয়ার করুন

কাতার আইডি চেক করার পদ্ধতি জানুন আজকের পোস্টে। অনেক সময় আমরা যারা কাতারে আছি আমাদের কাতার আইডি চেক করার প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু আইডি চেকের সঠিক নিয়ম না জানার কারণে আমরা দুশ্চিন্তায় ভুগী। তাদের জন্য আজকের পোস্টটি এই পোস্টে অনলাইনে কাতার আইডি চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব।

আপনারা যারা কাতারে কফিল বা কম্পানির ভিসায় কর্মরত আছেন, আপনাদের আইডি হয়েছে। কিন্তু কম্পানি বা কফিল আইডি কার্ড দিচ্ছে না। বা আপনার আইডি তৈরি হয়েছে কিনা বুঝতেছেন না। তারা চাইলে এই পোস্টটি ফলো করে অনলাইনের মাধ্যমে কাতার আইডি চেক করতে পারবেন।

কাতার আইডি চেক করার নিয়ম

অনলাইনে কাতার আইডি চেক করার জন্য প্রথমে আপনার ফোনের ইন্টারনেট সংযোগটি চালু করুন। তারপর ফোন বা কম্পিউটারে থাকা গুগল ক্রম বা যেকোন ব্রাউজার Open করুন। সার্চ বারে MOI Qatar লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইট ‘MOI Qatar- Visa Inquiry & Printing প্রবেশ করুন।’ এছাড়াও আপনি চাইলে সার্চ বারে https://portal.moi.gov.qa লিখেও সরাসরি এই সাইটে চলে আসতে পারেন।

ওয়েবসাইটে প্রবেশের পর প্রথমে ব্রাউজারের 3 ডটে ক্লিক করে Desktop site অন করে নিন। তাহলে মোবাইল থেকে সাইটের সব অপশন গুলো সুন্দরভাবে দেখতে পাবেন।

সাইটের আরবি লেখা গুলো যদি বুঝতে সমস্যা হয় তাহলে উপর থেকে English অপশনে ক্লিক করে সব লেখা ইংরেজি করে নিন। সরাসরি ওয়েবসাইটে ঢুকতে এখানে ক্লিক করুন।

কাতার আইডি চেক

এখন মেনু অপশন গুলো থেকে ‘ Inquiries’ অপশনে ক্লিক করুন।

তাহলে আরেকটি পেইজ চলে আসবে সেখান থেকে বাম পাশের  Others Inquiries অপশনে ক্লিক করুন।

কাতার আইডি চেক

নুতন পেজ ওপেন হবে। এবার Official Documents এ ক্লিক করুন।

তাহলে আপনার সামনে একটি ফর্ম Open হবে।

কাতার আইডি চেক

এখন QID Number ঘরে আপনার পুরাতন আইডি নাম্বারটি বসিয়ে নিচে থেকে ক্যাপচাটি পূরণ করে নিচে থেকে Search অপশনে ক্লিক করুন।

তাহলে আপনি সাথে সাথে আপনার কাতার আইডি তথ্য ও এক্সপায়ার ডেট সহ বিস্তারিত দেখতে পাবেন। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেই তথ্য গুলোও দেখতে পাবেন।

আশাকরি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অনলাইনে কাতার আইডি চেক করবেন। এরকম আরো গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ।

আরো জানুনঃ

কাতার মেডিকেল রিপোর্ট চেক।

কাতারের ১ রিয়াল বাংলাদেশের কত টাকা।

কাতার মজলিস ভিসা দাম ও বেতন কত জেনে নিন।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *