কাতার মেডিকেল রিপোর্ট চেক। Qatar Medical Report Check

শেয়ার করুন

কাতার মেডিকেল রিপোর্ট চেক করুন ঘরে বসে। একটি স্মার্ট মোবাইলে ইন্টারনেট সংযোগ দিয়ে নিচের নিয়ম অনুসরণ করে এ কাজটি করে নিন।

আমাদের দেশ থেকে প্রতি হাজার হাজার শ্রমিক কাতারে বিভিন্ন কাজে যায়। এছাড়া পড়াশোনা, চাকুরি, চিকিৎসা, ব্যবসা সহ নানা কাজে বাংলাদেশ এবং ভারত থেকে অনেক লোক কাতারে যায়। তারা জানতে চেয়েছেন কাতার মেডিকেল রিপোর্ট কিভাবে সহজে চেক করা যায়।

এই পোস্টে আমি কাতার মেডিকেল রিপোর্ট যে খুব অল্প সময়ে চেক করা যায় তার নিয়ম বিস্তারিত তুলে ধরেছি। চলুন দেখে নেয়া যাক হাতে থাকা মোবাইল অথবা ল্যাপটপ দিয়ে কিভাবে অল্প সময়ে শুধুমাত্র পাসপোর্ট নাম্বার এবং ভিসা নাম্বার দিয়ে কাতার মেডিকেল রিপোর্ট চেক করা যায়।

কাতার মেডিকেল রিপোর্ট চেক অনলাইনে

পাসপোর্ট নাম্বার ও ভিসা নাম্বার দিয়ে কাতার মেডিকেল রিপোর্ট চেক করতে আপনার মোবাইলে কিংবা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ করুন।

এবার ক্রমব্রাউজার ওপেন করুন।

ব্রাউজারে সার্চ বারে QVC Medical report এই ঠিকানাটা লিখে সার্চ/ ইন্টার বাটন চাপুন।

সরাসরি ওয়েবসাইট প্রবেশ করতে চাইলে এখানে ক্লিক করুন।

নিচের দেয়া পেজটি দেখতে পাবেন।

কাতার মেডিকেল রিপোর্ট চেক

এই পেজে প্রথমে আপনার Language/ভাষা সিলেক্ট করুন অর্থাৎ আপনি বাঙালি হলে বাংলা সিলেক্ট করুন।

এবার নিচের ঘরে আপনি যে দেশের নাগরিক অর্থাৎ বাংলাদেশর নাগরিক হলে বাংলাদেশ ইন্ডিয়ান নাগরিক হলে ইন্ডিয়া সিলেক্ট করুন।

ভাষা এবং কান্ট্রি সিলেক্ট করার সাথে সাথে আপনি নিচের পেজটি দেখতে পাবেন।

কাতার মেডিকেল রিপোর্ট চেক।

এবার এই পেজে অ্যাপয়েমেন্ট অনুসরণ করুন অপশনটিতে ক্লিক করুন।

অপশনটিতে ক্লিক করার পর আপনাকে নিচের মতো আরেকটি পেজে নিয়ে যাবে।

কাতার মেডিকেল রিপোর্ট চেক।১

এবার এখানে প্রথম ঘরে আপনার পাসপোর্ট নাম্বারটি লিখুন।

দ্বিতীয় ঘরে আপনার ভিসা নাম্বারটি সতর্কতার সহিত লিখুন যাতে কোন একটি ডিজিট যেন ভুল না হয়।

নিচের ঘরে ক্যাপচা পূরণ করুন। (বড় হাতের অক্ষর হলে বড় হাতের লিখবেন আর ছোট হাতের অক্ষর হলে ছোট হাতের অক্ষর লিখবেন)

এবার Submit বাটনে ক্লিক করুন।

কাতার মেডিকেল রিপোর্ট চেক.২

আপনার দেয়া সকল তথ্য ঠিকঠাক থাকলে আপনি আপনার মেডিকেল রিপোর্টের বিস্তারিত তথ্য দেখতে পাবেন। যে সকল তথ্যগুলো দেখতে পাবেন সেগুলো নিচে দেওয়া হল

  • Application Confirmed
  • Biometric enrolement complete
  • Medical Test Complete
  • Medical Test Status
  • Results Available with Employer

কাতার মেডিকেল রিপোর্ট হেল্পলাইন নম্বর 

কাতার মেডিকেল রিপোর্ট সংক্রান্ত কোন তথ্য জানতে আপনি তাদের হেল্পলাইনে কল করতে পারেন। অফিস টাইমে কল করতে নিচের মোবাইল নং ব্যবহার করুন।

বাংলাদেশ থেকেঃ +৮৮০৯৬৬৬৭৭৭১০১

কাতার থেকেঃ +৯৭৪৪৪০৬৯৯৯৯

শেষ কথাঃ

হ্যালো বন্ধুরা, এই পোস্টে আমি কাতার মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম বিস্তারিত লিখেছি। আমি মনেকরি এই লেখাটি আপনাদের কাতার মেডিকেল চেক করতে অনেক সহায়তা করবে। এতক্ষণ আমাদের সাইটে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

আরো পড়ুনঃ

সৌদি মেডিকেল চেক করুন এখন থেকে নতুন নিয়মে।

মালয়েশিয়া CIDB কার্ড চেক করার নিয়ম।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *