কাতার মজলিস ভিসা দাম ও বেতন কত জেনে নিন।
কাতার মজলিস ভিসা সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন অর্থাৎ কাতার মজলিস ভিসা কি? দাম কত? কিভাবে এই ভিসা পেতে হয়? এই ভিসাতে গেলে কত বেতন পাওয়া যাবে, কি কি কাজ করতে হয়? কত ঘন্টা কাজ করতে হয় ইত্যাদি সম্পর্কে আজ আমি এই পোস্টটে আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা করি পুরো পোস্টটি আপনারা পড়বেন। তো চলুন প্রথমে জেনে নেই কাতার মজলিস ভিসা কি?
কাতার মজলিস ভিসা কি?
সাধারণত মজলিস বলতে কোন একটি স্থানে একাধিক ব্যক্তি একত্রে বসে বিভিন্ন আলোচনা অথবা আড্ডা দেওয়ার স্থানকে বুঝি।কাতারবাসীগণ তারা একটি নির্দিষ্ট স্থানে প্রায় প্রতিদিন সন্ধ্যায় কিছু সংখ্যা বন্ধু-বান্ধব একত্রে বসে বিভিন্ন আলোচনা অথবা আড্ডা দিয়ে থাকে। উক্ত স্থানে অথবা মজলিসে চা, শরবত, কফি, বিভিন্ন ধরনের ফল ও খাবার এর আয়োজন করে থাকে। এই সব খাবার তৈরি ও পরিবেশন করার জন্য বিভিন্ন দেশ থেকে যে ভিসার মাধ্যমে লোক নিয়োগ করে থাকে সেটি হলো কাতার মজলিস ভিসা।
কাতার মজলিস ভিসার সুবিধা
কাতার মজলিস ভিসার অনেক সুবিধা রয়েছে। নিচে কিছু সুবিধার কথা উল্লেখ করা হলো-
- এই ভিসার মূল্য অন্য ভিসার মূল্যের থেকেও অনেক কম।
- সাধারণত বিকাল অথবা সন্ধ্যাবেলায় কাজ করতে হয় অর্থাৎ কাজের চাপ কম থাকে।
- প্রায় বাইরের কোন কাজ থাকেনা। ঘরের ভিতরে খাবার তৈরি এবং পরিবেশন করতে হয়।
- থাকা খাওয়ার সুব্যবস্থা আছে অর্থাৎ কোম্পানির বিনামূল্য থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়।
- বছরের নির্দিষ্ট সময়ে মালিকের/কোম্পানির খরচে দেশে আসা ও যাওয়া যায়। (অবশ্য এটা নির্ভর করে কোম্পানির উপরে)
- সততা এবং আচার ব্যবহার ভালো হলে বকশিশ হিসাবে অতিরিক্ত টাকা আয় করা যায।
কাতার মজলিস ভিসার দাম কত?
হ্যাঁ বন্ধুরা কাতার মজলিশ ভিসা সুবিধার কথা জেনে আপনাদের মনে প্রশ্ন জাগছে এই ভিসা পেতে কত টাকা লাগে অথবা দাম কত?এই ভিসার দাম কত সেটা জানার আগে আমরা জেনে নেই কিভাবে এই ভিসাটি পাওয়া যায়। কাতারে বাংলাদেশে কিংবা ভারতের যে সমস্ত লোক আছেন তাদের মাধ্যমে এই বিষয় পাওয়া খুবই সোজা।
কাতার বাসীদের কোন মজলিশের কাজের লোক প্রয়োজন হলে তারা তাদের বিশ্বস্ত বাঙালিদেরকে দক্ষ লোক খুঁজতে বলে। এই সুযোগ ব্যবহার করে বিদেশের চাকুরীরত কোন বাঙালি তার নিকট আত্মীয়কে এই ভিসায় নিয়োগ দিয়ে থাকেন। এক্ষেত্রে তিনি ইচ্ছা করলে বিনা টাকায় তাকে তার আত্মীয়কে এই ভিসা দিতে পারেন।
আর যদি তিনি ভিসাটি বিক্রি করতে চান, তাহলে ২ লক্ষ ৫০ হাজার থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে ভিসাটি বিক্রি করে দিতে পারেন। অবশ্য এটা নির্ভর করবে উক্ত বাঙালির উপর।
সুতরাং আপনার কোন নিকট আত্মীয় কাতারে থাকলে তার মাধ্যমে আপনি খুব সহজে এই ভিসাটি পেতে পারেন।
কাতার মজলিস ভিসার বেতন কত?
কাতার মজলিস ভিসার বেতন একেবারে কম নয়। এখানে কাজ কম হলেও মোটামুটি বেতন ভালো অর্থাৎ ১৫০০ রিয়াল থেকে ২০০০ রিয়ালের মধ্যে থাকে। যেটা বাংলাদেশ টাকায় প্রায় ৪৫ হাজার থেকে ৬০ হাজার টাকার মত। এছাড়া আগে বলেছি সততা, নিষ্ঠা এবং আনুগত্য থাকলে বকশিশ হিসেবে অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন।
শেষ কথাঃ
কাতার মজলিস ভিসা পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। সাধারণত নিকট আত্মীয়ের মাধ্যমে এই ভিসাটি পাওয়া খুবই সোজা। ভিসার মূল্য অনেক কম। তাই আপনার কোন নিকট আত্নীয় কাতারে থাকলে তার সাথে যোগাযোগ করে মজলিস ভিসা পাওয়ার চেষ্টা করতে পারেন। আশা করি, এই ভিসা সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পেরেছেন। আমাদের সাইটে কিছু সময় থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
আরো পড়ুনঃ
কাতার মেডিকেল রিপোর্ট চেক করুন সহজে।
সৌদি মেডিকেল চেক করুন নতুন নিয়মে।