রকেট একাউন্ট চেক করার কোড। Rocket account code
রকেট একাউন্ট চেক করার কোড গুলো জানতে সম্পূর্ণ পোস্টটি পড়ার অনুরোধ রইল। রকেট মোবাইল ব্যাংকিং বাংলাদেশের সর্বপ্রথম এমএফএস ভিত্তিক আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান। আপনি যদি একজন রকেট ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই রকেট একাউন্ট চেক করার কোড গুলো জানতে হবে। আজকের পোস্টে রকেট একাউন্ট চেক করার কোড সম্পর্কে আলোচনা করা হলো।
রকেট একাউন্ট চেক করার কোড
রকেট একাউন্ট চেক করার অনেক গুলো কোড রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম যেই কোডটি প্রয়োজন তাহলো *322# এই কোডটির সাহায্য আপনি রকেটের যাবতীয় কার্যক্রম যেমন: টাকা পাঠানো, টাকা উত্তোলন, টাকা যোগ, মোবাইল রিচার্জ, রেমিট্যান্স, মূল্য প্রদান ইত্যাদি পরিচালনা করতে পারবেন।
রকেট একাউন্ট যাচাই করার কোড দিয়ে টাকা উত্তোলন করুন
রকেট একাউন্ট চেক করার কোড *৩২২# কোডটি ব্যবহার করে টাকা উত্তোলন করার জন্য ফোনের ডায়াল প্যাড থেকে পূর্বের ন্যায় *৩২২# লিখে যেই সিমে রকেট একাউন্ট আছে সেটি সিলেক্ট করে ডায়াল করুন। তহলে আপনার সমানে অনেক গুলো অপশন শো করবে। সেখান থেকে প্রথমে 7 (Cash out)>Send তারপর 1/2 (Agent/ATM) >Send তারপর 12 ডিজিটের এজেন্ট নম্বর দিয়ে Send করুন। তারপর Amount ও Pin নম্বর দিয়ে কনফর্ম করলে আপনার টাকা এজেন্টের একাউন্টে উত্তোলন হয়ে যাবে।
রকেট একাউন্ট চেক করার কোড দিয়ে রকেট ব্যালেন্স চেক
আপনি চাইলে রকেট একাউন্ট চেক করার কোড *৩২২# ব্যবহার করে আপনার রকেট একাউন্টের বর্তমান ব্যালেন্স চেক করতে পারবেন। রকেট একাউন্ট যাচাই করার কোড *৩২২#। কোডটি ব্যবহার করে ব্যালেন্স চেক করার জন্য ফোনের ডায়াল প্যাড থেকে *৩২২# লিখে যে সিমে রকেট একাউন্ট আছে সেটি সিলেক্ট করে ডায়াল করুন।
তাহলে আপনার সমানে অনেক গুলো অপশন আসবে। এখন ব্যালেন্স দেখতে 5 ডায়াল করে Send করুন। তারপর 1 ডায়াল করে Send করুন। তাহলে আপনাকে আপনার রকেট পিন দিতে বলা হবে। রকেট পিন দিয়ে Send করলে আপনার রেকেট একাউন্টের অবশিষ্ট ব্যালেন্স দেখতে পাবেন।
রকেট একাউন্ট চেক করার কোড *৩২২# দিয়ে সেন্ড মানি
রকেট একাউন্ট চেক করার কোড *৩২২# কোডটি ব্যবহার করে এক একাউন্ট থেকে অন্য একাউন্টে সেন্ড মানি করার জন্য ফোনের ডায়াল প্যাড থেকে পূর্বের ন্যায় *৩২২# লিখে যেই সিমে রকেট একাউন্ট আছে সেটি সিলেক্ট করে ডায়াল করুন। তহলে আপনার সমানে অনেক গুলো অপশন শো করবে। সেখান থেকে প্রথমে 2 (Send money) >Send তারপর অন্য একাউন্টের নম্বর (যার একাউন্টে টাকা পাঠাবেন সেটি দিয়ে) >Send করুন। তারপর Amount ও Pin নম্বর দিয়ে কনফর্ম করলে আপনার টাকা অন্য রকেট একাউন্টে সেন্ডমানি বা ট্রান্সফার হয়ে যাবে।
বর্তমানে দেশের বন্যা পরিস্তিতির কারনে রকেট এর লেনদেনের লিমিট কিছুটা পরিবর্তন করেছে ডাচবাংলা ব্যাংক। নীচে উক্ত তথ্য দেয়া হল।
রকেট হেল্প লাইন নাম্বার
আমরা যারা রকেট একাউন্ট ব্যবহার করে টাকা লেনদেন করি, অনেক সময় পিন নং ভুলে যাই। এই পিন নাম্বার রিকভারি করতে হেল্প নাম্বার প্রয়োজন হয়। এছাড়া লেনদেন সংক্রান্ত সকল সমস্যা সমাধান করতে রকেট হেল্প লাইনে কল করা জরুরী হয়ে পড়ে। হেল্প লাইনে কল করে কিছু তথ্য প্রদান করে তারপর কাস্টমার সেবা নিতে হয়। সুতরাং রকেট এর হেল্পলাইন নাম্বার জানা দরকার। রকেট হেল্প নাম্বার হল- 16216, আপনি যেকোন সমস্যায় এই নাম্বারে কল করে সমাধান নিতে পারেন।
আশা করি এই কোড গুলো ব্যবহার করে আপনি রকেট একাউন্টের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ গুলো সম্পাদন করতে পারবেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন Onlinesheba24 ওয়েবসাইট। এছাড়াও এই পোস্ট বিষয়ক কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ!
আরো জানতে পড়ুনঃ
বিকাশ থেকে রকেটে টাকা পাঠানোর সহজ উপায়
বিকাশ লোন বা নগদ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত লোন (ইন্সুরেন্স) নিন।