সৌদি এয়ারলাইন্স ঢাকা টু জেদ্দা টিকেট প্রাইস জেনে নিন।

শেয়ার করুন

সৌদি এয়ারলাইন্স ঢাকা টু জেদ্দা টিকেট প্রাইস জানতে চান? তাহলে সম্পূর্ণ পোস্টটি পড়ুন। প্রতিনিয়ত আমাদের দেশ থেকে হাজার হাজার মানুষ বিভিন্ন কাজে দেশের বাহিরে পাড়ি জমাচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে বাংলাদেশিদের যাতায়াত সর্বাধিক লক্ষণীয়। ব্যাবসা বাণিজ্য, চাকরি পড়া লেখা, এমনকি হজ্জ ও ওমরা পালনের জন্য সৌদি আরব প্রসিদ্ধ। জেদ্দা সৌদি আরবের ২য় বৃহত্তম শহর। প্রায় ৪৩ হাজারের ও বেশি জনসংখ্যা নিয়ে শহরটি সৌদি আরবের অন্যতম বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত।

জেদ্দা শহর মুসলিম উম্মাহর জন্য একটি পবিত্রতম নগরী। এটি মক্কার প্রধান প্রবেশদ্বার। তবে রিয়াদ সৌদি আরবের রাজধানী শহর হওয়ায় অধিকাংশ মানুষ ঢাকা টু রিয়াদ সরাসরি যাতায়াত করেন। বিভিন্ন দেশ ও এলাকা থেকে সৌদি এয়ারলাইন্স হয়ে যারা রিয়াদ আসতে চান, আজকের পোস্টটি তাদর জন্য। এই পোস্টে সৌদি এয়ারলাইন্স ঢাকা টু জেদ্দা টিকেট প্রাইস সম্পর্কে আলোচনা করব।

সৌদি এয়ারলাইন্স ঢাকা টু জেদ্দা টিকেট প্রাইস ও সময়সূচি

সাধারণত সৌদি এয়ারলাইন্স ঢাকা টু জেদ্দা টিকেট প্রাইস নির্ধারণ করা হয় এয়ারলাইন্স, টিকেটের ধরণ ও দূরুত্বের উপর নির্ভর করে। অর্থাৎ আপনার গন্তব্য স্থান যতটা দূর হবে আপনার টিকেটের মূল্য তত বেশি হবে। গুগল ম্যাপের হিসেব অনুযায়ী জেদ্দা থেকে বাংলাদেশের দূরত্ব ৫,২২৯ কিলোমিটার। সৌদি এয়ারলাইন্স ঢাকা টু জেদ্দা যাতায়াতের জন্য দুই ধরণের টিকেট রয়েছে।

  • ইকোনমিক ক্লাসিক ও
  • বিজনেস ক্লাসিক

ইকোনমিক ক্লাসিক মূলত সাধারণ মানুষদের জন্য যারা কম খরচে এক দেশ থেকে অন্য দেশে যাতায়েত করতে চাচ্ছেন। যদিও ইকোনমকি ক্লাসিকে বাড়তি সুযোগ সুবিধা কম রয়েছে। কিন্তু বিজনেস ক্লাসিক হচ্ছে যারা আরামদায়ক ভ্রমণেন কথা ভাবছেন তাদের জন্য। এই ক্যাটাগোরিতে আলাদা সুযোগসুবিধা থাকায় বিত্তশালী লোকেরা বিজনেস ইকোনমিক ক্যাটাগোরি টিকেট কেটে থাকেন। সুতারং আপনি চাইলে আপনার ইচ্ছে মতো যেকোন একটি ক্যাটাগোরি পছন্দ করতে পারবেন।

ক্যাটাগোরি ছাড়াও ফ্লাইটের ধরণের উপরেও টিকেটের মূল্য অনেকটা নির্ভর করে থাকে। আপনি সৌদি এয়ারলাইন্স ঢাকা টু জেদ্দা ভ্রমণকালে দুই ধরণের ফ্লাইট পছন্দ করতে পারবেন। স্টপেজ ও নন স্টপেজ।

স্টপেজ হলো ভ্রমণকালীন সময়ে আপনার ফ্লাইট এক বা একাধিক গন্তব্যে থামবে এতে রিয়াদ/ জেদ্দা পৌঁছাতে সময় একটু বেশি প্রায়োজন হবে। আর নন স্টপেজ ভ্রমণের ক্ষেত্রে আপনার ফ্লাইট ঢাকা থেকে সরাসরি জেদ্দা/রিয়াদ পৌঁছাবে। এতে কম সময় প্রয়োজন হবে।

সব কিছু বিবেচনা করে সৌদি এয়ারলাইন্স ঢাকা টু জেদ্দা টিকেট প্রাইস পরিবর্তীত হতে পারে। তবে সাধারণত ঢাকা টু জেদ্দা/ রিয়াদের টিকেট মূল্য ৬৬ হাজার টাকা থেকে শুরু হয়। এছাড়াও আপনি চাইলে আরোও কম দামে স্টপেজ ফ্লাইটের টিকেটও কাটতে পারেন। তবে সৌদি এয়ারলাইন্স ঢাকা টু জেদ্দা/রিয়াদ পৌঁছাতে আপনার ৬ ঘন্টা ৫ মিনিট বা এর আশেপাশে সময় লাগতে পারে।

টিকেট কাটার সময় টিকেটের ধরণ, ক্যাটাগোরি, সিট ও সময় ইত্যাদির উপর নির্ভর করে আপনার টিকেটের মূল্য নির্ধারণ করা হবে। তাই টিকেট কাটার সময় অবশ্যই বিস্তারিত দেখে টিকেট কাটুন। সাধারণত সৌদি এয়ারলাইন্সের ঢাকা টু রিয়াদ সরাসরি একটি ফ্লাইট থাকে প্রতি দিনে। টিকেটের আপডেট মূল্য জানতে সৌদি এয়ারলাইন্স ওয়েবসাইটে ভিজিট করুন।

আরো জানতে পড়ুনঃ

জেদ্দা থেকে মক্কা কত কিলোমিটার এবং ফ্রিতে যাওয়ার উপায়।

জেদ্দা থেকে মদিনা কত কিলোমিটার এবং কত সময় লাগে।

অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম জেনে নিন।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *