সিঙ্গাপুর মেডিকেল টেস্ট। Singapore Medical Test

শেয়ার করুন

সিঙ্গাপুর মেডিকেল টেস্ট কখন করাবেন? মেডিকেল টেস্ট করাতে কত খচর পড়বে। মেডিকেল আনফিট হলে কি করবেন। এসব বিষয়ে আলোচনা থাকছে আজকের পোস্টে। তাই ধৈর্য ধরে আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল।

সিঙ্গাপুর মেডিকেল টেস্ট

সিঙ্গাপুরে আসার জন্য কোন ধরনের মেডিকেল করতে হয় না। সাধারণত সিঙ্গাপুরে আসার পর আপনি নিজে বা আপনি যেই কোম্পানির আন্ডারে কর্মরত আছেন তিনি চাইলে মেডিকেল টেস্ট করাবেন। তবে সবচেয়ে ভালো হয় সিঙ্গাপুরে আসার আগেই নিজে থেকে একবার মেডিকেল টেস্ট করিয়ে নেওয়া। এতে করে যদি আপনি মেডিকেল আনফিট হন তাহলে অনেক টাকা লসের হাত থেকে বেঁচে যাবেন।

আপনি যদি কোন এজেন্সির হাতে ভিসা প্রসেসিং ফি দেওয়ার পর মেডিকেল আনফিট ধরা পড়েন তাহলে সেই টাকা ফিরিয়ে পাওয়ার ক্ষত্রে সমস্যা হতে পারে। তাই বিদেশ যাওয়ার চিন্তাভাবনা করার আগে ভালো কোন হাসপাতাল থেকে নিজের মেডিকেল টেস্ট সম্পন্ন করুন।

সিঙ্গাপুর মেডিকেল টেস্ট কেন প্রয়োজন

শুধু সিঙ্গাপুর না, বিশ্বের যেকোন দেশে প্রবেশের জন্য মেডিকেল টেস্ট করাতে হয়। বিশেষ করে ইউরোপ দেশ গুলোর ক্ষেত্রে মেডিকেল টেস্টকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। মেডিকেল টেস্ট করার মাধ্যমে আপনার বড় কোন ধরনের রোগ থাকলে সেটি জানা যাবে। Covid-19 মতো কোন ধরনের সংক্রামণ থাকলে সেটি সম্পর্কেও জানা যাবে। এছাড়াও আপনি যেস কাজে যাচ্ছেন সেই কাজটির জন্য আপনি উপযুক্ত কিনা, আপনি কাজটি সঠিকভাবে করতে পারবেন কিনা, এসব বিষয়ে জানার জন্য মূলত মেডিকেল টেস্ট করানো হয়।

সিঙ্গাপুর মেডিকেল টেস্ট কোথায় করাবেন

সিঙ্গাপুরে আসার পর আপনি চাইলে যেকোন ক্লিনিক থেকে মেডিকেল টেস্ট করাতে পারেন। এছাড়াও আপনি যেই কম্পানির আন্ডারে আসছেন তিনি আপনাকে MOM অনুমোদিত যে কোন ক্লিনিকে নিয়ে মেডিকেল সম্পন্ন করাবেন।

সিঙ্গাপুরে কি কি মেডিকেল টেস্ট করানো হয়

সিঙ্গাপুরে আসার পর একজন ব্যক্তির সাধারণত যেসব বিষয়ে মেডিকেল টেস্ট করাতে হয় তাহলো:

  • Blood test (রক্ত পরীক্ষা)
  • Urine test (প্রস্রাব পরীক্ষা)
  • Heart test (হার্ট পরীক্ষা)

সাধারণত, এই তিনটি বিষয়ে বেসিক পরীক্ষা করানো হয়। যদি বড় ধরনের কোন সমস্যা দেখা যায় তাহলে ক্রমান্বয়ে অন্যান্য পরীক্ষা ও প্রয়োজন হতে পারে।

সিঙ্গাপুর মেডিকেল টেস্ট আনফিট হলে করণীয়

সিঙ্গাপুরে আসার পর যদি মেডিকল টেস্ট করানো হয় এবং আপনি যদি সেই টেস্টে আনফিট হন তাহলে কি করবেন। সিঙ্গাপুর মেডিকেল টেস্ট করানোর পর যদি মেডিকেল আনফিট আসে তাহলে আপনি সিঙ্গাপুরে আর অবস্থান করতে পারবেন না। আপনাকে অবশ্যই দেশে ফিরে যেতে হবে। সুতারাং সিঙ্গপুর আসার আগেই টেস্ট সম্পন্ন করা ভালো।

বাংলাদেশে কি কি মেডিকেল টেস্ট করতে হবে

আপনি যদি সিঙ্গাপুরে আসার আগেই মেডিকেল টেস্ট করিয়ে রাখেন তাহলে নির্ভয়ে পরবর্তী কাজ গুলো করতে পারবেন। এখন প্রশ্ন হলো বাংলাদেশে কি কি মেডিকেল টেস্ট করতে হবে এবং কোথায় করবেন। সিঙ্গপুরসহ বিশ্বের যেকোন দেশে প্রবেশের জন্য মেডিকেল টেস্ট গুরুত্বপূর্ণ। আপনি চাইলে আপনার নিকটস্থ বাংলাদেশের যেকোন বড় হসপিটাল থেকে মেডিকেল টেস্ট করাতে পারবেন।

এর জন্য প্রথমে নিকটস্থ হসপিটাল যান। তারপর তাদের বুঝিয়ে বলুন। আপনি বিদেশ যাবেন বা সিঙ্গপুরে যাবেন। তাহলে ডাক্তার সেই হিসেবে আপনাকে কম বেশি কিছু টেস্ট করাবেন। সেগুলো হলো:

  • Blood test (রক্ত পরীক্ষা)
  • Urine test (প্রস্রাব পরীক্ষা)
  • Heart test (হার্ট পরীক্ষা)

টেস্ট গুলো করতে সাধারণত ১৫০০-৩০০০ টাকা পর্যন্ত খরচ আসতে পারে। টেস্ট সম্পন্ন হওয়ার ২-৩ ঘন্টার মধ্যে আপনি আপনার হেলথ রিপোর্ট হাতে পেয়ে যাবেন।

আশা করি আর্টিকেলটি পড়ে আপনি বুঝতে পেরেছেন। সিঙ্গাপুর মেডিকেল টেস্ট কখন করাবেন? মেডিকেল টেস্ট করাতে কত খচর পড়বে। মেডিকেল আনফিট হলে কি করবেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ পোস্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

আরো পড়ুনঃ

ক্যাথারসিস মেডিকেল রিপোর্ট চেক।

ফিঙ্গারপ্রিন্ট চেক করুন অনলাইনে।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *