সিঙ্গাপুর ভিসা চেক করুন সহজে। Singapore Visa Check
সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। ইউরোপের জনপ্রিয় দেশ গুলোর মধ্যে সিঙ্গাপুর সকলের পছন্দের শীর্ষে। অধিক ইনকাম, উন্নত জীবন ব্যবস্থা ও সুশিক্ষার জন্য সিঙ্গাপুর অন্যতম। আজকের পোস্টে সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
অনলাইনে সিঙ্গাপুর ভিসা চেক করার জন্য যেকোন ব্রাউজারে সার্চ করুন Check work pass। তারপর প্রথম ওয়েবসাইটে প্রবেশ করে আপনার Date of birth, Passport number ও ক্যাপচা পূরণ করে খুব সহজে এই ভিসা চেক করা যাবে।
সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম
আপনি হয়তো ইতিমধ্যে সিঙ্গাপুরের ওয়ার্ক পারমিট বা IPA পেয়েছেন। সিঙ্গাপুরের কাজের ভিসা কার্যকর হয় মূলত IPA এর মাধ্যমে। যেখানে কম্পানি স্পন্সার নেম ও বেতনের উল্লেখ থাকে। তাই চাইলে কিন্তু আপনি সিঙ্গাপুরের ভিসা চেক করে এসব তথ্য দেখে নিতে পারেন। কিভাবে অনলাইনে আপনার ভিসাটি চেক করবেন জানতে সম্পূর্ণ পোস্টটি ধৈর্যসহকারে পড়ুন। তাহলে আপনিও হাতে থাকা এন্ড্রয়েড ফোন দিয়ে খুব সহজে এই ভিসা চেক করতে পারবেন।
- অনলাইনে সিঙ্গাপুর ভিসা চেক করার জন্য প্রথমে ফোনের ডাটা সংযোগ চালু করুন।
- তারপর যেকোন একটি ব্রাউজার Open করে সার্চবারে Check work pass লিখে সার্চ করুন
- সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইট Check work pass এ ক্লিক করুন।
- সরাসরি পেজে যেতে এখানে ক্লিক করুন।
- তাহলে এরকম একটি পেইজ দেখতে পাবেন।
- তাহলে আপনি Select your language অপশন পেয়ে যাবেন।
- এখন শুরুতে আপনার ভাষা নির্বাচণ করে নিচে থেকে Continue অপশনে ক্লিক করুন। Start বাটন পেয়ে যাবেন।
- এখন ভিসাটি চেক করার জন্য Start অপশনে ক্লিক করুন।
আপনি ছোট একটি ফর্ম পেয়ে যাবেন। এখন ফর্মে থাকা সকল তথ্য ভালোভাবে পূরণ করুন। যেমন:
- Date of birth
- Foreign Identification number
- Passport number
আপনি চাইলে Foregin Identification number অথবা Passport number যেকোন একটি ডকুমেন্ট ব্যবহার করে এই ভিসা চেক করতে পারবেন।
- এখন সকল তথ্য সঠিকভাবে বসানো হয়ে গেলে I’m not robot ক্যাপচাটি পূরণ করে নিচে থেকে সাবমিট বাটনে ক্লিক করুন।
- আপনার সিঙ্গাপুর ভিসার যাবতীয় তথ্যাদি দেখতে পাবেন।
- এখন স্ট্যাটাস গুলো আরেকটু ভালো করে দেখার জন্য Download pdf অপশনে ক্লিক করে আপনার সিঙ্গাপুর ভিসাটি ডাউনলোড করে নিন।
মনে রাখবেন, আপনি এখানে ৬ মাসের বেশি পুরনো ওয়ার্ক পারমিট ভিসা স্ট্যাটাস গুলো দেখতে পাবেন না।
আশাকরি, বুঝাতে পেরেছেন কিভাবে খুব সহজে হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে আপনার সিঙ্গাপুর ভিসা চেক করবেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
সিঙ্গাপুর ভিসা চেক সম্পর্কিত FAQ
প্রশ্ন: সিঙ্গাপুর ভিসা চেক করার ওয়েবসাইট কোনটি?
- উত্তর: সিঙ্গাপুর ভিসা চেক করার ওয়েবসাইট www.mom.gov.sg
প্রশ্ন: Valid এর স্থানে Pending দেখায় কেনো?
- উত্তর: তারমানে আপনার ভিসা এখনো প্রসেসিং হচ্ছে অপেক্ষা করুন।
প্রশ্ন: পাসপোর্ট নাম্বার দিয়ে সিঙ্গাপুর ভিসা চেক করা যাবে কিনা?
- উত্তর: হ্যাঁ, Passport number দিয়ে এই ভিসা চেক করা যাবে।
প্রশ্ন: সিঙ্গাপুর IPA চেক করব কিভাবে?
- উত্তর: www.mom.gov.sg ওয়েবসাইট থেকে সিঙ্গাপুর IPA চেক করা যাবে।
আরো জানুনঃ
সৌদি ভিসা চেক করার তিনটি সহজ নিয়ম।
কাতার মজলিস ভিসা দাম ও বেতন কত জেনে নিন।
সৌদি আরব সুপার মার্কেট ভিসা বিস্তারিত।