স্কিটো সিমের ব্যালেন্স চেক। Skitto Balance Check

শেয়ার করুন

স্কিটো সিমের ব্যালেন্স চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। স্কিটো একটি নতুন সিম যেটি গ্রামীনফোনের একটি স্পেশাল প্যাকেজ। কম দামে ইন্টারনেট অফারের জন্য স্কিটো সিম অনেকের পছন্দের শীর্ষে। আজকের পোস্টে আমরা স্কিটো ব্যালেন্স চেক করার পদ্ধতি গুলো সম্পর্কে বিস্তারিত জানবো।

USSD কোড ব্যবহার করে স্কিটো সিমের ব্যালেন্স চেক

USSD কোড ব্যবহার করে স্কিটো সিমের ব্যালেন্স চেক করার জন্য ফোনের ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *১২১*১*১#। তাহলে ফেরতি এসএমএস আপনি স্কিটো সিমের অবশিষ্ট ব্যালেন্স সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও *১২১*১*২# ডায়াল করে স্কিটো মিনিট ব্যালেন্স, *১২১*১*৩# ডায়াল করে ইন্টারনেট ব্যালেন্স ও *১২১*১*৪# ডায়াল করে স্কিটো এসএমএস ব্যালেন্স চেক করা যাবে।

অ্যাপ থেকে স্কিটো সিমের ব্যালেন্স চেক

ইউএসএসডি কোড ছাড়াও আপনি চাইলে খুব সহজে স্কিটো অ্যাপ থেকে স্কিটো সিমের ব্যালেন্স চেক করতে পারবেন। অ্যাপ থেকে স্কিটো ব্যালেন্স চেক করার জন্য প্রথমে ফোনের ইন্টারনেট সংযোগটি অন করুন। তারপর ফোনে থাকা গুগল প্লে স্টোর অ্যাপে প্রবেশ করুন এবং সার্চ বারে Skitto লিখে সার্চ করুন। তাহলে আপনার সামনে স্কিটো অ্যাপটি চলে আসবে।

অথবা আপনি চাইলে সরাসরি এই লিংকে ক্লিক করে স্কিটো অ্যাপটি ইন্সটল করে নিতে পারেন। Skitto অ্যাপটি সম্পূর্ণ ইন্সটল হওয়ার পর এখন সেটি ওপেন করুন। স্কিটো অ্যাপ ওপেন করার পর কিছু পারমিশন চাইতে পারে সেগুলো Allow করে দিন। তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন।

স্কিটো সিমের ব্যালেন্স চেক।

ইন্টারফেসটি দেখতে একটি চ্যাটিং ড্যাশ বোর্ডের মতো দেখাবে। এখন এখানে আপনার স্কিটো ফোন নম্বরটি দিয়ে Send অপশনে ক্লিক করুন। আপনার একটি স্কিটো একাউন্ট ওপেন হয়ে যাবে এবং Set your password অপশন দেখতে পাবেন।

এখন স্কিটো অ্যাপে Login করার জন্য আপনার একটি Password সেট করুন। একই পাসওয়ার্ড দু বার বসিয়ে নিচের বক্সে টিকমার্ক দিয়ে Continue অপশনে ক্লিক করুন। পরবর্তী অপশনে আপনাকে আপনার প্রোফাইল সেট করতে বলা হবে। এখন আপনার নাম, জিমেইল, জন্ম তারিখ ও লিঙ্গ সিলেক্ট করে নিচে থেকে ‘Save my profile’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার স্কিটো একাউন্ট খোলা সম্পন্ন হবে এবং আপনি স্কিটো সিমের ব্যালেন্স চেক সহ অন্যান্য সব সার্ভিস সম্পর্কে জানতে পারবেন।

স্কিটো সিমের ব্যালেন্স চেক।1

পরবর্তীতে আপনাকে আর নতুন করে একাউন্ট করতে হবে না। সুধু মাত্র পাসওয়ার্ড দিয়ে স্কিটো অ্যাপে লগইন করে স্কিটো সিমের ব্যালেন্স চেক করতে পারবেন। এভাবে খুব সহজে USSD কোড ব্যবহার করা ছাড়াও স্কিটো ব্যালেন্স চেক করা যাবে।

স্কিটো হেল্পলাইন থেকে স্কিটো সিমের ব্যালেন্স চেক করার নিয়ম

উপরোক্ত দুটি নিয়ম ছাড়াও আপনি চাইলে স্কিটো হেল্পলাইন থেকে স্কিটো ব্যালেন্স চেক করতে পারবেন। হেল্পলাইন থেকে স্কিটো সিমের ব্যালেন্স চেক করার জন্য স্কিটো সিম থেকে ১২১ অথবা ০১৭০১০০০১২১ নম্বরে কল করুন। তাহলে স্কিটো হেল্পলাইন থেকে আপনার বর্তমান ব্যালেন্স জানিয়ে দিবে। অথবা কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলে স্কিটো সিমের ব্যালেন্স চেক করা যাবে।

আশা করি, আর্টিকেলটি পড়ে স্কিটো ব্যালেন্স চেক করার পদ্ধতি গুলো সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন Onlinesheba24 ওয়েবসাইটে। ধন্যবাদ!

আরো জানুনঃ

স্কিটো সিমের ইন্টারনেট প্যাকেজ কোড

টেলিটক ব্যালেন্স চেক।

সিম কার্ড রেজিস্ট্রেশন চেক ও গুরুত্বপূর্ণ কোর্ড।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *