স্মার্ট কার্ড চেক করার ২টি সহজ পদ্ধতি জেনে নিন।
স্মার্ট কার্ড চেক কারার নিয়ম গুলো জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল।
আমাদের মধ্যে এমন অনেকে রয়েছেন যারা সাধারন আইডি কার্ড বা লেমেন্টিং আইডি কার্ড পেয়েছেন। কিন্তু এখন পর্যন্ত স্মার্ট কার্ড পাননি। তারা চাইলে একটি মাত্র এসএমএম দিয়ে চেক নিতে পারেন আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা। অনলাইনে Smart Card চেক করতে নিচের পদ্ধতি গুলো অনুসরণ করুন।
SMS এর সাহায্যে স্মার্ট কার্ড চেক করার নিয়ম
মাত্র একটি এসএমএস দিয়ে জেনে নিন। কবে কোথায় কিভাবে আপনার স্মার্ট কার্ড পাবেন। অর্থাৎ আপনার স্মার্ট কার্ডের যাবতীয় তথ্য ও স্ট্যাটাস চেক করতে পারবেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই কাজটি আপনি চাইলে বাটন মোবাইল দিয়েও চেক করতে পারবেন।
SMS এর সাহায্যে স্মার্ট কার্ড চেক করতে ফোনের SMS অপশন থেকে SC<Space>NID<Space>Your nid number লিখে Send করুন 105 নম্বরে আপনার মোবাইল থেকে।
বিস্তারিত: SMS এর সাহায্যে Smart Card চেক করতে প্রথমে ফোনের এসএমএস অ্যাপটি Open করুন। তারপর নিচে থেকে Start Chat অপশনে ক্লিক করুন। type name, phone number or emails এর জায়গায় ১০৫ লিখে কিবোর্ড থেকে Enter বা Ok চাপুন। তারপর Text অপশনে SC<স্পেস>NID<স্পেস>আপনার NID নম্বর লিখে SMS আইকনে ক্লিক করুন।
SMS পাঠানোর সাথে সাথে আপনার ফোন থেকে এসএমএস খরচ কেটে নেওয়া হবে এবং ফেরত SMS এ আপনার স্মার্ট কার্ড সম্পর্কিত যাবতীয় তথ্য গুলো জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ কখন স্মার্ট কার্ড পাবেন, কোথায় থেকে, কত তারিখে সংগ্রহ করতে হবে ইত্যাদি। নিয়মটি অনুসরণ করে SMS এর মাধ্যেমে স্মার্ট কার্ড চেক করতে পারবেন।
স্মার্ট কার্ড চেক অনলাইন। NID Smart Card Check Online
এসএমএস ছাড়াও আপনারা চাইলে মাত্র কয়েকটি স্টেপে অনলাইন থেকে স্মার্ট কার্ড চেক করতে পারবেন। অনলাইন থেকে Smart Card চেক করার জন্য প্রথমে ফোনের ইন্টারনেট সংযোগটি চালু করুন, তারপর যে কোন ব্রাউজারের এড্রেসবারে https://www.nidw.gov.bd/ লিখে সার্চ করুন অথবা সরাসরি ঢুকতে চাইলে এখানে ক্লিক করুন।
এখন উপরের বাম পাশের মেনু অপশন থেকে Smart Card status অপশনে ক্লিক করুন। এখন আপনাদের সামনে একটি ফর্ম আসবে।
সেখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর, জন্ম তারিখ, মাস ও সাল দিয়ে নিচে থাকা ক্যাপসাটি পূরণ করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করুন। তাহলে আপনি আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস দেখতে পাবেন। যদি স্মার্ট কার্ড তৈরি হয় তাহলে Complete লেখা দেখতে পাবেন।
আশা করি বুঝাতে পেরেছেন কিভাবে SMS ও অনলাইনের সাহায্যে স্মার্ট এন আই ডি কার্ড চেক করবেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ পোস্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ।
আরো জানুনঃ
এনআইডি কার্ড ডাউনলোড করার নিয়ম।
ভোটার আইডি কার্ড সংশোধন ঝামেলা ছাড়াই।
মালয়েশিয়া মেডিকেল চেক অনলাইন।