সোনালী ব্যাংক ভিসা কার্ড বিস্তারিত। Sonali Bank VISA Card
সোনালী ব্যাংক ভিসা কার্ড সম্পর্কে আমদের কিছু তথ্য জানা দরকার কেননা বর্তমানে প্রায় সকল ব্যাংক সেবা গ্রহণকারী এটিএম কার্ড ব্যবহার করে থাকে। এই পোস্টে আপনি জানতে পারবেন- সোনালী ব্যাংক ভিসা কার্ড ব্যবহারের সুবিধা, সোনালী ব্যাংক ভিসা কার্ডের PIN পরিবর্তনের নিয়ম, সোনালী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম, ভিসা কার্ড দিয়ে ব্যালেন্স দেখার নিয়ম এবং সোনালী ব্যাংক এটিএম কার্ড হেল্পলাইন নম্বর ইত্যাদি।
সোনালী ব্যাংক ভিসা কার্ড ব্যবহারের সুবিধা সমূহ
সোনালী ব্যাংকের এটিএম বুথ থেকে দিনরাত ২৪ ঘন্টা টাকা উত্তোলন এবং পয়েন্ট অফ সেল এর মাধ্যমে যেকোনো সময় কেনাকাটার বিল পরিশোধ করা যায়।
ইন্টারনেটের মাধ্যমে ই-কমার্স সহ ট্যাক্স, ই চালান ও ভ্যাট পরিশোধ করা যায়।
এছাড়া ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড দিয়ে বিদেশে ATM বুথ হতে বৈদেশিক মুদ্রা উত্তোলন এবং POS থেকে যেকোন কেনাকাটার বিল সহজে পরিশোধ করা যায়।
সোনালী ব্যাংক ভিসা কার্ডের PIN পরিবর্তনের নিয়ম
সোনালী ব্যাংকের VISA কার্ডের পিন পরিবর্তন করতে হলে আপনাকে সোনালী ব্যাংকের এটিএম বুথ অথবা Q-Cash নেটওয়ার্কভুক্ত এটিএম বুথে প্রবেশ করতে হবে।
- বুথে প্রবেশ করে প্রথমে VISA Card টি এটিএম বুথের নির্দিষ্ট স্থানে প্রবেশ করান
- এবার ভিসা কার্ডের বর্তমান PIN টাইপ করুন।
- Other সার্ভিস অপশনটি নির্বাচন করুন।
- এবার স্ক্রিনে থাকা PIN Change নির্বাচন করুন।
- ভিসা কার্ডের বর্তমান PIN টি টাইপ করুন।
- Please enter new ATM pin লেখাটি স্কিনে দেখতে পাবেন।
- এবার আপনার পছন্দের চার সংখ্যার PIN টাইপ করুন।
- Please confirm new ATM pin বাক্যটি ডিসপ্লেতে দেখতে পাবেন।
- এবার আপনার দেয়া নতুন PIN টাইপ করুন এবং Confirm অপশনে ক্লিক করুন।
এভাবে আপনার সোনালী ব্যাংক ভিসা কার্ডের PIN সহজেই পরিবর্তন করে নিতে পারবেন।
সোনালী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম
- প্রথমে আপনার ডেবিট কার্ডটি এটিএম বুথের নির্দিষ্ট স্থানে প্রবেশ করান।
- কিছুক্ষণ অপেক্ষা করার পর চার সংখ্যার এটিএম PIN টাইপ করুন
- এবার স্কিনের উপর নির্দিষ্ট পরিমাণ টাকার পরিমান প্রদর্শন করবে। আপনি যে পরিমান টাকা উত্তোলন করতে চান সেটি সিলেক্ট করুন।
- অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পর স্বয়ংক্রিয়ভাবে আপনার টাকা বের হয়ে আসবে।
- আর কোন ট্রানজেকশন না করতে চাইলে আপনার কার্ডটি সংগ্রহ করুন।
- স্মরণ রাখবেন, ১০ সেকেন্ডের ভিতরেই আপনার টাকা গ্রহণ করতে হবে।
সোনালী ব্যাংক ভিসা কার্ড দিয়ে ব্যালেন্স দেখার নিয়ম
- আপনার কার্ডটি এটিএম বুথের নির্দিষ্ট স্থানে প্রবেশ করিয়ে দিন।
- এটিএম কার্ডের চার সংখ্যার পিন প্রবেশ করান।
- মেনু অপশন থেকে Balance Inquiry নির্বাচন করুন।
- আপনার একাউন্টের টাইপ সিলেক্ট করুন।
- ব্যালেন্স দেখার জন্য Display on Screen সিলেক্ট করুন।
- Print নিতে চাইলে Receipt নির্বাচন করুন।
- ব্যালেন্স দেখার শেষ হলে কার্ডটি সংগ্রহ করুন।
- আপনার Slip গ্রহণ করুন।
সোনালী ব্যাংক এটিএম কার্ড হেল্পলাইন নম্বর
সোনালী ব্যাংক এটিএম কার্ড ব্যবহারের কোন অসুবিধা হলে বা কোন সমস্যা দেখা দিলে আপনি সরাসরি মোবাইল নাম্বার এ ফোন করে সমস্যার সমাধান পেতে পারেন। মোবাইল নাম্বার গুলো নিন্মরুপঃ
- ০১৭৫৫৫৮৩৬৮৬
- ০১৭৫৫৫৮৩৬৮৭
- ০১৭০৮৪৫২৪৯৩
- ০১৭০৮১২৮৯৯৯
আরো জানতে পড়ুনঃ
ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন করার উপায়।
অনলাইন বাসের টিকিট বুকিং করার নিয়ম।