সমন্বিত গ্রেডেশন ব্যবস্থাপনা আপডেট ও এন্ট্রি করার নিয়ম।

শেয়ার করুন

হ্যালো বন্ধুরা, আপনারা অনেকে জানতে চেয়েছেন প্রাথমিক শিক্ষকদের গ্রেডেশন আপডেট করার নিয়ম। আজ আমি এই পোস্টে কিভাবে প্রাথমিক শিক্ষকদের গ্রেডেশন আপডেট করতে হয় তার বিস্তারিত বিবরণ তুলে ধরব। সারা বাংলাদেশে প্রাথমিক শিক্ষকদের পদোন্নতির জন্য গ্রেডেশনের কাজ চলমান রয়েছে। প্রথমে আমরা দেখব কিভাবে একজন শিক্ষককে সমন্বিত গ্রেডেশনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

সমন্বিত গ্রেডেশন ব্যবস্থাপনা অনলাইনে এন্ট্রি করার নিয়ম

একজন প্রাথমিক শিক্ষকের সমন্বিত গ্রেডেশন ব্যবস্থাপনার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য নিচের নিয়ম অনুসারে আপনাকে তথ্য এন্টি করতে হবে। এক্ষেত্রে শিক্ষকের যে যে তথ্যগুলো প্রয়োজন হবে সেগুলো নিন্মরুপ ।

  • শিক্ষকের পিন নাম্বার (এই পিন নাম্বারটি আপনার PEMIS সার্ভার থেকে সংগ্রহ করতে হবে)।
  • জাতীয় পরিচয় পত্র।
  • নিয়োগ বিজ্ঞপ্তি ।
  • নিয়োগ পত্র।
  • প্রথম যোগদান পত্র ।
  • বর্তমান কর্মস্থলের যোগদান পত্র।
  • চাকরিতে স্থায়ীকরণের আদেশ পত্র ।
  • আত্তীকরণের আদেশ (জাতীয়করণ কৃত শিক্ষকের জন্য প্রয়োজন)।
  • নিয়মিতকরণের আদেশ (প্রকল্পভুক্ত শিক্ষকদের জন্য প্রযোজ্য) ।
  • প্রধান শিক্ষক চলতি দায়িত্ব থাকলে তার আদেশের কপি।
  • সি ইন এড, বিএ্‌ ডিপিএড এর সনদপত্রের তথ্য।
  • সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা এবং যোগ্যতা অর্জনের তারিখ।
  • ই এফ টি তে ব্যবহৃত মোবাইল নাম্বার।

অনলাইনে তথ্য এন্টির নিয়ম

প্রাথমিক শিক্ষক সমন্বিত গ্রেডেশন ব্যবস্থাপনা তালিকায় এন্টি করার প্রথমে আপনার ল্যাপটপে ইন্টারনেট সংযোগ দিন। এবার ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বা্রে www.dpe.gov.bd এই ঠিকানাটা লিখে ইন্টার বাটনে ক্লিক করলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাওয়া হবে। এই ওয়েবসাইটের ডান পাশে মাঝামাঝি স্থানে সমন্বিত গ্রেডেশন ব্যবস্থাপনা অপশনটিতে  ক্লিক করুন। নিচের পেজটি দেখতে পাবেন।

শিক্ষক গ্রেডেশন আপডেট

প্রথম ঘরে ইংরেজিতে আপনার ইউজার আইডি  লিখুন। (এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড উপজেলা শিক্ষা অফিসার এর নিকট হতে সংগ্রহ করতে হবে)

  • দ্বিতীয় ঘরে পাসওয়ার্ড লিখুন ।
  • এবার লগইন অপশন এ ক্লিক করুন।
  • এবার বাম পাশের ড্যাশবোর্ডর নিচে গ্রেডেশন তথ্য ক্লিক করুন।
  • নিচে নতুন শিক্ষক সংযোজন এ ক্লিক করুন।

শিক্ষক গ্রেডেশন আপডেট

ক্লিক করার পর আপনার সামনে যে পেজটি ওপেন হবে সেখানে প্রতিটি ঘরে যে তথ্য চাওয়া হয়েছে সে তথ্যগুলো সতর্কতার সহিত যথাসম্ভব দেয়ার চেষ্টা করুন। তথ্যগুলো দেয়ার পর নিচের বাম পাশে সংরক্ষণ করুন অপশনটি দেখতে পাবেন। এবার সংরক্ষণ অপশনটি ক্লিক করুন। পরপর দুটি পপ অফ মেসেজ আসবে  সেটি ওকে করুন।

হ্যাঁ হয়ে গেল আপনার একজন শিক্ষকের সমন্বিত গ্রেডেশন ব্যবস্থাপনায় তথ্য এন্ট্রির কাজ এভাবে আপনি  পর্যায়ক্রমে সকল শিক্ষকের তথ্য এন্ট্রি করতে পারবেন।

শিক্ষকদের সমন্বিত গ্রেডেশন ব্যবস্থাপনায় আপডেট করার নিয়ম

আমাদের মধ্যে অনেকেই আছেন শিক্ষকদের তথ্য সার্ভারে সাবমিট করার পর পরবর্তীতে ভুল ত্রুটি হলে সেটা আপডেট করতে হয় কিভাবে জানেন না। তাদের জন্য আজকের আমার এই লেখা। মনোযোগ সহকারে পোস্টটি পড়ুন। আশা করি গ্রেডেশন আপডেটের সকল নিয়ম আপনি জেনে যাবেন। তো চলুন শুরু করি।

সমন্বিত গ্রেডেশন ব্যবস্থাপনায় আপডেট করার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। শর্তগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। যেমন, আপনি যে শিক্ষকের তথ্য আপডেট করতে চান তার শিক্ষক পিন ব্যবহার করে নিচের নিয়ম  অনুসরন করে তথ্য পুনঃপরিমার্জনের জন্য আবেদন করতে হবে।

আপনার আবেদন করার পর এক অথবা দুইদিন পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে উক্ত শিক্ষকের তথ্য পরিমার্জন করার জন্য অনুমতি প্রদান করবেন। এরপর আপনি উক্ত শিক্ষকের তথ্য আপডেট করতে পারবেন। বিস্তারিত জানতে নিচের পোস্টটুকু পড়ুন।

সমন্বিত গ্রেডেশন ব্যবস্থাপনায় তথ্য পুনঃপরিমার্জনের আবেদন করার নিয়ম

  • পূর্বের নিয়মে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে লগইন করুন।
  • ড্যাশবোর্ডের নিচে গ্রেডেশানে ক্লিক করুন।
  • এরপর তথ্য পুনঃপরিমার্জনের আবেদনে ক্লিক করুন।
  • নিজের পেজটির মতো একটি পেজ দেখতে পাবেন।

শিক্ষক গ্রেডেশন আপডেট

  • এবার ডান পাশে থাকা সার্চ ঘরে শিক্ষকের পিন নাম্বার লিখুন।
  • শিক্ষকের পিন নাম্বার সঠিক থাকলে উক্ত শিক্ষকের নাম স্ক্রিনে প্রদর্শিত হবে।
  • এবার শিক্ষকের সোজা বাম পাশে সিলেক্ট করুন ঘরে টিক চিহ্ন দিয়ে দিন ।
  • প্রেরণ করুন অপশনে ক্লিক করুন।

এই নিয়মে আপনি যে সমস্ত শিক্ষকের সমন্বিত গ্রেডেশন ব্যবস্থাপনায় তথ্য পুনঃপরিমার্জন করতে চান, সে সকল শিক্ষকের তথ্য সিলেক্ট করে প্রেরণ করুন অপশনে ক্লিক করুন। যথাসম্ভব তাড়াতাড়ি আপনি উক্ত শিক্ষকের তথ্য পুনঃপরিমার্জনের অনুমতি পাবেন।

শিক্ষকের তথ্য পরিমার্জন করার নিয়ম

শিক্ষকের সমন্বিত গ্রেডেশন ব্যবস্থাপনায় তথ্য পুনঃ পরিমার্জনের আবেদন করার পর অধিদপ্তর কর্তৃক অনুমতি প্রদান করলে আপনি নিচের নিয়মে তা তথ্য পরিবর্তন করতে পারবেন।

  • প্রথমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  • ড্যাশ বোর্ডের নিচে থাকা গ্রেডেশন তথ্য এ ক্লিক করুন।
  • এবার পরিমার্জনে ক্লিক করুন।
  • নিচের পেজটি দেখতে পাবেন।

শিক্ষক গ্রেডেশন আপডেট

  • শিক্ষকের পিন নাম্বার সার্চ বক্সে লিখুন।
  • পিন নম্বর লেখার সাথে সাথে শিক্ষকের তথ্য চলে আসবে।
  • এবার ডান পাশে তথ্য সংযোজন এ ক্লিক করুন।
  • উক্ত শিক্ষকের সকল তথ্য আপনার সামনে অর্থাৎ স্কিনে দেখতে পাবেন।
  • যে তথ্য আপনি পরিবর্তন করতে চান সেটি পরিবর্তন করে সংরক্ষণ বাটনে ক্লিক করুন।

শিক্ষকের তথ্য অনুমোদন করার নিয়ম

শিক্ষকের সকল তথ্য সংশোধন করার পর পুনরায় সেটি আবার অনুমোদনের জন্য আপনাকে ড্যাশবোর্ডের নিচে থাকা অনুমোদন এ ক্লিক করুন।

সার্চ বারে যে শিক্ষকের তথ্য অনুমোদন করতে চান তার পিন নাম্বার লিখুন।

শিক্ষকের তথ্য আপনার ল্যাপটপ স্ক্রীন এর সামনে চলে আসার পর ডান পাশে তথ্য অনুমোদনের ক্লিক করুন।

আবারো ল্যাপটপ স্ক্রীন এ শিক্ষকের সকল তথ্য দেখা যাবে। সবকিছু তথ্য ঠিকঠাক থাকলে নিজে তথ্য অনুমোদনে ক্লিক করুন।

এভাবে একজন শিক্ষকের তথ্য আপনি খুব সহজে অনুমোদন করতে পারবেন।

শেষ কথাঃ

এই পোস্টে আমি প্রাথমিক শিক্ষকদের সমন্বিত গ্রেডেশন ব্যবস্থাপনার এন্ট্রি থেকে শুরু কর অনুমোদন করা পর্যন্ত সকল নিয়মকানুন তুলে ধরেছি। আমি মনে করি পোস্টটি আপনারদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ।

আরো জানুনঃ

উপবৃত্তি পোর্টালে মোবাইল নং পরিবর্তন করার নিয়ম।

অনলাইনে প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শন রিপোর্ট দেখার নিয়ম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *