Unwanted Emails আসা বন্ধ করুন খুব সহজে।
Unwanted Emails আসা বন্ধ করা এখন খুব সহজ। Emails কথাটির সাথে আমরা সকলে পরিচিত। আমাদের প্রতেকের মোবাইলে ডিফল্ট ভাবে এই অ্যাপটি থাকে। আমরা সকলেই কমবেশি Emails এর কার্যকারীতা সম্পর্কে অবগত। Emails ছাড়া বর্তমানে চলাটাই কষ্টসাধ্য। ইউটিউব, ফেসবুক, ফোন কল, গুগল ড্রাইভ, নেট ব্রাউজিং, একাউন্ট রেজিস্টেশন, লগিং, ভেরিফিকেশন প্রায় সব ক্ষেত্রেয় ইমেলের কার্যকারিতা পরিলক্ষিত হয়।
ইমেইল একটা মোবাইল বা কম্পিউটারের জন্য যতটা জরুরি ঠিক ততটা রিক্সিও। বিবিসি নিউজের এর এক প্রতিবেদনে জানা যায় একদল অসাধু ব্যাক্তি সুধু মাত্র একটি ইমেইল দিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রায় ৬০ হাজার কোটি টাকা আত্মসাৎ করে নেয়। সুধু তাই নয় বর্তমানে খারাপ মানুষের সবচেয়ে বড় হাতিয়ার হলো Emails.
Unwanted Emails যেভাবে আমাদের ক্ষতি করে
আপনার ফোনে যদি Emails আসে এবং আপরি যদি সেটিকে সাধারণ Mail ভেবে ভুল করে ওপেন করেন। অথবা সেই মেইল এ গিয়ে কোন একটা লিংক বা এড্রেসে ক্লিক করেন। তাহলে মূহুত্বের আপনার ডিভাইসটির তথ্য অন্যের কাছে যেতে পারে। আপনার ফোনের সকল গুরুত্বপূর্ণ তথ্য ও ডকুমেন্ট যেমন: ব্যাংক একাউন্ট, ফেসবুক আইডি, গুরুত্বপূর্ণ একাউন্ট ইনফরমেশন প্রায় সব কিছুই মুহূর্তে পৌঁছে যাবে অন্যের হাতে। যেটা ধ্বংস করে দিবে আপনার পুরো ক্যারিয়ার।
তাই এই মেইল গুলোকে সাধারণ না ভেবে গুরুত্ব সহকারে দেখা উচিত। অন্যথায় আপনিও পড়তে পারেন ভয়ংকর বিপদে। তাই আজকের পোস্টে আমরা আলোচণা করব কিভাবে এই ধরনের মেইল অর্থাৎ Unwanted Emails গুলো আসা বন্ধ করতে পারবেন।
Unwanted Emails আসা বন্ধ করা কেন জরুরি?
এই ধরনের মেইল একদিকে যেমনি করে আপনার ফোনের নিরাপত্তা দিবে। ঠিক অন্যদিকে শত শত Unwanted Emails থেকে আপনার গুরুত্বপূর্ণ মেইল গুলোকে খুঁজে পেতে সাহায্য করবে। আপনি হয়ত কোন একটা প্রয়োজনে বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করেছেন বা রেজিস্টেশন করেছেন। কিন্তু প্রায় কয়েক বছর পরেও এখন পর্যন্ত ঐসব কোম্পানি থেকে নিয়িমিত বিভিন্ন আপডেট বা অপ্রয়োজনীয়/ Unwanted Emails পাচ্ছেন। যেটি সত্যিই বিরক্তকর। তাই এমন সমস্যা থেকে মুক্তি পেতে Unwanted Emails আসা বন্ধ করা খুবই জরুরি।
Unwanted Emails আসা বন্ধ করার উপায়ঃ
Unwanted Emails আসা বন্ধ করতে আপনার ডিভাইস থেকে ইমেইল বক্সে চলে আসুন। তারপর যেই মেইলটির নটিফিকেশন বা Unwanted মেইল বন্ধ করতে চান সেটি ওপেন করুন। তারপর Mail এড্রেসের উপরে অথবা একদম নিচে তাকলেই Unsubscribe অপশনটি দেখতে পাবেন।
এখন মেইলটি Unsubscribe করে নিন। তাহলে আপনি উক্ত কম্পানি থেকে আর কোন মেইল পাবেন না। এভাবে আপনি ইনবক্সের সকল মেইল গুলোকে Unsubscribe করে নিন।
কিন্তু যদি আপনার মেইল লিস্ট অনেক বড় হয়ে থাকে এবং একটি একটি করে Unsubscribe করতে আপনার ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেতে পারে তাহলে আপনি Unroll.me থেকে এই কাজ এক ক্লিকে করে নিতে পারবেন।
Unwanted Emails বন্ধ করুন Unroll.me সাহায্যে:
আপনি যদি Unroll.me ব্যবহার করে নিজের নিরাপত্তা ও সময় সময় অপচয় বন্ধ করতে চান তাহলে আপনাকে প্রথমে Unroll.me তে একাউন্ট করতে হবে। যেভাবে একাউন্ট করবেন…
প্রথমে যেকোন ব্রাউজারে গিয়ে Unroll.me লিখে সার্চ করুন। তাহলে আপনি Unroll.me ওয়েবসাইটে পৌঁছে যাবেন। সেখান থেকে Sign up for free অপশনে ক্লিক করুন।
তাহলে আপনার সামনে Sign up এর অনেক গুলো অপশন শো করবে। সেখান থেকে যেকোন একটি ব্যবহার করে Sign up করে নিন। আপনি চাইলে গুগল দিয়েও সাইন আপ করতে পারেন।
Sign up করার সময় তাদের টার্মস এন্ড কন্ডিশন আসলে Accept করে নিন।
Terms and condition accept করার পর আপনার সামনে এরকম একটা পেইজ শো করবে।
এখানে আপনার যেই মেইলের Unwanted Emails আসা বন্ধ করতে চান সেটি দিন। তারপর Continue বাটনে ক্লিক করুন। তাহলে আপনার মেইলটি Unroll.me সাইটের সাথে সরাসরি কানেক্ট হয়ে যাবে। এখন আপনার ইমেইল ইনবক্স কে Unroll.me সাইটের সাথে কানেক্ট করতে হবে।
Unroll. me তে Gmail ইনবক্স কানেক্ট করুন:
আপনি যদি ইন্ডিয়া থেকে Unroll এ একাউন্ট কানেক্ট করতে চান তাহলে এটি অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। কিন্তু অন্যান্য দেশ থেকে মেনুয়ালি কানেক্ট করতে হবে। মেনুয়ালি কানেক্ট করতে এখানে ক্লিক করুন।
এখন প্রথমে আপনার Application পাসওয়ার্ড সেটাপ করতে হবে। Application পাসওয়ার্ড সেটাপ করতে, প্রথম অপশনে ক্লিক করে 2-Step ভেরিফিকেশন অন করে নিন। Enable 2-step এ ক্লিক করলে আপনার জিমেইল পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ড দিয়ে কনফর্ম করুন। তারপর Turn on এ ক্লিক করে ভেরিফিকেশন অন করে দিন এবং ব্যাকে চলে আসুন।
২য় ধাপঃ Create app password এ ক্লিক করে আপনার জিমেইল পাসওয়ার্ড দিয়ে ভিতরে চলে আসুন। ভিতরে দুটি অপশন দেখতে পাবেন। প্রথমটায় ক্লিক করে Other সিলেক্ট করুন এবং তারপর যেকোন একটা নাম বসিয়ে Generate অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি Auto password শো করবে। এখন পাসওয়ার্ডটি কপি করে নিন এবং Done এ ক্লিক করে ব্যাক চলে আসুন। তারপর Continue বাটনে ক্লিক করুন।
এখন আপনাকে ১৬ ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে বলবে। যেটি আপনি এই মাত্র তৈরি করলেন সেই পাসওয়ার্ডটি পেস্ট করে দিন এবং Continue তে ক্লিক করুন। তাহলে আপনার মেইলটি Unroll.me সাথে সফলভাবে কানেক্ট হয়ে যাবে।
যেভাবে Unwanted Emails গুলো স্টপ করবেন:
Unroll এর সাথে মেইলটি কানেক্ট হওয়ার পর এখন সেটি ব্যবহার করে যেভাবে Unwanted Emails গুলো বন্ধ করবেন সেটি জেনে নিন। Unwanted Emails আসা বন্ধ করতে Okay, Let’s go! তে ক্লিক করুন। এখন আপনার সামনে দিক নির্দেশণা আসবে সেগুলোর Ok, Ok ক্লিক করে দিন। তাহলে আপনার ইনবক্সে কতটি Subscription মেইল আছে সেটি দেখতে পাবেন।
এখন Start editing অপশনে ক্লিক করুন। তহলে আপনার সামনে সকল মেইল লিস্ট শো করবে এবং সেগুলোর সাথে ৩টি অপশন দেখতে পাবেন।
এখন Unsubscribe অপশনে ক্লিক করে Unsubscribe করে নিন। এভাবে করে সকল ইমেল গুলো Unsubscribe করে নিন। সবগুলো Unsubscribe করার পর আপনার সামনে Finish editing অপশন আসবে। সেটাতে ক্লিক করে Continue করুন।
এভাবে করে আপনি কিছুদিন পর পর আপনার ফোনের অন্যকোন Subscribe মেইল আসলে Unroll এ ঢুকে Editing mail অপশনে ক্লিক করে সব গুলে মেইল Unsubscribe করে নিতে পারবে। যার ফলে আপনি Unwanted Emails বা অপ্রয়োজনীয় মেইল আসা বন্ধ রাখতে পারবেন।