DPDC বিদ্যুৎ বিল চেক অনলাইনে। DPDC Bill Check Online
অনলাইনে DPDC বিদ্যুৎ বিল চেক করা এখন খুবই সহজ। আমরা যারা ঢাকাতে বসবাস করি `বিভিন্ন ব্যস্ততার কারণে সঠিক সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করা অনেক সময় সম্ভব হয়ে ওঠেনা। তাছাড়া অনেক সময় বিদ্যুৎ বিলের কাগজ কোথায় রেখেছেন সেটাও মনে থাকে না। এমত অবস্থায় ছুটতে হয় DPDC (Dhaka Power Distribution Company Ltd) অফিসে।
আজ আমি এই পোস্টে দেখাবো কিভাবে আপনি অল্প সময়ে DPDC বিদ্যুৎ বিল চেক করবেন। বিদ্যুৎ বিলের কাগজ হারিয়ে গেলে কিভাবে সেটা এক মিনিটে পেয়ে যাবেন। কোন মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। কোন তারিখে বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন। গত পাঁচ বছরের বিদ্যুৎ বিলের বিস্তারিত বিবরণ এবং কত টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন ইত্যাদি। তো চলুন জেনে নেই।
আরো পড়ুনঃ DESCO বিদ্যুৎ বিল চেক ও পরিশোধের নিয়ম।
DPDC বিদ্যুৎ বিল চেক করার নিয়মঃ
প্রথমে DPDC বিদ্যুৎ বিল চেক করতে আপনাকে DPDC এর dpdc.gov.bd এই ঠিকানায় ঢুকতে হবে। ওয়েব সাইটটিতে ঢোকার পর আপনি নিচের পেজটি দেখতে পাবেন।
এখন গ্রাহক সেবা বাটনে ক্লিক করে ড্রপ ডাউন অপশন থেকে পোস্ট পেইড বিল ও লেজার অপশনটি ক্লিক করুন। ক্লিক করার পর আপনি নিচের পেজটি দেখতে পাবেন। আপনি সরাসরি ঢুকতে চাইলে এখানে ক্লিক করুন। এই পেজে আপনাকে কিছু তথ্য দিয়ে সার্চ অপশনে ক্লিক করতে হবে। যে তথ্যগুলো দিতে হবে সেগুলো হলোঃ
সালঃ এ অপশনে আপনাকে যে সালের বিদ্যুৎ বিল দেখতে চান সেই সাল টি ড্রপডাউন থেকে সিলেক্ট করতে হবে।
মাসঃ এই অপশনে আপনাকে যে মাসের বিদ্যুৎ বিল দেখতে চান সে মাসের নামটি সিলেক্ট করতে হবে।
কাস্টমার নাম্বারঃ DPDC বিদ্যুৎ বিল চেক করার এ পর্যায়ে এখানে আপনার কাস্টমার নাম্বার অর্থাৎ আপনার মিটার একাউন্ট নাম্বার লিখতে হবে। তবে পাশে থাকা ইমেইল এড্রেস এর ঘরে কোন কিছু না লিখলেও চলবে।
এবার নিচে থাকা ক্যাপচা পূরণ করতে হবে।
বিভিন্ন তথ্য পেতে পেজটির ডান পাশের উপরের দিকে তিনটি অপশন দেখতে পাবেন।
সবকিছু তথ্য দেওয়ার পর লেজার অপশনে টিক দিয়ে সার্চ বাটনে ক্লিক করলে আপনি আপনার মিটারের পরিশোধিত পাঁচ বছরের Payment History দেখতে পাবেন।
আবার ই-বিল অপশনটিতে সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করলে আপনি যে মাসের বিদ্যুৎ বিল দেখতে চেয়েছেন সে মাসের বিল দেখতে পাবেন। আপনি চাইলে এই বিদ্যুৎ বিলটি প্রিন্ট করে নিতে পারেন। এছাড়াও মিস-বিল অপশনটি সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করলে আপনার কোনো মাসের বিল মিসিং থাকলে সেটি দেখতে পাবেন।
শেষ কথাঃ
DPDC বিদ্যুৎ বিল চেক করা খুবই সোজা। আপনি আপনার হারানো বিদ্যুৎ বিল এখান থেকে সহজে পেতে পারেন। এছাড়া বিদ্যুৎ বিল সংক্রান্ত সকল তথ্য এই ওয়েবসাইট থেকে জানতে পারবেন। ডিপিডিসি এর কল সেন্টারের নাম্বার ১৬১১৬। লেখাটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।
আরো জানুনঃ
পল্লী বিদ্যুৎ বিল চেক অনলাইনে খুব সহজে।
আকাশ টিভি রিচার্জ করুন বিকাশ ও নগদ একাউন্ট থেকে ।