অলাইনে খাবার অর্ডার। ফুডপান্ডা খাবার
অলাইনে খাবার অর্ডার এখন একদম সহজ। ফুডপান্ডা বাংলাদেশের সর্ববৃহৎ ফুড ডেলিভারি কম্পানি। ঘরে বসে পছন্দের সব খাবার অর্ডার করতে ফুডপান্ডা জনপ্রিয়। ঢাকাসহ বাংলাদেশের অসংখ্য জেলায় গড়ে উঠেছে ফুডপান্ডা অফিস ও কার্যক্রম।
মোবাইল দিয়ে মাত্র কয়েকটি স্টেপে অর্ডার করা যাবে পছন্দের খাবার। মুহূর্তেই তা পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়। আজকের পোস্টে আমরা আলোচনা করব কিভাবে হাতে থাকা এন্ড্রয়েড মোবাইল দিয় খুব সহজে অলাইনে খাবার অর্ডার করতে পারবেন।
অলাইনে খাবার অর্ডার
অনলাইন বা অ্যাপের মাধ্যমে ফুডপান্ডা থেকে খাবার অর্ডার করতে, প্রথমে ফোনে থাকা গুগল প্লেস্টোর অ্যাপটি Open করুন। তারপর সার্চবারে Foodpanda লিখে সার্চ করুন। আপনার সামনে Foodpanda অ্যাপটি চলে আসবে। এখন অ্যাপে ক্লিক করে ইন্সটল করে নিন। সম্পূর্ণ ইন্সটল শেষে অ্যাপটি Open করুন। Foodpanda app এ প্রবেশের পর আপনার ফোন নম্বর অথবা জিমেইল দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
রেজিষ্ট্রেশনের পর আপনাকে হোম পেইজে রিডাইরেক্ট করবে। এখন আপনি চাইলে সার্চ অপশন থেকে আপনার পছন্দের খাবারটির নাম লিখে সার্চ করতে পারেন। তাহলে আপনার সামনে নিকটস্থ রেস্টুরেন্টের খাবার গুলো শো করবে। এখন আপনি খাবার ডিসক্রিপশন ও প্রাইচ দেখে প্লাস(+) আইকনে ক্লিক করে খাবারটি add to card করে অলাইনে খাবার অর্ডার করতে পারেন।
আপনি চাইলে অনেক গুলো খাবার একসাথে Ad to card করে এক সাথে অর্ডার করতে পারেন। কার্ডে এড করার পর নিচে থেকে View card অপশনে ক্লিক করুন। তাহলে আপনি খাবার ডেলিভারি টাইম, ডেলিভারি চার্জ, ফি সহ ইত্যাদি তথ্য বিস্তারিত দেখতে পাবেন। সবকিছু দেখে ঠিকঠাক মনে হলে নিচে থেকে Review payment and address অপশনে ক্লিক করুন।
এখন আপনার অটো লোকেশন দেখাবে। যদি আপনার লোকেশন ভুল দেখায় বা কোন সমস্যা মনে হয়ে তাহলে আপনি মেনুয়ালি সেটা এড করতে পারবেন। লোকেশন সিলেকশনের পর add a payment method এ ক্লিক করে ক্যাশ, কার্ড বা বিকাশ যেকোন একটি সিলেক্ট করুন। আপনি যদি খাবার হাতে পেয়ে বিল পরিশোধ করতে চান তাহলে Cash অপশন সিলেক্ট করুন।
আর আপনি যদি বিকাশে বা কার্ডে পেমেন্ট পরিশোধ করতে চান তাহলে কার্ড বা বিকাশ থেকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট সম্পন্ন করার পর নিচে থেকে Place order অপশনে ক্লিক করে অলাইনে খাবার অর্ডার সম্পন্ন করুন। নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি খাবার ডেলিভারি পেয়ে যাবেন। এভাবে আপনি খুব সহজে যেকোন সময় ফুডপান্ডা থেকে পছন্দের খাবার অর্ডার করতে পারবেন।
কিভাবে ফুডপান্ডা অর্ডার করতে হয় অনলাইনে?
ফুডপান্ডা অ্যাপ ছাড়াও আপনি চাইলে তাদের ওয়েবসাইট থেকেও অলাইনে খাবার অর্ডার করতে পারবেন। ওয়েবসাইট থেকে খাবার অর্ডার করতে যেকোন ব্রাউজারের এড্রেসবারে Food panda লিখে সার্চ করুন। তারপর ওয়েবসাইটে প্রবেশ করে 3 ডট থেকে আপনার একাউন্ট রেজিষ্ট্রেশন বা লগইন করুন। তারপর আপনার জেলা বা এরিয়া সিলেক্ট করে পছন্দের খাবারটি অর্ডার করুন।
অলাইনে খাবার অর্ডার করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার হাতে পৌঁছে যাবে আপনার পছন্দের খাবারটি। এভাবে খুব সহজে অ্যাপ ইন্সটল করা ছাড়াও ফুডপান্ডা থেকে খাবার অর্ডার করা যাবে।
ফুডপান্ডা মোবাইল নম্বর/ ইমেইল এড্রেস
ফুডপান্ডা মোবাইলের মাধ্যমে খাবার অর্ডার গ্রহন করে না। আপনি চাইলে তাদের ইমেইল এড্রেসে মেইল পাঠিয়ে যোগাযোগ করতে পারেন। ফুডপান্ডার ইমেইল এড্রেস হল suport@foodpanda.com.bd
আজকের পোস্টে অনলাইনে খাবার অর্ডার নিয়ম দেখানো হলো। আশা করি পোস্টটি ভালো লেগেছে। এরকম আরোও গুরুত্বপূর্ণ পোস্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
আরো জানুনঃ
গ্রামীন এমবি (MB) অফার কম দামে।
অনলাইন বাসের টিকিট বুকিং করার নিয়ম