লন্ডন থেকে ফ্রান্স যাওয়ার উপায় ২০২৫ (আপডেট জানুন)
লন্ডন থেকে ফ্রান্স যাওয়ার উপায় যারা খুঁজছেন তাদের জন্য আজকে লেখা। আশাকরি এই লেখাটি পড়ে, লন্ডন থেকে ফ্রান্স যাওয়ার উপায় সম্পর্কে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। বর্তমানে যুক্তরাজ্যের রাজধানীর লন্ডন এবং ফ্রান্সের রাজধানী প্যারিস সারা বিশ্বের পর্যটকদের কাছে স্বপ্নের গন্তব্যস্থান।
লন্ডনের চমৎকার সংস্কৃতি আধুনিক জীবনযাত্রা ফ্রান্সের ক্লাসিক সৌন্দর্য রোমান্টিক শহর ইত্যাদির সাথে পর্যটকদের অসাধারণ অভিজ্ঞতা তৈরি করে থাকে। তাই আপনারা যারা লন্ডন থেকে ফ্রান্স যাবার উপায় খুঁজছেন, তাদের ভ্রমণের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। এই পোস্টে লন্ডন থেকে ফ্রান্স যাওয়ার উপায় এ যাত্রার মাধ্যম নির্বাচন,যাত্রার সময়,খরচ,দর্শনীয় স্থান এবং ভিসা এবং পাসপোর্ট প্রস্তুতি সংক্রান্ত সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব।
লন্ডন থেকে ফ্রান্স যাওয়ার উপায়
লন্ডন থেকে ফ্রান্স যাওয়ার উপায় জানতে প্রথমে আপনাকে একটি পরিকল্পনা করতে হবে। যেমন, যাত্রার মাধ্যম হিসেবে আপনি ট্রেন, বিমান, বাস বা স্পেশাল কার কোনটিতে যেতে চান? কখন যাত্রা করবেন? কত টাকা খরচ হবে? সেখানে যাওয়ার পর আপনি কোথায় কিভাবে কাটাবেন ইত্যাদি। নীচে লন্ডন থেকে ফ্রান্স যাওয়ার উপায় বিভিন্ন মাধ্যম আলোচনা করা হলো।
১। ট্রেনের মাধ্যমে লন্ডন থেকে ফ্রান্স যাবার উপায়
আপনি যদি ট্রেনের মাধ্যমে লন্ডন থেকে ফ্রান্স যাওয়ার উপায় জানত চান, সেক্ষেত্রে ট্রেন ভালো,আরামদায়ক এবং জনপ্রিয় একটি যাওয়ার মাধ্যম। আপনি ইউরোস্টার এক্সপ্রেস (Eurostar Express) ট্রেনটিতে উঠে সেন্ট প্যানক্রাস স্টেশনের থেকে সোজা প্যারিস Gare-du-Nord পর্যন্ত যেতে পারবেন। মোট সময় লাগবে ২ ঘন্টা ২০ মিনিট।
সুবিধাঃ
এ ট্রেনের সুবিধা হল, আপনি দ্রুত এবং নির্ভরযোগ্য যাত্রায় ফ্রান্সে পৌঁছাতে পারবেন। এছাড়া আরামদায়ক আসন, পর্যটকের ট্রেন ভিউ উপভোগ করা এবং বিমানবন্দরের মত দীর্ঘ নিরাপত্তার চেকের কোন ঝামেলা নেই, ইত্যাদি।
টিকিট কেনাঃ
লন্ডন থেকে ফ্রান্স যাওয়ার উপায় এ ট্রেনের টিকিট বুকিং এর ক্ষেত্রে আপনি Eurostar এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অথবা ট্রাভেল এজেন্সি থেকে সহজে টিকিট কিনতে পারবেন। অগ্রিম বুকিং করলে অনেক সময় আর্থিক সাশ্রয় পাওয়া যায়। আপনি চাইলে সাপ্তাহিক বা মাসিক অফার খুঁজে দেখতে পারেন।
ইউরোস্টার এক্সপ্রেস প্রতি সীটের ভাড়া ৫০ ইউরো থেকে ১৫০ ইউরো। প্রিমিয়াম বা বিজনেস ক্লাসের জন্য ২০০ ইউরো থেকে ৩০০ ইউরো খরচ হবে।
কিছু টিপসঃ
জেনে রাখা ভালো যে, পিক সিজনে ট্রেনের আসন অগ্রিম বুকিং করলে আর্থিক সাশ্রয় হবে। আরামদায়ক জার্নির জন্য প্রিমিয়াম বা বিজনেস ক্লাসের টিকিট বুকিং করতে পারেন।
২। বিমানে লন্ডন থেকে ফ্রান্স
যদি আপনি দ্রুত লন্ডন থেকে ফ্রান্স যাওয়ার উপায় জানতে চান, সেক্ষেত্রে বিমান যাত্রাকে বেছে নিতে পারেন। এতে করে আপনি খুব অল্প সময়ে সেখানে পৌঁছাতে পারবেন। লন্ডনের প্রধান বিমানবন্দরগুলো হলো-
- Heathrow Airport
- Gatwick Airport
- London City Airport
আপনি লন্ডন থেকে ফ্রান্স যাওয়ার উপায়তে এই সকল বিমানবন্দর থেকে নির্ধারিত বিমানের টিকিট ক্রয় করে ফ্রান্সে যেতে পারবেন। লন্ডন থেকে সরাসরি ফ্রান্সে যে বিমানগুলো চলাচল করে সেগুলো হল-
Air France:
এ বিমানটি লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে প্যারিস চার্লস দ্যা গল চলাচল করে। সময় লাগে প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট। যাতায়াত ভাড়া প্রায় ১০৯ ইউরো।
British Airways:
এটি লন্ডনের হিথ্রো ও গ্যাট উইক থেকে প্যারিস যাতায়াত করে। এটিতেও সময় লাগে প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট। ভাড়া প্রায় ১৪৪ ইউরো।
Easy jet:
লন্ডন সাউথএন্ড থেকে প্যারিস চার্লস দ্যা গল এই বিমানটি চলাচল করে।এতে সময় লাগে প্রায় ১ ঘন্টা ২০ মিনিট। প্রারাম্ভিক ভাড়া ২১.৯৯ ইউরো থেকে শুরু।
Vueling:
এই বিমানটি লন্ডন গ্যাট উইক থেকে প্যারিস অরলি চলাচল করে। সময় সাধারণত ১ ঘন্টা ২৫ মিনিট সময় লাগে সেখানে পৌঁছাতে। প্রারম্ভিক ভাড়া ৬৫ ইউরো থেকে শুরু।
Wizz Air:
আপনি চাইলে লন্ডন থেকে ফ্রান্স যাওয়ার উপায় এ এই বিমানটিও যাওয়ার জন্য বেছে নিতে পারেন।এটি লন্ডন গ্যাট উইক থেকে বেভারিয়ায় চলাচল করে। এ বিমানটির ভাড়া ৩৬ ইউরো থেকে শুরু এবং সময় লাগে ১ ঘন্টা ২০ মিনিট।
এছাড়াও আপনি Ryanair এবং Volotea বিমান দিয়ে ফ্রান্সে যেতে পারবেন। আগাম বুকিং করলে কিছুটা সাশ্রয়ে টিকিট পাবেন। সাধারণত মঙ্গলবার ও বুধবারে ফ্লাইটের টিকিটের দাম কম থাকে।
৩। বাস ও কোচে করে লন্ডন থেকে ফ্রান্স
আপনি যদি কম খরচে লন্ডন থেকে ফ্রান্স যাওয়ার উপায় জানত চান, তাহলে আপনার জন্য বাস ও কোচ একটি সুবিধাজনক মাধ্যম। লন্ডন থেকে প্যারিসে এর মাধ্যমে যেতে সাধারণত ৭ থেকে ৯ ঘন্টা সময় লাগে।এই ভ্রমণে খরচ অনেক কম। অনেক কোর্স কোম্পানি রয়েছে যারা সরাসরি আপনাকে প্যারিসে পৌঁছে দেবে। যাওয়ার পথে আপনি বিভিন্ন শহরের মনোরম দৃশ্য দেখতে পাবেন।
টিকিট বুকিং
লন্ডন থেকে ফ্রান্স যাওয়ার উপায় এ আপনি চাইলে অনলাইন এর মাধ্যমে টিকিট বুকিং করতে পারবেন। সেক্ষেত্রে National Express / Eurolines এই সাইট থেকে খুব সহজেই টিকিট বুকিং করতে পারবেন। প্রিমিয়াম সার্ভিস এ আপনি ফ্রি ওয়াইফাই এবং সিট রিজার্বেশন সুবিধা পাবেন। আপনার সুবিধার্থে কিছু রুট এবং টিকিট প্রাইজ দেয়া হলো –
- Bristol to/ from London- 4.90 ইউরো।
- London to Luton Airport- 7.00 ইউরো।
- Birmingham to /from London– 6.00 ইউরো।
- Nottingham to /from London- 6.90 ইউরো।
- Bournemouth to /from London- 7.50 ইউরো।
- Cardiff to/from London- 8.90 ইউরো।
- Cheltenham to /London- 5.00 ইউরো।
- Manchester to /from London- 7.80 ইউরো।
- London to Stansted Airport- 11.00 ইউরো।
- Bristol to from Heathrow Airport- 16.10 ইউরো।
৪। গাড়ি বা রেন্টাল কার
লন্ডন থেকে ফ্রান্স যাওয়ার উপায় জানতে এবার জেনে নেব গাড়িতে কিভাবে যাওয়া যায়। অনেকে স্বাধীনভাবে ভ্রমন করতে চান এবং রুট অনুযায়ী যাত্রা উপভোগ করতে চান। আপনি যদি এই সকল সুবিধা পেতে চান সেক্ষেত্রে গাড়ি ভাড়া করে যাত্রা করা উত্তম। এক্ষেত্রে আপনার সুবিধা বা অসুবিধা অনুযায়ী নিজস্ব গতিতে যাত্রা করা যায়। যাওয়ার পথে ছোট শহর বা গ্রাম অঞ্চল উপভোগ করা যায়।
পরিবার বা বন্ধুদের সঙ্গে যাত্রা করলে আপনি অনেকটা আনন্দ পাবেন।গাড়িতে ভ্রমণে সময় একটু বেশি লাগবে। লন্ডন থেকে ফ্রান্স যাওয়ার উপায় এ ফ্লাইং ব্রিজ ব্যবহার করে ইংল্যান্ড থেকে আপনি ফ্রান্সে যেতে পারবেন।এক্ষেত্রে ফরাসি সড়ক আইন এবং সীমা অনুযায়ী গাড়ি চালাতে হবে।গাড়ির রেন্টাল করার সময় আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স আছে কিনা সেটা দেখে নিবেন।
খরচ
- মাঝারি সাইজের একটি গাড়ি একদিনের খরচ ৪০ থেকে ৮০ ইউরো।
- Eurotunnel বা ferry চার্জ প্রায় ৩০ থেকে ৬০ ইউরো।
- গ্যাস ও পার্কিং খরচ আলাদা হিসেবে খরচের সঙ্গে যোগ করতে হবে।
থাকা ও খাওয়ার খরচ
- আপনি যদি হোটেলে থাকেন (২-৩ তারকা হোটেলে) প্রতি রাতে খরচ হবে 50 থেকে 100 ইউরো।
- আর হোস্টেলে থাকলে প্রতিরাতে খরচ হবে ২০ থেকে ৫০ ইউরো।
- অবশ্য আপনি Airbnb / Ferienwohnung ব্যবহার করে সাশ্রয় করতে পারবেন।
- রেস্টুরেন্টে খাবার ক্ষেত্রে প্রতি জনে ১০ থেকে ৩০ ইউরো খরচ হবে।
- কফি বা স্ন্যাকসের জন্য ৩ থেকে ৭ ইউরো খরচ হবে।
লন্ডন থেকে ফ্রান্স যাওয়ার প্রস্তুতি
লন্ডন থেকে ফ্রান্স যাওয়ার উপায় এ লন্ডন থেকে ফ্রান্স ভ্রমণ এর আগে আপনি যদি সঠিক প্রস্তুতি গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনার ভ্রমণ অনেক সহজ ও নিরাপদ হবে। নিচে গুরুত্বপূর্ণ কিছু প্রস্তুতি বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
ভিসা পাসপোর্ট ও প্রয়োজনীয় নথিপত্র
- বৈধ একটি পাসপোর্ট থাকতে হবে। যাতে ফ্রান্স ভ্রমণের জন্য অন্তত ছয় মাস মেয়াদ থাকে।
- সেনজেন ভিসা থাকতে হবে।
- আবেদন করার জন্য ফরাসি দূতাবাস কেন্দ্রে সময় মত আবেদন করতে হবে।ভিসা আবেদনের ক্ষেত্রে যেসব কাগজপত্র লাগবে সেগুলো হলো-
- আপনার পাসপোর্ট এর কপি।
- ফ্লাইট বা ট্রেনের টিকিট।
- হোটেল বা আপনি যেখানে থাকতে চান তার ঠিকানা।
- ব্যাংক স্টেটমেন্ট অথবা আর্থিক প্রমাণ পত্র।
পোশাক, যোগাযোগ ও নিরাপত্তা
- রুক্ষ আবহাওয়া জন্য হালকা জ্যাকেট ও স্বাচ্ছন্দ পোশাক কাছে রাখতে হবে।
- যোগাযোগের ক্ষেত্রে স্থানীয় সিম কার্ড ও গুগল ট্রান্সলেট অ্যাপ ব্যবহার করতে হবে।
- ফ্রান্সের প্রধান ভাষা ফরাসি হলেও পর্যটক এলাকায় আপনি ইংরেজি ব্যবহার করতে পারবেন।
- নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, মূল্যবান জিনিসপত্র, জরুরি নম্বর ও দূতাবাসের ঠিকানা সঙ্গে রাখুন।
- দর্শনীয় স্থান কম খরচে দেখতে সিটি পাস কার্ড ব্যবহার করুন।
শেষ কথা
লন্ডন থেকে ফ্রান্স যাওয়ার উপায় জানার পর ফ্রান্স ভ্রমণ একটি স্মরণীয় ও রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনার হবে। সঠিক প্রস্তুতি, বাজেট পরিকল্পনা এবং স্থানীয় তথ্য জানা থাকলে ভ্রমণ আরো আনন্দদায়ক হয়। ভ্রমণের পূর্বে পাসপোর্ট, ভিসা, ট্রাভেল ইন্সুরেন্স, আবহাওয়া অনুযায়ী আপনার প্যাকেজ নিশ্চিত করুন।
লন্ডন থেকে ফ্রান্স যাওয়ার উপায় এ কিছু FAQs
১। ইংল্যান্ড থেকে ফ্রান্সে মানুষ কিভাবে যায়?
উত্তর- মানুষ ইউরোস্টার ট্রেন, ফ্লাইট,বাস,গাড়ি ও ফেরির মাধ্যমে ফ্রান্সে যায়।
২। ইংল্যান্ড থেকে ফ্রান্সে যেতে কত সময় লাগে?
উত্তর- ট্রেনে প্রায় ২ঘন্টা ২০ মিনিট। বিমানে ১ ঘন্টা 15 মিনিট। ফেরি ৬ থেকে ৭ ঘন্টা ও গাড়ি ৩ থেকে ৪ ঘন্টা ( ইউরোটানেল দিয়ে) সময় লাগে।
৩। ইংল্যান্ড থেকে ফ্রান্স ট্রেনে যাওয়া যাবে?
উত্তর-হ্যাঁ যাবে। ইউরোস্টার ট্রেন এর মাধ্যমে লন্ডন থেকে প্যারিস ও অন্যান্য শহরে সহজে যাওয়া যায়।
৪। ইংল্যান্ড থেকে ফ্রান্স যাওয়ার চ্যানেল কোনটি?
উত্তর- ইংলিশ চ্যানেল বা La Manche চ্যানেল দিয়ে ইংল্যান্ড থেকে ফ্রান্সে যাওয়া যায় ।
৫। ইংল্যান্ড থেকে ফ্রান্স ফেরির দাম কত ?
উত্তর- ফেরি টিকিটের দাম সাধারণত ৩০ ইউরো থেকে ৮০ ইউরো।
৬। লন্ডন থেকে ফ্রান্স গাড়িতে যাওয়া যায়?
উত্তর- হ্যাঁ যায়। গাড়ি দিয়ে ইউরো টানেল বা ফেরি ব্যবহার করে যাওয়া যায়।
৭। সবচেয়ে কম খরচে প্যারিসে যাওয়ার মাস কোনটি?
উত্তর- সাধারণত জানুয়ারি,ফেব্রুয়ারি ও নভেম্বর মাসে টিকিটের মূল্য কম থাকে।
আরো জানুনঃ
কাতার থেকে ইউরোপ যাওয়ার উপায়





