পল্লী বিদ্যুৎ বিল চেক অনলাইনে। Polli Bidyut Bill Status

শেয়ার করুন

পল্লী বিদ্যুৎ বিল চেক করা এখন খুবই সহজ। আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল/বাটন মোবাইল দিয়ে যে কোন সময় যেকোন স্থান থেকে আপনি আপনার পল্লী বিদ্যুতের বিল চেক করতে পারবেন।পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিল চেক করার জন্য তাদের ওয়েব সাইটে কোন অপশন নেই। সাধারণত বিকাশ,নগদ একাউন্ট থেকে বিভিন্ন উপায়ে বিদ্যুৎ বিল চেক করতে হয়।

আপনি চাইলে পল্লী বিদ্যুতের অফিস থেকে অথবা তাদের অভিযোগ নাম্বারে কল দিয়ে বিদ্যুৎ বিল জানতে পারেন। কিন্তু সেটা সময় সাপেক্ষ।এ পোস্টে আমি দেখাবো কিভাবে খুবই অল্প সময়ে আপনি আপনার পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিল দেখতে পারবেন।

বিকাশ অ্যাপে পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়মঃ

প্রথমে আপনার হাতে থাকা স্মার্ট মোবাইলের ইন্টারনেট সংযোগ দিন।

বিকাশ অ্যাপটি ওপেন করুন।

ইউজার আইডি অর্থাৎ আপনার মোবাইল নং ও পাসওয়ার্ড বসিয়ে লগইন করুন।

বিকাশ-অ্যাপে-বিদ্যুৎ-বিল-দেখুন-সহজে।Onlinesheba24

পে বিল অপশনে ক্লিক করুন।

একটু নীচে Polli Bidyut (Postpaid) এ ক্লিক করুন।

বিল সময়সীম অর্থাৎ যে মাসের বিল দেখতে চান সেই মাস নির্বাচন করুন।

নীচে আপনার মিটারের এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন।

পে বিল করতে এগিয়ে যান অপশনে ক্লিক করুন।

হ্যাঁ আপনার কাজ শেষ। এই পেজে আপনি আপনার মিটারের বিলের পরিমাণ, পরিশোধের শেষ সময় সহ সকল তথ্য দেখতে পাবেন।

পল্লী বিদ্যুৎ বিল চেক করুন বাটন মোবাইলেঃ

আপনার বাটন ফোনে *২৪৭# লিখে ডায়াল করুন।

বিকাশ-অ্যাপে-বিদ্যুৎ-বিল-দেখার-নিয়ম-Onlinesheba24

৬নং এ Bill Pay আছে তাই ৬ বাটন চেপে OK বাটন চাপুন।

এবার ২ নং এ Electricity (Post paid) আছে সুতরাং ২নং বাটন চেপে OK করুন।

Polli Biddut ১ নং এ আছে বিধায় ১ লিখে OK বাটন চাপুন।

Check Bill ১নং এ আছে তাই আবারো ১ বাটন চেপে OK করুন।

এবার Imput SMS A/C number প্রথমে আছে তাই ১নং বাটন চেপে OK করুন।

হ্যাঁ এবার আপনি আপনার বিদ্যুৎ বিলে উল্লেখিত  SMS A/C number টি দিয়ে OK বাটন চাপুন।

বিকাশ-অ্যাপে-বিদ্যুৎ-বিল-Onlinesheba24

এবার আপনি যে মাসের বিল দেখতে চান সেই মাসের সংখ্যা ও বছর লিখুন। (যেমন- 082023)

Send বাটনে ক্লিক করুন।

আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে আবার Send বাটনে চাপ দিন।

কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনার মোবাইলে একটি মেসেজ পাবেন। এই মেসেজ এ আপনার পল্লী বিদ্যুৎ বিল চেক সহ অন্যান্য তথ্য দেখতে পাবেন।

শেষ কথাঃ

দেশে বেশিরভাগ মানুষ বিদ্যুৎ ব্যবহার করে থেকে। আমরা যারা পল্লী বিদ্যুৎ ব্যবহার করি প্রায় প্রতি মাসে পল্লী বিদ্যুৎ বিল চেক করতে হয়। অনেকেরই  হাতে মোবাইল থাকলেও কিভাবে বিদ্যুৎ বিল চেক করতে হয় তারা জানে না। আজ আমি স্মার্ট ও বাটন মোবাইল দিয়ে কিভাবে আপনার পল্লী বিদ্যুৎ বিল চেক করবেন তার নিয়ম দেখিয়েছি। আশাকরি আমার এই লেখা আপনার বিদ্যুৎ বিল দেখতে আনেক সাহায্য করবে। ধন্যবাদ।

বিস্তারিত আরো জানুনঃ

NESCO বিদ্যুৎ বিল চেক ও পরিশোধের সহজ নিয়ম।

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করুন সহজে।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *