কৃষক বন্ধু স্ট্যাটাস চেক মাত্র ২ মিনিটে।
কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার নিয়ম, কৃষক বন্ধু টাকা ঢুকছে কিনা কিভাবে চেক করবেন, ভোটার আইডি দিয়ে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক সহ কৃষক বন্ধু স্ট্যাটাস চেক সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে।
কৃষক বন্ধু প্রকল্প
আপনি যদি একজন ইন্ডিয়ান ওয়েস্ট বেঙ্গল নাগরিক হয়ে থাকেন এবং জানতে চান কিভাবে আপনার কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করবেন। অথবা কিভাবে বুঝবেন আপনার কৃষক বন্ধু একাউন্টে টাকা ঢুকছে কিনা। তাহলে সম্পূর্ণ পোস্টটি কন্টিনিউ করুন।
কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গের কৃষকদের কল্যাণে ২০১৯ সালের সর্বপ্রথম চালু করা হয়। কৃষি বিভাগ দ্বারা পরিচালিত এই প্রকল্পে বাৎসরিক দুইটি কিস্তিতে সর্বাধিক ১০ হাজার রুপি পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করে। যা কৃষকদের কৃষিকাজে আর্থিক সহায়তা প্রদান করে।
এছাড়াও এই প্রকল্পের আওতায় কৃষকের অকাল মৃত্যুর ক্ষেত্রে তার পরিবারকে এককালীন ২ লক্ষ রুপি পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়। যা একজন কৃষকের জন্য আশীর্বাদ স্বরূপ। বর্তমানে এই প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের প্রায় ৯০ লক্ষের বেশি কৃষক আর্থিকভাবে উপকৃত হচ্ছেন।
কৃষক বন্ধু স্ট্যাটাস চেক
অনলাইন থেকে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করা যাবে। অথবা, মোবাইলে 9830383383 whatsapp নম্বর থেকেও কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করা যাবে। অনলাইন থেকে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার জন্য এই লিংকে প্রবেশ করে “Select option” এ প্রয়োজনীয় তথ্য দিয়ে এবং “ID number” দিয়ে “Search” বাটনে ক্লিক করে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করা যাবে।
কিভাবে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করবেন বিস্তারিত
আপনি চাইলে বিভিন্ন উপায়ে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে পারবেন। যেমন:
- Voter ID card
- Aadhaar card
- Bank account number
- Krishak bondhu helpline
- Acknowledgement No
- অথবা, Krishak bandhu ID (KBID) ব্যবহার করে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে পারবেন।
অনলাইনে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার জন্য যেকোন ব্রাউজার থেকে চলে আসুন এই ঠিকানায়: https://krishakbandhu.net/farmer_search । তাহলে আপনার সামনে সরাসরি এরকম একটি ইন্টারফেস ওপেন হবে।
এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে। Select option ক্লিক করে আপনি যে অপশনটি ব্যবহার করে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। এখানে আপনি বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন যেমন: Voter ID card, AADHAAR Card, Bank A/c No, KBID, Mobile, Acknowledgement No ইত্যাদি।
এখন যেকোন একটি অপশন সিলেক্ট করার পর ID card number এর স্থলে সিলেক্টকৃত ডকুমেন্টের আইডি নম্বর দিয়ে Search বাটনে ক্লিক করুন। তাহলে আপনি আপনার কৃষক বন্ধু স্ট্যাটাস দেখতে পাবেন।
মোবাইল নম্বর দিয়ে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক
উপরোক্ত অনলাইন নিয়ম ছাড়াও আপনি চাইলে মোবাইল নম্বর ব্যবহার করে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে পারবেন। এর জন্য আপনার কৃষক বন্ধু রেজিস্টারকৃত নম্বরে whatsapp থাকতে হবে। যদি আপনার ফোনে whatsapp থাকে তাহলে 9830383383 এ “নমস্কার” লিখে পাঠান।
তাহলে কৃষক বন্ধু প্রকল্পের কর্তৃপক্ষ আপনাকে আপনার কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করে দেবে। আর এভাবেই আপনি চাইলে খুব সহজে আপনার মোবাইল নম্বর ব্যবহার করে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে পারবেন।
কৃষক বন্ধু প্রকল্পে যেভাবে আবেদন করবেন
আপনারা যারা ভারতের পশ্চিমবঙ্গের নাগরিক এবং যারা ভাবছেন কৃষক বন্ধু প্রকল্পে নিজের নাম অন্তর্ভুক্ত করবেন। তারা কিভাবে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করবেন। কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে। আবেদনের যোগ্যতা সহ নিম্নে বিস্তারিত তুলে দেওয়া হলো।
বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার কোন অনলাইন প্রক্রিয়া চালু নেই। তাই আপনাকে সরাসরি দুয়ারের সরকার ক্যাম্প থেকে অথবা BDO অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম সংগ্রহ করতে হবে। তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে সাথে প্রয়োজনীয় তথ্যের সংযোজন করে। দুয়ারের সরকার ক্যাম্প অথবা BDO অফিসে জমা করতে হবে।
যদি আপনার সকল ডকুমেন্টে সঠিক হয়ে থাকে এবং আপনি যদি এই প্রকল্পের যোগ্য হয়ে থাকেন। তাহলে খুব সহজেই কৃষক বন্ধু প্রকল্পের একজন সম্মানিত গ্রাহক হতে পারবেন।
কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের যোগ্যতা
আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন সম্মানিত গ্রাহক হতে চান। তাহলে আপনার কাছে নিম্নের যোগ্যতা গুলো থাকতে হবে।
- আপনাকে পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে।
- আপনার পেশা কৃষি হতে হবে।
- আপনার নিজস্ব চাষযোগ্য জমি থাকতে হবে। অথবা নথিভুক্ত ভাগচাষি হতে হবে।
কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা
কৃষক বন্ধু প্রকল্পের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। তবে সবচেয়ে বড় সুযোগ-সুবিধা গুলো হলো। কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত একজন কৃষক মাসিক বা বাৎসরিক কিস্তিতে বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা পেয়ে থাকেন। যা তার কৃষিকাজে আর্থিক যোগানদান ও আরো বেশি উৎসাহিত করে।
- এই প্রকল্পের অধীনে ১ (এক) একর চাষযোগ্য জমির ক্ষেত্রে কৃষকরা মাসিক দুটি কিস্তিতে বার্ষিক মোট ১০,০০০/- টাকা আর্থিক অনুদান পাবেন।
- আবার, এই প্রকল্পের অধীনে ১ (এক) একরের কম চাষযোগ্য জমির ক্ষেত্রে কৃষকরা মাসিক দুটি কিস্তিতে বার্ষিক মোট ৪,০০০/- টাকা আর্থিক অনুদান পাবেন।
- ১৮ থেকে ৬০ বছর বয়সী সুবিধাভোগী কৃষকের অকাল মৃত্যুর ক্ষেত্রে। তার পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়।
কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র
আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে চান। তাহলে আপনার কাছে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকতে হবে। যেগুলো নিম্নে আলোচনা করা হলো।
- ভোটার কার্ড
- আধার কার্ড
- জমির মালিকানাধীন পরচা, নথি, বর্গা, পাট্টা, বনবিভাগের পাট্টা
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি
- ব্যাংক পাস বইয়ের প্রথম পাতার প্রিতিলিপি অথবা বাতিল চেক
- ব্যাংক বা আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নম্বর
যদি কৃষক মৃত হয় তাহলে সেক্ষেত্রে আরো কিছু ডকুমেন্ট এর প্রয়োজন হতে পারে যেমন:
- মৃত কৃষকের ROR
- মৃত কৃষকের পরিচয়পত্রের ফটোকপি
- আবেদনকারীর কর্তৃক আবেদন ফর্ম
- BDO থেকে যোগ্য আবেদনকারীর শংসাপত্র
- মৃত কৃষকের মৃত্যু শংসাপত্রের ফটোকপি
কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত FAQ
প্রশ্ন: কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে?
উত্তর: কৃষক বন্ধু প্রকল্পের টাকা সাধারণত বছরে দুইটি কিস্তিতে প্রদান করা হয়। সেই হিসেবে প্রতিবছর খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয়।
প্রশ্ন: কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা?
উত্তর: ভারতের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকছে কিনা সেটি জানার জন্য আপনি আপনার ব্যাংক একাউন্ট চেক করতে পারেন। অথবা প্রকল্পের সাথে সংযুক্ত নম্বর থেকে 9830383383 whatsapp নম্বরে “নমস্কার” লিখে কৃষক বন্ধু টাকা ঢুকছে কিনা তা আপনি জানতে পারবেন। অথবা চাইলে উপরোক্ত নিয়ম অনুযায়ী অনলাইনে মাধ্যমেও কৃষক বন্ধু টাকা ঢুকছে কিনা জানা যাবে।
প্রশ্ন: কৃষক বন্ধু আইডি নাম্বার চেক?
উত্তর: কৃষক বন্ধু আইডি নাম্বার চেক করার জন্য kisokbondhu.co.in এই ঠিকানায় প্রবেশ করুন। কৃষক বন্ধু অথবা স্ট্যাটাস চেক ট্যাবে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে কৃষক বন্ধু আইডি নাম্বার সহজেই চেক করা যাবে।
প্রশ্ন: কৃষক বন্ধু স্ট্যাটাস চেক?
উত্তর: আপনি কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার জন্য এই লিংকে প্রবেশ করুন। এর পর পর্যায়ক্রমে Select option এ Voter ID card, AADHAAR Card, Bank A/c No, KBID, Mobile, Acknowledgement No ইত্যাদি সিলেক্ট করে। ID card number এর স্থলে সিলেক্টকৃত ডকুমেন্টের সঠিক তথ্য দিয়ে “Search” বাটনে ক্লিক করে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে পারবেন।