মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর কত কিলোমিটার এবং যাওয়ার উপায়
মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর কত কিলোমিটার এবং যাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনাদের ভিতরে যারা মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার চিন্তা-ভাবনা করেছেন। তারা কিভাবে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যাবেন।
মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর কত কিলোমিটার এবং যাওয়ার উপায় সম্পর্কে জানেন না। তারা আজকে পোস্টটি পড়ার মাধ্যমে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর কত কিলোমিটার এবং যাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাই সম্পূর্ণ আর্টিকেলটি ধৈর্য সহকারে অনুরোধ রইল।
মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর কত কিলোমিটার
মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর কত কিলোমিটার এটি জানার জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। গুগল ম্যাপের তথ্য অনুযায়ী মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরের দূরুত্ব হলো: ৫১৫.৭ কিলোমিটার। যেটি মাইলের হিসেবে হবে: ৩১৯.৩৪ মাইল। যেটি পাড়ি দিতে প্রায় ৬ ঘন্টা ১৫ মিনিট সময় লাগবে।
অন্যদিকে rome2rio.com এর তথ্য অনুযায়ী মালয়েশিয়া টু সিঙ্গাপুরের বিমানে দূরুত্ব ৩৫৯ কিলোমিটার বা ২২২.৫৮ মাইল। যেটি পাড়ি দিতে সময় লাগবে প্রায় ৪ ঘন্টা ৪৫ মিনিট।
মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার উপায়
আপনারা যারা মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর সরাসরি অথবা গেম এর মাধ্যমে যেতে চান। তারা কিভাবে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যাবেন। মালেশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার সঠিক নিয়মগুলো কি কি চলুন জেনে নেওয়া যাক।
বৈধ উপায়ে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার ৫টি জনপ্রিয় হলো:
- 01- BEST
- Bus via Bandar Tasik Selatan
- 5h 19min
- US$9–25
- 02- Drive 359.2 km
- 3h 48 min
- US$67–97
- 03- FASTEST
- Subway to Singapore Changi, fly to Ipoh
- 4h 45min
- US$48–235
- 04- CHEAPEST
- Bus
- 9h 28min
- US$6–12
- 05- Subway to Singapore Seletar Apt, fly to Sultan Abdul Aziz Shah
- 5h 33min
- US$37–165
মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যেভাবে যাবেন
মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার জন্য আপনাকে ভিসা আবেদন করতে হবে। আর তার জন্য আপনাকে মালয়েশিয়ায় বৈধ হতে হবে। অর্থাৎ আপনার ভিসা এবং পাসপোর্ট এর সর্বনিম্ন ৬ মাস মেয়াদ থাকতে হবে। মালয়েশিয়া থেকে সবচেয়ে সহজ উপায়ে বাস অথবা ট্রেনে সিঙ্গাপুর থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় যেতে পারবেন।
মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যেতে কি কি ডকুমেন্ট লাগবে
মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর কত কিলোমিটার জেনেছি। এবার কিকি কাগজ লাগবে সেটা জেনে নেবো। মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার জন্য প্রথমে আপনাকে সিঙ্গাপুর ভিসা এম্বাসি ওয়েবসাইট থেকে ভিসা ফরম ও এপ্লিকেশন ডিক্লারেশন ফরম ডাউনলোড করে নিতে হবে। তারপর ভিসা ফরম আপনার নাম ও অন্যান্য তথ্য দিয়ে কম্পিউটারে পূরণ করুন।
তারপর এপ্লিকেশন ডিক্লারেশন ফরমে আপনার স্বাক্ষর ও তারিখ যুক্ত করুন। এখানে অবশ্যই আপনি যেদিন ফাইল সাবমিট করবেন সেদিনের তারিখ যুক্ত করবেন। এছাড়াও আর কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে সেগুলো নিয়ে তুলে ধরা হলো। যেমন:
- ভিসা ফরম ও এপ্লিকেশন ডিক্লারেশন।
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।
- অরজিনাল পাসপোর্ট ও ১ কপি ফটোকপি।
- ১৫০ রিংগিত সার্ভিস ফি।
- কোম্পানির No objection সার্টিফিকেট।
- ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
- হোটের বুকিং রিসিট (Optional)।
উপরোক্ত ডকুমেন্টগুলো সংযুক্ত করে আপনাকে সিঙ্গাপুরে ভিসা আবেদন দাখিল করতে হবে। আপনার সকল ডকুমেন্ট সঠিক থাকলে ৩ বা ৪ দিনের মধ্যেই ভিসা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। বেশি পাওয়ার পর আপনি মালয়েশিয়াকে এল সেন্ট্রাল থেকে ট্রেনে করে খুব সহজেই সিঙ্গাপুর যেতে পারবেন। সম্ভবত এর জন্য আপনাকে ২৫ থেকে ৩০ রিংগিত খরচ করতে হবে।
উপরোক্ত কাজটি করার মাধ্যমে আপনি খুব সহজেই মালয়েশিয়া বর্ডার পার হয়ে করে সিঙ্গাপুর পৌঁছে যেতে পারবেন। সিঙ্গাপুর পৌঁছানোর পর ইমিগ্রেশন অফিসার আপনার পাসপোর্ট চেক করে আপনাকে সিঙ্গাপুর প্রবেশের অনুমোদন দিয়ে দিবে। এরপর আপনি সিঙ্গাপুরে স্বাধীন নাগরিক হিসেবে চলাচল করতে পারবেন।
আশাকরি, আর্টিকেলটি পড়ে আপনি মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর কত কিলোমিটার এবং যাওয়ার উপায় গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
আরো জানুনঃ
মেলবোর্ন কত দূরে ও যেতে কত সময় লাগে।
সার্বিয়া বেতন কত। Wages in Serbia