সৌদি মেডিকেল চেক করুন নতুন নিয়মে।
সৌদি মেডিকেল চেক করা এখন খুব সোজা বর্তমান নুতন ওয়েবসাইটে। এখন আপনি ঘরে বসে যেকোন সময় আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা ল্যাপটপ দিয়ে অতি অল্প সময়ে এই কাজটি করতে পারেন। পূর্বে সৌদি মেডিকেল চেক v2.gcchmc.org এই ঠিকানায় হলেও এখন আর এই ঠিকানায় অনলাইনে সৌদি মেডিকেল রিপোর্ট পাওয়া যাচ্ছে না।
সৌদি সরকার মেডিকে রিপোর্ট চেক করার ওয়েবসাইটটির ঠিকানা পরিবর্তন করেছে। বর্তমানে নতুন ঠিকানায় আপনি কিভাবে অল্প সময়ে আপনার মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন সেটি আজ দেখাবো। তো চলুন শুরু করি।
সৌদি মেডিকেল চেক করার নিয়ম। Saudi Medical Report Check
- প্রথমে আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল কিম্বা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ দিন।
- ক্রম ব্রাউজার ওপেন করুন।
- ক্রম ব্রাউজারের এড্রেস বারে wafid.com এই ঠিকানাটা লিখে সার্চ বাটনে/ইন্টার বাটনে ক্লিক করুন।
- অথবা সরাসরি ওয়েব সাইটে ঢুকতে এখানে ক্লিক করুন।
- এবার নিচের পেজটি দেখতে পাবেন।
- এই পেজে আপনারা কয়েকটি অপশন দেখতে পারেন।
- এবার View Medical Reports এ ক্লিক করুন।
- নিচের পেজের মতো একটি পেজে দেখতে পাবেন।
- এখানে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে ও Wafid Slip Number দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন।
- আপনি যদি পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি মেডিকেল চেক করতে চান, তাহলে ছবিতে দেখানো ১নং ঘরের টিক চিহ্ন দিন।
- ২ নং ঘরে আপনার পাসপোর্ট নাম্বারটি লিখুন।
- ৩ নং Nationality ঘরে আপনি বাংলাদেশের নাগরিক হলে Bangladeshi সিলেক্ট করুন এবং ভারতের নাগরিক হলে Indian সিলক্ট করুন।
- এবার Check এ ক্লিক করুন।
আপনার পাসপোর্ট নাম্বার এবং নিজ দেশ ঠিকভাবে সিলেক্ট করা থাকলে পেজে আপনার ছবিসহ নিচের দিকে আপনার সকল তথ্য যেমন, আপনার নাম,পাসপোর্ট নম্বর, ফোন নাম্বার, বয়স, ওজন,উচ্চতা, পাসপোর্ট এর মেয়াদ, মেডিকেল সেন্টারের নাম, ইত্যাদি তথ্য দেখতে পাবেন।
এছাড়া মেডিকেল রিপোর্ট দেখতে ও প্রিন্ট করতে চাইলে PDF এ ক্লিক করে ডাউনলোড করে নিন। মেডিকেল রিপোর্টটি ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করলে নিচের মতো একটি পেজ দেখতে পাবেন।
এই পেজে আপনি আপনার PERSONAL INFORMATION এবং MEDICAL CENTER INFORMATION সহ নিচের বাম পাসে রিপোর্টের Status অর্থাৎ FIT / UNFIT দেখতে পাবেন। আপনি চাইলে পেজটি প্রিন্ট করে নিতে পারেন।
শেষ কথাঃ
এই পোস্টে কিভাবে সৌদি মেডিকেল চেক করতে হয় তার বিস্তারিত বিবরণ ছবি সহ দিয়েছি। আশাকরি পোস্টটি আপনাদের অনেক উপকারে আসবে। এরকম গুরুত্বপূর্ণ পোস্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
আরো জানতে পড়ুনঃ
BMET কার্ড চেক করুন ১ মিনিটে খুব সহজে।
সৌদি এয়ারলাইন্স ঢাকা টু জেদ্দা টিকেট প্রাইস কত জানুন।
বাংলাদেশ থেকে সৌদি আরবের দূরত্ব কত জানুন।