হাঙ্গেরি ওয়ার্ক পারমিট চেক অনলাইন।
হাঙ্গেরি ওয়ার্ক পারমিট চেক অনলাইন এখন খুবই সহজ। আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল অথবা ল্যাপটপ দিয়ে খুব সহজে হাঙ্গেরি ওয়ার্ক পারমিট অনলাইন এ চেক করতে পারবেন। আপনার ওয়ার্ক পারমিটটি নকল নাকি অরিজিনাল সেটা আপনি চেক করে নিতে পারেন।
যারা হাঙ্গেরি যেতে ইচ্ছুক অথবা হাঙ্গেরির ওয়ার্ক পারমিট হাতে পেয়েছেন তাদের জন্য আজকের এই পোস্ট। যেকোনো সমস্যা এড়াতে অথবা দালালের হাত থেকে বাঁচতে এই পোষ্টের নিয়ম অনুসরণ করে আপনি আপনার ওয়ার্ক পারমিট চেক করে নিন। তাহলে পরবর্তীতে আপনি আর ঠকবেন না।
এছাড়া যে কোম্পানিতে আপনি ওয়ার্ক পারমিট পেয়েছেন সে কোম্পানি সম্পর্কে জানতে অবশ্যই আমার এই পোস্টটি পড়বেন। কোম্পানি যদি প্রতিবছর লসে থাকে তাহলে সে কোম্পানি আপনাকে ওয়ার পারমিট দিবে না।
অপরের দিকে কোম্পানি যদি লাভে থাকে অর্থাৎ এস্টাবলিস্ট হয় তাহলে আপনাকে ওয়ার্ক পারমিট দিবে। কথা না বাড়িয়ে কিভাবে আপনি হাঙ্গেরিওয়ার্ক পারমিট চেক অনলাইন এ করবেন সেটা দেখে নিন।
হাঙ্গেরি ওয়ার্ক পারমিট চেক অনলাইন
হাঙ্গেরি ওয়ার্ক পারমিট চেক অনলাইন করতে প্রথমে আপনার হাতে থাকা মোবাইল অথবা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ দিন।
ক্রম ব্রাউজার ওপেন করে সার্চ বারে nemzeticegtar.hu এই ঠিকানাটা লিখে সার্চ বাটনে ক্লিক করুন।
গুগল সার্চে থাকা প্রথম ওয়েবসাইটটি ওপেন করুন। আপনি যদি সরাসরি ওয়েবসাইটে ঢুকতে চান তাহলে পুরো পোস্টটি একবার পড়ে নিয়ম জেনে এখানে ক্লিক করুন। নিজের পেজটি দেখতে পাবেন।
- এবার ইংরেজি ভাষায় দেখতে English সিলেক্ট করুন।
- হাঙ্গেরি ওয়ার্ক পারমিট চেক অনলাইন করতে এই পেজের COMPANY DATA অপশনে ক্লিক করুন।
- আবারো নিচের পেজটির মতো একটি পেজ দেখতে পাবেন।
- এখানে প্রথম ঘরে আপনি কোম্পানির নাম সঠিক ভাবে লিখুন।
- তারপর পরের অপশনে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার লিখুন।
- সর্বশেষ ঘরে কোম্পানির Tax Number লিখুন।
- এবার নিচের SEARCH অপশনে ক্লিক করুন।
সার্চ অপশনে ক্লিক করার পর হাঙ্গেরি ওয়ার্ক পারমিট চেক অনলাইন এ স্ট্যাটাস সহ আপনার কোম্পানির সকল তথ্য দেখতে পাবেন। এখানে যে কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট দিবে তার সকল তথ্য বিস্তারিত দেখতে পাবেন। এছাড়া কোম্পানির নাম গুগল সার্চে বসিয়ে কোম্পানির বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। এভাবে আপনি খুব সহজে কয়েকটি ধাপ অনুসরণ করে হাঙ্গেরি ওয়ার্ক পারমিট চেক অনলাইন করতে পারবেন।
সংক্ষেপে হাঙ্গেরি ওয়ার্ক পারমিট চেক
- প্রথমে nemzeticegtar.hu লিখে গুগলে সার্চ করুন।
- প্রথম পেজ ওপেন করুন।
- ইংরেজি ভাষা সিলেক্ট করুন।
- COMPANY DATA অপশনে ক্লিক করুন।
- কোম্পানির নাম সঠিক ভাবে লিখুন।
- কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার লিখুন।
- Tax Number লিখুন।
- SEARCH অপশনে ক্লিক করুন।
আরো জানুনঃ
কাতার আইডি চেক করুন সহজ নিয়মে।