মালয়েশিয়া CIDB কার্ড চেক করুন ১ মিনিটে।
মালয়েশিয়া CIDB কার্ড চেক করা এখন আর কঠিন কিছু নয়। আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল দিয়ে ১ মিনিটেই চেক করুন আপনার CIDB কার্ডটি। আপনার কার্ডটি তৈরি হয়েছে কিনা? হয়ে থাকলে কোম্পানির অফিসে এসেছে কিনা অথবা বর্তমানে কোন অবস্থায় আছে সেটা জানতে পোস্টটি পড়ুন।
হ্যাঁ বন্ধুরা আপনারা যারা কলিং ভিসায় মালায়েশিয়াতে আছেন তাদের জন্য এই CIDB কার্ডটি খুবই জরুরী। এই CIDB স্মার্ট কার্ডটি আপনার না থাকলে বাইরে যেতে অনেক সমস্যা হয়। তাই চলুন দেখে নেই কিভাবে অল্প সময়ে আপনি আপনার মালয়েশিয়া CIDB কার্ড চেক করবেন।
আপনি চাইলে দুইভাবে CIDB কার্ডটি চেক করতে পারবেন। প্রথমটি হল অ্যাপ ইন্সটল করে অপরটি সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করে।
মালয়েশিয়া CIDB কার্ড চেক অ্যাপ ইন্সটল করে
মালয়েশিয়া CIDB কার্ড চেক করতে প্রথমে গুগল প্লেস্টোর ওপেন করুন। উপরে সার্চবারে Malaysia foreign worker লিখে সার্চ অপশন ক্লিক করুন।
- উপরে থাকা আপটি ইন্সটল করুন।
- অ্যাপটি ইন্সটল হয়ে গেলে ওপেন করুন।
- এবার আপনি যে ভাষাতে দেখতে চান সেটা অর্থাৎ বাংলাদেশি হলে বাংলা সিলেক্ট করুন।
- ভাষা সিলেক্ট করার পর CIDB চেক করুন পাসপোর্ট নাম্বার দিয়ে অপশনে ক্লিক করুন।
- নিচের পেজটি দেখতে পাবেন।
- এবার এই পেজে আপনি আপনার পাসপোর্ট নাম্বার লিখে Submit বাটনে ক্লিক করুন।
- আপনার CIDB কার্ডটি হয়ে গেলে এখানে আপনার ছবি সহ সকল তথ্য দেখতে পাবেন।
আর যাদের কার্ডটি এখনও তৈরি হয়নি তাদের Record not found লেখা থাকবে। আর আপনার CIDB কার্ডটি হয়ে গেলে কার্ডটির Expire date, জব ক্যাটেগরি লেখা থাকবে। একটু নিচের দিকে STATUS REGISTRATION লেখা থাকলে ধরে নিবেন আপনার কার্ডটি তৈরি হয়ে গেছে। এছাড়া যদি TRAKING নাম্বার লেখা থাকে তাহলে ভেবে নেবেন আপনার CIDB স্মার্ট কার্ডটি কোম্পানির অফিসে চলে এসেছে এবং সেখানে অফিসের ঠিকানাও লেখা থাকবে।
CIDB কার্ড চেক করুন সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করে
আপনি চাইলে সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করে মালয়েশিয়া CIDB স্মার্ট কার্ড চেক করতে পারেন। এক্ষেত্রে ওয়েসাইটে ঢুকে শুধুমাত্র আপনার পাসপোর্ট নাম্বার লিখে Submit বাটনে ক্লিক করুন। সাথে সাথে আপনার CIDB কার্ড এর তথ্য দেখতে পারবেন। এক্ষেত্রে অ্যাপ ইন্সটল করা লাগবে না। সুতরাং আপনার মালয়েশিয়া CIDB স্মার্ট কার্ড চেক করতে নিচের লিংক এ ক্লিক করুন।
সরাসরি CIDB কার্ড চেক করার লিংক
শেষ কথাঃ
এই পোস্টে আমি মালয়েশিয়া CIDB কার্ড চেক করার দুটি সহজ উপায় সম্পর্কে লিখেছি। আশাকরি এই পোস্টটি মালয়েশিয়া প্রবাসি ভাইদের অনেক উপকারে আসবে। এরকম গ্রুরুত্বপুর্ন তথ্য পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
আরো জানুনঃ
মালয়েশিয়া ১৮০০ টাকা বাংলাদেশের কত টাকা