NESCO বিদ্যুৎ বিল চেক ও পরিশোধের নিয়ম। NESCO Bill Check
অনলাইনে NESCO বিদ্যুৎ বিল চেক ও পরিশোধ করা এখন একদম সহজ। হাতে থাকা স্মার্টফোন, কম্পিউটার অথবা ডেক্সটপের সাহায্য খুব সহজে NESCO প্রিপেইড বিলের বিস্তারিত তথ্য চেক করতে পারবেন। একই সাথে কিভাবে অনলাইনে NESCO প্রিপেইড বিল পরিশোধ করবেন সেটিও তুলে ধরার চেষ্টা করব আজকের পোস্টে। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক।
অনলাইনে NESCO বিদ্যুৎ বিল চেক করার নিয়ম
প্রথমে আপনার ডিভাইসের ডাটা সংযোগ অন রেখে যেকোন ব্রাউজারের এড্রেস বারে NESCO প্রিপেইড লিখে চার্স করুন। আপনার সামনে অনেক গুলো ওয়েব এড্রেস পদর্শিত হবে। এখন সার্চ রেজাল্টের প্রথম ওয়েবসাইট অর্থাৎ www.prepaid.nesco.gov.bd এড্রেসটিতে ক্লিক করুন। আপনি বাংলাদেশ সরকারের NESCO প্রিপেইড বিলের মেইন ওয়েবসাইটে পৌঁছে যাবেন।
এখন বক্সের ভিতর আপনার কনজ্যুমার নম্বর অথবা মিটার নম্বর দিয়ে লগইন করার পর ‘রিচার্জ হিস্ট্রি দেখুন’ অপশনে ক্লিক করলে NESCO বিদ্যুৎ বিল চেক সহ আপনি আপনার মিটারের প্রদত্ত হিস্ট্রি গুলো দেখতে পাবেন। যেমন: গ্রাহকের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, মিটারের ধরণ, মিটান স্থাপনের তারিখ, কত তারিখে কত টাকা রিচার্জ করেছেন এবং অবশিষ্ট্য কত টাকা ব্যালেন্স আছে ইত্যাদি বিস্তারিত তথ্যগুলো দেখতে পারবেন।
এখন আপনি যদি একটু নিচের দিকে স্ক্রোল করেন তাহলে আপনার মিটারের সমস্ত হিস্ট্রি গুলো দেখতে পাবেন। অর্থাৎ কোন মাসে, কিভাবে কত টাকা রিচার্জ করেছেন সেটি দেখতে পাবেন। তবে বলে রাখা ভালো নগদ থেকে Amount রিচার্জের ক্ষেত্রে মাঝে মধ্যে রিচার্জ Failed আসতে পারে।
যদি এমন সমস্যার সম্মুখীন হন তাহলে রিচার্জ হিস্ট্রি থেকে Token নম্বরটি সংগ্রহ করে মিটারে সাবমিট করলে Amount রিচার্জ সাকসেস দেখাবে। তবে বিকাশ থেকে NESCO প্রিপেইড মিটারে রিচার্জ করার সাথে সাথে সেটি মিটারে যুক্ত হয়ে যায়।
এখন Back এ এসে নিম্মে থাকা ‘মাসিক ব্যবহার দেখুন’ অপশেন ক্লিক করে আপনি কোন মাসে কত টাকা খরচ করেছেন অর্থাৎ NESCO বিদ্যুৎ বিল চেক সহ বিস্তারিত জানতে পারবেন।
বিকাশে NESCO বিদ্যুৎ বিল চেক ও পরিশোধের নিয়ম
NESCO বিদ্যুৎ বিল চেক করার পর আপনি যদি আপনার NESCO প্রিপেইড মিটারে Amount রিচার্জ করতে চান তাহলে নিচের পদ্ধতিটি অনুসরণ করতে পারেন।
বিকাশ থেকে NESCO বিল পরিশোধের জন্য প্রথমে বিকাশ অ্যাপটি Open করুন। তারপর আপনার বিকাশ নম্বর ও পিন দিয়ে লগইন করে নিন। বিকাশ অ্যাপে লগইন করার পর পে বিল একটি আইকন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে বিদ্যুৎ অপশনটি সিলেক্ট করুন। তারপর স্ক্রোল করে একটু নিচের দিকে আসলে NESCO (Prepaid) নামে একটি অপশন দেখতে পাবেন।
আপনি এই অপশনে প্রবেশ করুন এবং মিটারের কাস্টমার নাম্বরটি ও আপনার মোবাইল নম্বরটি দিয়ে নিচে থাকা বক্সে টিকমার্ক দিয়ে দিন। এতে করে ভবিষ্যতে বিল পরিশোধের ক্ষেত্রে আপনাকে আর নতুন করে তথ্য গুলো বসাতে হবে না। সব গুলো তথ্য পূরণের পর রেফারেন্স নাম হিসেবে NESCO লিখে Pay bill অপশনে ক্লিক করে এগিয়ে যান।
এখন বিল পরিশোধের Amount বসিয়ে Next অপশনে ক্লিক করুন। আপনি সার্ভিস চার্জ সহ তথ্য গুলো দেখতে পারবেন। মনে রাখবেন বিকাশ থেকে বিল পরিশোধের ক্ষেত্রে ১% হারে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত সার্ভিস চার্জ আসতে পারে। সবগুলো দেখে কনফর্ম হওয়ার পর। পরের ধাপে ট্যাপ করুন অপশনে ক্লিক করুন।
এখন আপনি আপনার বিকাশ পিন বসানোর একটি অপশন দেখতে পাবেন। সঠিকভাবে পিনটি বসানোর পর পরবর্তী অপশনে ক্লিক করুন। এই ধাপে বিল কনফর্ম করার জন্য বিকাশ আইকনে ট্যাপ করে ধরুন। সাথে সাথে আপনার বিলটি পরিশোধ হয়ে যাবে এবং বিকাশ গ্রাহক সেবা থেকে একটি মেসেজ পাবেন যেখানে একটি Token নম্বর থাকবে। Token নম্বরটি কোথাও নোট করে রাখুন। যাতে করে বিল পরিশোধে কোন ধরনের হয়রানি বা বিলম্ব হলে এই নম্বরটি প্রামাণ হিসেবে বিকাশ কাস্টমার কেয়ারের (16247) দেখাতে পারেন।
আরো জানুনঃ DPDC বিদ্যুৎ বিল চেক করুন অনলাইনে।
নগদে NESCO বিদ্যুৎ বিল চেক ও পরিশোধের নিয়ম
NESCO বিদ্যুৎ বিল চেক করার পরে আপনি চাইলে বিকাশ ছাড়াও Nagad মোবাইল ব্যাংকিং থেকেও NESCO প্রিপেইড বিল পরিশোধ করতে পারবেন। নিচে নগদ থেকে NESCO বিল পরিশোধের নিয়ম দেখানো হলো।
নগদ থেকে বিল পরিশোধের জন্য প্রথমে নগদ মোবাইল ব্যাংকিং অ্যাপটি Opne করুন। তারপর আপনার নগদ নম্বর ও পিন দিয়ে অ্যাপে লগইন করুন। অ্যাপটি সফলভাবে লগইন করার পর ড্যাশবোর্ডে বিল পে একটি আইকন দেখতে পাবেন। সেখানে প্রবেশ করে বিদ্যুৎ অপশনে ক্লিক করুন।
তারপর NESCO বিল অপশনে ক্লিক করে ভিতরে প্রবেশ করুন। প্রথম ঘরে বিলের কাস্টমার বা কনজিউমার নং এবং ২য় ঘরে বিলের মাস ও বছর সিলেক্ট করুন এবং পরবর্তী বাটনে ক্লিক করুন।
এখানে আপনি বিল সম্পর্কিত যাবতীয় তথ্য যেমন কাস্টমারের নাম, বিল নম্বর, বিল এমাউন্ট, টোটাল এমাউন্ট ইত্যাদি দেখতে পাবেন। সবগুলো তথ্য দেখে নেওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করুন। তারপর আপনার নগদ পিন নম্বরটি দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করুন। মনে রাখবেন, এখনও পর্যন্ত নগদ থেকে বিল পরিশোধের ক্ষেত্রে কোন রকমের চার্জ দিতে হয় না।
পরবর্তী অপশনে ক্লিক করার পর আবারও সবগুলো তথ্য দেখে কনফর্ম হয়ে নিন। তারপর নগদে আইকনে ট্যাপ করে ধরে রাখুন। আপনার বিলটি সম্পন্ন হয়ে যাবে এবং মেসেজ এর মাধ্যমে কিছু নির্দেশনা পাবেন সেগুলো নোট করে রাখুন। পরবর্তীতে বিল পরিশোধ সম্পর্কিত কোন ধরণের সমস্যার সম্মুখীন হলে নগদ হেল্প লাইন 16167 নম্বরে কল করে সমাধান করতে পারবেন।
শেষ কথাঃ
স্মার্ট ফোন দিয়ে NESCO বিদ্যুৎ বিল চেক ও পরিশোধ করা এখন একদম সহজ কাজ। আমি এই পোস্ট এ NESCO প্রিপেইড বিল চেক ও দুইটি উপায়ে পরিশোধের পদ্ধতি লিখেছি। আজকের পোস্টটি কেমন লাগল বা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরোও গুরুত্বপূর্ণ পোস্ট পতে চোখ রাখুন Onlinesheba24 ডট কমে।
আরো পড়ুনঃ
DESCO বিদ্যুৎ বিল চেক ও পরিশোধের সহজ নিয়ম।
পল্লী বিদ্যুৎ বিল চেক করুন অনলাইনে খুব সহজে।