IPEMIS পাসওয়ার্ড রিসেট করার দুইটি সহজ পদ্ধতি।
IPEMIS পাসওয়ার্ড ভুলে গেছেন? সমস্যা নাই। IPEMIS পাসওয়ার্ড রিসেট করার দুইটি নিয়ম আমি আপনাদেরকে দেখাবো। ওয়েবসাইটে ঢুকতে হলে প্রথমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হয়। অনেক সময় বিভিন্ন ব্যস্ততার কারণে পাসওয়ার্ডটি আমরা ভুলে যাই ফলে উক্ত ওয়েবসাইটিতে আর লগইন করা সম্ভব হয় না।
আজ আমি দেখাবো কিভাবে IPEMIS ওয়েবসাইটে পাসওয়ার্ড রিসেট করে পুনরায় লগইন করতে হয়। IPEMIS পাসওয়ার্ড রিসেট ২টি নিয়মে করা যায়। প্রথমে আমরা দেখব IPEMIS ওয়েবসাইটের প্রথম পেজে পাসওয়ার্ড ভুলে গেছেন? অপশনটিতে ক্লিক করে কিভাবে পাসওয়ার্ড রিকভারি করা যায়। তো চলুন দেখে নেই।
IPEMIS পাসওয়ার্ড রিকভারি করার প্রথম নিয়মঃ
প্রথমে আপনার স্কুলে থাকা ল্যাপটপটি অথবা ব্যক্তিগত মোবাইলে ওয়াইফাই কিংবা ইন্টারনেট সংযোগ দিন।
এবার গুগল ক্রোমো ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে আপনি https://login.ipemis.dpe.gov.bd/login এই ঠিকানাটা লিখে ইন্টার বাটনে ক্লিক করুন অথবা এখানে ক্লিক করুন।
ক্লিক করার পর আপনি IPEMIS এর লগইন পেজটি দেখতে পাবেন।
আপনি যেহেতু পাসওয়ার্ডটি ভুলে গেছেন অর্থাৎ IPEMIS পাসওয়ার্ড রিসেট করতে চাচ্ছেন তাই পাসওয়ার্ড ভুলে গেছেন অপশনটিতে ক্লিক করুন।
নিচের পাসওয়ার্ড পুনরুদ্ধার পেজটি দেখতে পাবেন।
তিনটি ধাপে আপনাকে IPEMIS পাসওয়ার্ড রিসেট করতে হবে। এই পেজটি আপনার প্রথম ধাপ।
এই ধাপে আপনি আপনার ইমেইল আইডি অথবা মোবাইল নাম্বার লিখে চালিয়ে যান অপশনে ক্লিক করুন।
দ্বিতীয় ধাপে আপনাকে একটি নিরাপত্তা প্রশ্ন দেয়া হবে। সেটির যথাযথ উত্তর আপনাকে দিতে হবে। এখানে উল্লেখ্য প্রথমে IPEMIS একাউন্ট তৈরির সময় যে নিরাপত্তা প্রশ্নের উত্তর আপনি দিয়েছিলেন সেটি দিতে হবে। প্রশ্নের সঠিক উত্তর দিয়ে চালিয়ে যান অপশনে ক্লিক করুন।
তৃতীয় ধাপে আপনি একটি নতুন পাসওয়ার্ড সেট করার জন্য পেজ পাবেন। এখানে পাসওয়ার্ড দেয়ার কিছু শর্ত মেনে প্রথম এবং দ্বিতীয় ঘরে একটি নুতন পাসওয়ার্ড লিখে চালিয়ে যান অপশনে ক্লিক করুন। এই পেজে পাসওয়ার্ড দেয়ার শর্ত গুলি অবশ্যই আপনি দেখে নিবেন।
সবকিছু ঠিকঠাক থাকলে পাসওয়ার্ড সফলভাবে আপডেট হয়েছে বলে একটি নতুন পেজ আপনি দেখতে পাবেন।
সাইন ইন অপশনে ক্লিক করুন।
এবার পুনরায় আপনার ইউজার আইডি এবং নতুন পাসওয়ার্ডটি লিখে লগইন অপশনে ক্লিক করলে IPEMIS ওয়েবসাইটে আপনার লগইন হয়ে যাবে।
IPEMIS পাসওয়ার্ড রিসেট করার দ্বিতীয় নিয়মঃ
IPEMIS ওয়েবসাইটে IPEMIS পাসওয়ার্ড রিসেট করার প্রথম নিয়ম অনুসারে যদি আপনি রিসেট করতে না পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দ্বিতীয় অপশনটি বেছে নিতে হবে। এক্ষেত্রে সহকারী উপজেলা শিক্ষা অফিসার অথবা উপজেলা শিক্ষা অফিসারের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে IPEMIS ওয়েবসাইটে লগইন করতে হবে। চলুন দেখে নেই নিয়মটি।
প্রথমে IPEMIS ওয়েবসাইটে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
লগইন করার পর ড্যাশবোর্ডের নিচে ইউজারের তালিকা অপশন এ ক্লিক করুন।
এখন নিচের পেজটি দেখতে পাবেন।
এই পেজে সহকারী উপজেলা শিক্ষা অফিসার তার ক্লাস্টার এর অধীনে সকল শিক্ষকের তথ্য দেখতে পাবেন।
- সার্চ অপশনে যে শিক্ষকের পাসওয়ার্ড পরিবর্তন করতে চান তার নাম লিখুন।
- সার্চ বাটনে ক্লিক করুন।
- এবার উক্ত শিক্ষকের ডানপাশে ম্যানেজ অপশনে ক্লিক করে ড্রপডাউন থেকে পাসওয়ার্ড পরিবর্তন করুন অপশনে ক্লিক করুন।
নিচের পেইজটি দেখতে পাবেন।
এই পেজটিতে পাসওয়ার্ড এর শর্ত মেনে নতুন পাসওয়ার্ড লিখে পাসওয়ার্ড পরিবর্তন করুন অপশনে ক্লিক করুন ।
হ্যাঁ হয়ে গেল IPEMIS পাসওয়ার্ড রিসেট ।
এবার উক্ত শিক্ষক IPEMIS ওয়েবসাইটে তার ইউজার আইডি এবং নতুন পাসওয়ার্ডটি ব্যবহার করে খুব সহজে লগইন করতে পারবেন।
শেষ কথাঃ
IPEMIS ওয়েবসাইটের পাসওয়ার্ড ভুলে গেলে দুশ্চিন্তার কোন কারণ নেই। আপনি প্রথম নিয়মে খুব সহজে IPEMIS পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। যদি তা না পারেন, তাহলে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহকারী উপজেলা শিক্ষা অফিসারের সহযোগিতায় খুব সহজে দ্বিতীয় নিয়মটি অনুসরণ করে পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন। নতুন পাসওয়ার্ডটি অবশ্যই সংরক্ষণ করুন। ধন্যবাদ।
আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে পড়ুনঃ
IPEMIS এ শিক্ষক তথ্য অপডেট করার সহজ নিয়ম।










