সিঙ্গাপুর ১ ডলার বাংলাদেশের কত টাকা?

শেয়ার করুন

সিঙ্গাপুর ১ ডলার বাংলাদেশের কত টাকা এটা আমাদের সিঙ্গাপুর প্রবাসী বাঙ্গালি ভাইয়েরা জানতে চান। এছাড়া বাংলাদেশ থেকে অনেক ধনী ব্যক্তি চিকিৎসা কিম্বা মার্কেটিং করতে সিঙ্গাপুরে যান।

তাছাড়া পড়াশুনা,চাকুরি,ব্যবসা,ইত্যাদি কারনে প্রতি বছর বাংলাদেশ থেকে বহুসংখ্যক মানুষ সিঙ্গাপুরে যান। আর তারই কারনে জানতে হয় সিঙ্গাপুর ১ ডলার বাংলাদেশের কত টাকা।

আজকের এই পোস্টে আমি আপনাদের জানাবো সিঙ্গাপুর ১ টাকা বাংলাদেশের কত টাকা? সিঙ্গাপুর টাকার রেট কত? সিঙ্গাপুর ১০০ ডলার বাংলাদেশ কত টাকা এবং সিঙ্গাপুর ডলারের প্রতি দিনের টাকার রেট দেখার নিয়ম।

সিঙ্গাপুর ১ ডলার বাংলাদেশের কত টাকা

সিঙ্গাপুরের টাকার নাম সিঙ্গাপুর ডলার। আমরা জানি টাকার মান প্রতিদিন পরিবর্তন হয়। তবে এই পরিবর্তন বেশি ব্যবধান হয় না। যেমন গত সপ্তাহে সিঙ্গাপুর ১ ডলার বাংলাদেশ টাকায় ছিল ৮২.৭৮ টাকা। আজ সেটা কিছুটা বেড়ে হয়েছে ৮২.৯০ টাকা। আজ যদি আপনি ১০ সিঙ্গাপুর ডলার বাংলাদেশ টাকায় এক্সচেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি পাবেন ৮২৯ টাকা। সুতারাং আমরা বলতে পারি সিঙ্গাপুর ১ ডলার বাংলাদেশ ৮২.৯০ টাকা।

সিঙ্গাপুর ১০০ টাকা বাংলাদেশর কত টাকা?

সিঙ্গাপুর ১ টাকা বাংলাদেশ ৮২.৯০ টাকা আমরা জেনেছি। তাই সিঙ্গাপুর ১ টাকা/ডলার এর মানকে ১০০ দিয়ে গুন করলে আমরা সিঙ্গাপুর ১০০ টাকা বাংলাদেশের কত টাকা পেয়ে যাব। তাই বলতে পারি সিঙ্গাপুর ১০০ টাকা বাংলাদেশের (৮২.৯০*১০০)=৮২৯০ টাকার সমান।

সিঙ্গাপুর ১০০০ টাকা বাংলাদেশের কত টাকা?

সিঙ্গাপুর ১ ডলার যদি বাংলাদেশি ৮২.৯০ টাকা হয়,তাহলে সেই অনুপাতে সিঙ্গাপুর ১০০০ টাকা বাংলাদেশের (৮২.৯০*১০০০)=৮২৯০০ টাকার সমান হবে। সুতরাং সিঙ্গাপুর ১০০০ টাকা বাংলাদেশি  টাকায় ৮২৯০০ টাকা।

আজ সিঙ্গাপুর টাকার রেট কত?

আমরা পুর্বেই জেনেছি টাকার এক্সচেঞ্জ রেট একেক দিন একেক রকম হয়। আপনি যদি প্রতিদিনের সিঙ্গাপুরের ডলারের রেট জানতে চান তাহলে নিচের নিয়ম অনুসরণ করে দেখে নিন।

প্রথমে গুগলক্রম ব্রাউজার ওপেন করুন।

ব্রাউজার এর এড্রেস বারে Singapore currency লিখে এন্টার বাটনে চাপ দিন।

নিচের পেজটি দেখতে পাবেন।

সিঙ্গাপুর ১ ডলার বাংলাদেশর কত টাকা।

এবার চিত্রের ২ এবং ৩ নং ঘরে যথাক্রমে Singapore Dollar ও Bangladeshi Taka লেখা থাকলে ৪ নং ঘরে কত ডলারের মান জানতে চান সেটা লিখুন। সেটা লেখার পর ৫ নং ঘরে আপনি বাংলাদশ টাকা কত হবে দেখতে পাবেন। উপরের ছবিতে ১ ডলার লেখা আছে তাই তার মান ৮২.৯০ টাকা দেখাচ্ছে।

এভাবেই আপনি খুব সহজেই সিঙ্গাপুর ১ ডলার বাংলাদেশের কত টাকা, সিঙ্গাপুর ১০০ ডলার বাংলাদেশের কত টাকা,এবং সিঙ্গাপুর ১০০০ ডলার বাংলাদেশের কত টাকা সেটা দেখতে পাবেন। এছাড়া আজকের রেট অনুযায়ী সিঙ্গাপুরের কিছুসংখ্যক ডলারের বাংলাদেশর কত টাকা সেটা দেয়া হলো।

সিঙ্গাপুর ১০ ডলার বাংলাদেশের ৮২৮.২০ টাকা।

সিঙ্গাপুর ৫০ ডলার বাংলাদেশের ৪১৪০.৯৪ টাকা।

সিঙ্গাপুর ২০০ ডলার বাংলাদেশের ১৬৫৬৩.৭৪ টাকা।

সিঙ্গাপুর ৩০০ ডলার বাংলাদেশের ২৪৮৪৫.৬২ টাকা।

সিঙ্গাপুর ৪০০ ডলার বাংলাদেশের ৩৩১২৭.৪৯ টাকা।

সিঙ্গাপুর ৫০০ ডলার বাংলাদেশের ৪১৪০৯.৩৬ টাকা।

সিঙ্গাপুর ২০০০  ডলার বাংলাদেশের ১৬৫৬৩৭.৪৩ টাকা।

শেষ কথাঃ

এই পোস্টে সিঙ্গাপুর ১ ডলার বাংলাদেশের কত টাকা সহ কিভাবে প্রতিদিনের সিঙ্গাপরের ডলারের রেট দেখতে হয় সে বিষয়ে বিস্তারিত লিখেছি। আশাকরি প্রবাসি ভাই সহ সকলের অনেক উপকারে আসবে। ধন্যবাদ।

আরো জানতে পড়ুনঃ

কুয়েতের ১ টাকা বাংলাদেশের কত টাকা জানুন। 

জেদ্দা থেকে মদিনা কত কিলোমিটার এবং যেতে কত সময় লাগে।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *