পোল্যান্ড কাজের বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি
পোল্যান্ড কাজের বেতন কত? কোন কাজের চাহিদা বেশি? পোল্যান্ডের সর্বনিমম্ন বেতন কত? পোল্যান্ড যেতে কত টাকা লাগে? পোল্যান্ড একজন শ্রমিকের প্রতিঘন্টার বেতন কত? ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে আজকের পোস্টে। তাই সম্পূর্ণ পোস্টটি ধৈর্য সহকারে পড়ার অনুরোধ রইল।
পোল্যান্ড কাজের বেতন কত
ইউরোপ মহাদেশের মধ্যস্থলের ঐতিহাসিক একটি রাষ্ট্র বা অঞ্চল পোল্যান্ড এবং এর রাজধানী ওয়ারশ। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের নাগরিক পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য কিংবা কাজের উদ্দেশ্যে প্রতিবছর পোল্যান্ডে পাড়ি জমান। আপনিও যদি ওয়ার্ক পারমিট ভিসায় পোল্যান্ড যাওয়ার চিন্তাভাবনা করে থাকেন তাহলে আপনার অবশ্যই জানা উচিত পোল্যান্ড কাজের বেতন কত।
পোল্যান্ডের সরকারি মুদ্রার নাম পোলীয় জলেটি। পোল্যান্ডের ১ টাকা বাংলাদেশের ২৭.০৫ টাকা। ১ জানুয়ারি ২০২৪, littler.com অনুযায়ী পোল্যান্ড একজন ফুলটাইম কর্মীর মাসিক বেতন বাড়িয়ে ১০৬০$ করা হয়েছে। যা বাংলাদেশি টাকায় ১,১৬,৩৪০ টাকা বা ৪,২৯৫ পোলীয় জলেটি। পোল্যান্ডের বেতন মূলত আপনার কাজের ধরণ ও অভিজ্ঞতার আলোকে কম বেশি হতে পারে। তবে তবে Littler.com অনুযায়ী The monthly minimum wage in Poland increased to 1,060$ Or (PLN 4,242) per month for full-time employees.
পোল্যান্ডে প্রতি ঘন্টার সর্বনিম্ন বেতন কত
পোল্যান্ড কাজের বেতন কত তা জানলাম এবার পোল্যান্ডের একজন শ্রমিকের সর্বনিম্ন বেতন কত? wageindicator.org তথ্য অনুযায়ী ১ জানুয়ারি ২০২৪ পোল্যান্ডের একজন শ্রমিকের সর্বনিম্ন বেতন বাড়িয়ে ২২.২৮ থেকে ২৭.৭০ PLN করা হয়েছে। যা বাংলাদেশি টাকায় ৬০৩.৫১ টাকা থেকে ৭৫০.৩২ টাকা। অর্থাৎ ৫.৫০$ থেকে ৬.৮৩$ মার্কিন ডলার করা হয়েছে।
পোল্যান্ড যেতে কত টাকা লাগে
পোল্যান্ড কাজের বেতন কত জানার পর সেখানে যেতে কত টাকা লাগে জনাবো। পোল্যান্ড ইউরোপ মহাদেশের একটি দেশ এটি ইউরোপের মধ্যস্থলে একটি ঐতিহাসিক অঞ্চল। বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসায় কোন রকম দালালের সাহায্য ছাড়াই পোল্যান্ড আসতে সর্বনিমম্ন ৩ লক্ষ টাকা থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত প্রয়োজন হতে পারে। কিন্তু আপনি যদি দালাল বা কোন থার্ডপার্টি এজেন্সির সাহায্যে পোল্যান্ডে ওয়ার্ক পারসিট ভিসা লাগান এক্ষেত্রে কমপক্ষ ৮ থেকে ১০ লাক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে।
এই খরচ মূলত দালাল পার্টি তাদের বিজনেসের জন্য নিয়ে থাকে। মূলত পোল্যান্ড ইউরোপের দেশ হলেও এখানে বৈধভাবে সরাসরি আসতে অতবেশি টাকা প্রয়োজন হয় না। আপনি চাইলে আত্নীয়, বন্ধুবান্ধব বা পরিচিত কারোর সাহায্যে কম খরচের মধ্যে পোল্যান্ড আসতে পারবেন।
পোল্যান্ডে কোন কাজের চাহিদা বেশি?
পোল্যান্ড কাজের বেতন কত তা জেনেছি। প্রত্যেক দেশেই কোনো না কোনো কাজের চাহিদা সবচেয়ে বেশি থাকে। পোল্যান্ডও তার ব্যতিক্রমী নয়। পোল্যান্ডে যেসব কাজের চাহিদা সবচেয়ে বেশি রয়েছে তা নিচে উল্লেখ করা হলো।
- ফ্যাক্টরি ওয়ার্কার
- ক্লিনার
- আইটি ইনস্টিটিউট
- সেলসম্যান
- কন্সট্রাকশন
- প্লাম্বার
- ড্রাইভিং
- ইলেকট্রিশিয়ান ইত্যাদি।
আশাকরি আর্টিকেলটি পড়ে আপনি পোল্যান্ড কোন কাজের বেতন কত, কোন কাজের চাহিদা বেশি, পোল্যান্ডের সর্বনিমম্ন বেতন কত, পোল্যান্ড যেতে কত টাকা লাগে, পোল্যান্ড একজন শ্রমিকের প্রতিঘন্টার বেতন কত ইত্যাদি বিষয়ে বিস্তারিতভাবে জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
আরো জানুনঃ
কসোভো সর্বনিম্ন বেতন কত এবং যে কাজের চাহিদা বেশি।