সৌদি আরব সুপার মার্কেট ভিসা বিস্তারিত।

শেয়ার করুন

সৌদি আরব সুপার মার্কেট ভিসা, কি ধরনের কাজ, বেতন কত, কিভাবে এই ভিসা পাবেন তাছাড়া কি কি কাগজ পত্র লাগবে, এই সব বিষয়ে বিস্তারিত থাকছে আজকের পোস্টে। তাই পোস্টটি ধৈর্য ধরে সম্পূর্ণ পড়ার অনুরোধ রইল।

সৌদি আরব সুপার মার্কেট ভিসা

সৌদি আরবের বিভিন্ন ধরনের জব ভিসা পাওয়া যায়। তার মধ্যে সকলের পছন্দের শীর্ষে সৌদি আরব সুপার মার্কেট ভিসা। বাংলাদেশের অনেক নাগরিক এই ভিসায় ইতিমধ্যে নিয়োজিত আছেন। আবার নতুন করে অনেকে এই ভিসায় যাওয়ার চিন্তাভাবনা করছেন। এখন জানতে চাচ্ছেন সৌদি আরব সুপার মার্কেট ভিসা কিভাবে যাবেন, কি ধরনের কাজ, বেতন কত, কিভাবে এই ভিসা পাওয়া যায় ইত্যাদি। তাই এই পোস্টে সৌদি আরব সুপার মার্কেট ভিসা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।

সৌদি আরব সুপার মার্কেট ভিসা কি ধরনের কাজ পাওয়া যায়

সৌদি সুপার জব ভিসায় আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। অর্থাৎ একটি সুপার শপে যে ধরনের কাজ গুলো পাওয়া যায় তা হলো সেলস ম্যান, হেল্প বয়, ক্লিনার, অ্যারেঞ্জমেন্ট, ট্রাক আনলোড, হিসাব নিকাশ ইত্যাদি।

সৌদি আরব সুপার মার্কেট ভিসা বেতন কত

সৌদি আরব সুপার মার্কেট ভিসা বেতন কত এটি মূলত আপনার কাজের অভিজ্ঞতা বা ডিপার্টমেন্টের উপরে নির্ভর করে। অর্থাৎ আপনি কোন ডিপার্টমেন্টে কি ধরনের কাজ করছেন। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন এবং সাপ্লাই কোম্পানির মাধ্যমে সুপার শপ এ কাজ করেন। তাহলে আপনাকে দৈনিক আট থেকে নয় ঘন্টা ডিউটি করতে হবে যার জন্য আপনাকে মাসিক ১ হাজার থেকে ১২০০ রিয়াল পর্যন্ত পেমেন্ট করবে।

কিন্তু আপনি যদি পুরাতন কর্মী হয়ে থাকেন এবং কাজে যথেষ্ঠ অভিজ্ঞতা থাকে তাহলে আপনি মাসিক ১২০০ রিয়াল থেকে ১৫০০ রিয়াল পর্যন্ত বেতন পাবেন।

অন্যদিকে আপনি যদি নতুন অবস্থায় সরাসরি সুপার মার্কেট ভিসা কাজে আসেন তাহলে আপনি নতুন অবস্থায় মাসিক ১২০০-১৫০০ রিয়াল বেতন পাবেন। এবং পূর্ব অভিজ্ঞতা থাকলে মাসিক ২,৫০০ থেকে ৩,০০০ রিয়াল পর্যন্তও আয় করতে পারবেন। এই বেতন কাজের ধরন ও ডিপার্টমেন্ট বেদে কম বেশি হতে পারে।

কোন কোন সুপার মার্কেটে ৮ থেকে ১২ ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয়। যার জন্য আপনাকে ১,৫০০ থেকে ২,০০০ রিয়াল পর্যন্ত পেমেন্ট করা হবে। আবার খাওয়া খরচ নিজের এবং থাকার সুযোগ কম্পানি করে দেয়। প্রতি বছর কপিল আকামা করে দিবে এর জন্য আলাদা করে চিন্তা করতে হবে না।

দুই/তিন বছর পর পর ছুটি ও যাওয়ার আসার টিকিট দিবে কপিল। কিন্তু যারা সাপ্লাই কোম্পানির আন্ডারে আসবেন তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা গুলো ভিন্ন হতে পারে। সুপার শপের সুযোগ সুবিধা গুলো মূলত কম্পানি, কর্মী, কাজ ইত্যাদি বিষয়ের উপরে নির্ভর করে একেক রকমের হয়ে থাকে।

সৌদি আরব সুপার মার্কেট ভিসা

সৌদি আরব সুপার মার্কেট ভিসা পাওয়ার উপায়

সৌদি আরব সুপার মার্কেট ভিসা পাওয়ার জন্য আপনি সরাসরি অথবা দালালের সাহায্যে আবেদন করতে পারেন। সৌদি আরবের সুপার মার্কেটে জব পাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মার্কেটের জব বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেগুলোতে নজর দিতে হয়। সৌদির জনপ্রিয় ৩টি সুপার শপ হলো:

  • গ্রান্ডমল (GRAND MALE)
  • হাইপার মার্কেট (City flower)
  • পান্ডা হাইপার সুপার মার্কেট (Hyper Panda Super Market)

এই তিনটি সুপার শপে সবচেয় বেশি সুযোগ সুবিধা ও অতিরিক্ত কাজের চাপ বা বেতন নিয়ে ঝামেলা না থাকায় বাংলাদেশ, ইন্ডিয়ান ও পাকিস্তানসহ এশিয়ানদের নিকট এদের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। আপনার নিকটস্থ্য কোন আত্মীয়-স্বজন যদি এই মার্কেট গুলোতে কর্মরত থাকেন, তাহলে আপনি তাদের সাহায্যে খুব সহজে এই সুপার মার্কেট গুলোতে কাজ পেতে পারেন।

পাণ্ডা হাইপার সুপার মার্কেট এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য

পাণ্ডা হাইপার সুপার মার্কেট সৌদি আরবের একটি বিখ্যাত মার্কেট। এই মার্কেটে যারা চাকুরি করেন তাদের প্রতিদিন ১১ ঘন্টা ডিউটি করতে হয়। খাবার খরচ নিজের। থাকা,ইকামা ও চিকিৎসা সহ অন্যান্য খরচ কোম্পানি বহন করে। বেতন ১৭০০ রিয়াল। বাংলাদেশি টাকায় প্রায় ৫০০০০ টাকা। তবে শর্ত হলো মাসের ৩০ দিনই আপনাকে কাজ করতে হবে। সাপ্তাহে কোন ছুটি নাই। এছাড়া ৩ বছরের মধ্যে আপনি দেশে বেড়াতে আসতে পারবেন না এবং কমপক্ষে ৫ বছর কাজ করার মানসিকতা থাকতে হবে। বয়সের দিক দিয়ে আপনাকে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। ইংরেজি ভাষায় কথা বলার পারদর্শিতা থাকতে হবে।

সৌদি আরব সুপার মার্কেট ভিসার প্রয়োজনীয় কাগজপত্র

  • একটি বৈধ পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে এক বছর থাকতে হবে।
  • ল্যাব থেকে প্রিন্ট করা পাসপোর্ট সাইজের ছবি।
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
  • মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট।
  • ভিসার বৈধ কাগজপত্র।
  • করোনা ভাইরাসের টিকার সার্টিফিকেট।

আশা করি আর্টিকেলটি পড়ে আপনি সৌদি আরব সুপার মার্কেট ভিসা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। এরকম আরোও পোস্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

আরো জানুনঃ

সৌদি ভিসা চেক তিনটি সহজ নিয়মে।

সৌদি মেডিকেল চেক করুন নতুন নিয়মে।

সৌদি এয়ারলাইন্স ঢাকা টু জেদ্দা টিকেট প্রাইস জেনে নিন।

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *