ডাচ বাংলা ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা বিস্তারিত।

শেয়ার করুন

ডাচ বাংলা ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা, সুবিধা ও অসুবিধা সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। তথ্যপ্রযুক্তির এই যুগে ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড কতটা জরুরী সেটা আমরা সকলেই জানি। বিশেষ করে ফ্রিল্যান্সার ও প্রবাসীদের জন্য ক্রেডিট কার্ড খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের পোস্টটা আমরা আলোচনা করব কিভাবে ডাচ বাংলা ক্রেডিট কার্ড পাওয়া যাবে এবং ডাচ বাংলা ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা গুলো কি কি।

ডাচ বাংলা ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা

ডাচ বাংলা ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো:

  • অবশ্যই ডাচ বাংলা ব্যাংকে একটি একাউন্ট থাকতে হবে।
  • ব্যাংক অ্যাকাউন্টধারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
  • সেলারি/ জব সার্টিফিকেট/ Utility bill সার্টিফিকেট অর্থাৎ, পে-স্লিপ।
  • আপনার ব্যাংকের লাস্ট ৬ মাসের স্টেটমেন্ট।
  • ল্যাব প্রিন্ট করা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি।
  • ব্যবসায়ীদের ক্ষেত্রে E-TIN প্রয়োজন হবে।
  • অফিস/জব আইডি কার্ড প্রয়োজন হবে।
  • Tax Return copy এবং
  • এন আই ডি কার্ড থাকতে হবে।

 ডাচ বাংলা ক্রেডিট কার্ডের সুবিধা

ডাচ বাংলা ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা জানার পর, এবার ডাচ বাংলা ক্রেডিট কার্ডের বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে যেগুলো নিম্নে আলোচনা করা হলো:

  • ডাচ বাংলা ক্রেডিট কার্ডের সবচেয়ে আকর্ষণীয় অফারটি হলো। প্রথম বছর কার্ডের বাৎসরিক চার্জ ১০০% ফ্রি।
  • Hidden কোন চার্জ বা ফি নেই।
  • ক্রেডিট কার্ড থেকে ডেবিট কার্ডে ফান্ড ট্রান্সফার করার সুবিধা।
  • বাংলাদেশের সব জায়গায় ATM booth facility
  • আপনার রিওয়ার্ড পয়েন্ট 8.000 হলে বাৎসরিক চার্জ 100% ফ্রিতে পাবেন এবং 7.500 পয়েন্ট হলে সাপ্লিমেন্টারি কার্ড 100% ফ্রিতে পাবেন।
  • এখানে আপনি যতবার কার্ড ব্যবহার করে কেনাকাটা করবেন তত বেশি পয়েন্ট পাবেন।
  • বিকাশ, রকেট বা নগদে Add money ফ্রি সুবিধা।
  • আপনি সর্বোচ্চ 50 দিন পর্যন্ত সময় পাবেন ইন্টারেস্ট অর্থাৎ, ‘Free period’ পরিশোধ করতে এবং সর্বনিম্ন ২০ দিন।
  • তাছাড়াও আপনি 1% ফান্ড ট্রান্সফার ফ্রি করতে পারবেন।
  • Nexus pay অ্যাপসের মাধ্যমে সারাদেশ জুড়ে 21.000+ মার্চেন্টস পয়েন্ট ‘QR’ কোর্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
  • ইন্টারন্যাশনাল কার্ড ব্যবহার করে দেশে কিংবা বিদেশে কেনাকাটা করতে পারবেন।
  • BOGO Buy 1 Get 1/2/3 অফারে আপনি বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে খাবার খেতে পারবেন।
  • বাংলাদেশি ক্রেডিট কার্ডের ক্ষেত্রে যেকোন দেশীয় ই-কমার্স প্ল্যাটফর্মে যেকোন সময় লেনদেন করতে পারবেন। আর ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড দিয়ে দেশ বা বিদেশে যেকোন স্থানে লেনদেন সুবিধা পাবেন।

বি.দ্র: বছরের শেষে আপনার DBBL card থেকে চার্জ কেটে নেওয়া হবে। তার আগ কেটে নেওয়া হবে না।

 ডাচ বাংলা ক্রেডিট কার্ডের অসুবিধা

বলা বাহুল্য ডাচ বাংলা ক্রেডিট কার্ডের তেমন কোন অসুবিধা নেই। যদিও সামান্য কিছু অসুবিধা সব কার্ডের থাকতে পারে। কিন্তু ডাচ বাংলা ক্রেডিট কার্ডের সুবিধা সবচেয়ে ভালো হওয়ায় এটি বর্তমানে সকলের পছন্দের। তাই নির্দ্বিধায় আপনিও নিতে পারেন ডাচ বাংলা ক্রেডিট কার্ড।

ডাচ বাংলা ব্যাংক নেক্সাস ফেমিনা প্রিপেইড কার্ড

ডাচ বাংলা ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা সম্পর্কে আমরা জেনেছি। এবার জানবো নেক্সাস ফেমিনা প্রিপেড কার্ড সম্পর্কে। এই কার্ডটি নারিদের জন্য প্রযোজ্য। নীচে আমরা এর বৈশিষ্ট্য ও কার্ডটি পেতে যে যে কাগজপত্র লাগবে তা আলোচনা করা হল।

ফেমিনা কার্ড এর বৈশিষ্ট্য সমুহ

  • এই কার্ডটি শুধুমাত্র নারীদের জন্য।
  • লোকালও ইন্টারন্যাশনাল ই কমার্স লেনদেন করতে পারবেন।
  • ট্রানজেকশন এলার্ট ওই ইমেইল অ্যালার্ট সক্রিয়।
  • আপনার অব্যবহৃত অর্থ সহজে ফেরার যোগ্য।
  • কাকে হারিয়ে গেলে অথবা নষ্ট হয়ে গেলে সহজে পরিবর্তনযোগ্য।
  • ভিসা নেটওয়ার্ক অধিভুক্ত সকল মার্চেন্ট আউটলেট এবং এটিএম বুথ থেকে লেনদেন করা যাবে।

ফেমিনা কার্ডের প্রয়োজনীয় কাগজপত্র

  1. শুধু তোলা পাসপোর্ট সাইজের ছবি।
  2. জাতীয় পরিচয় পত্র/ এন আই ডি কার্ডের কপি।
  3. বৈধ পাসপোর্ট এর ফটোকপি (যদি থাকে)।
  4. ডলার এনরোসমেন্ট এর জন্য মূল পাসপোর্ট।(ইন্টারন্যাশনাল ই-কমার্স এর ক্ষেত্রে)।

ডাচ বাংলা ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা।

ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস ক্যাম্পাস প্রিপেইড কার্ড

ডাচ বাংলা ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা জানার পর এবার জেনে নেবো নেক্সাস ক্যাম্পাস প্রিপেইড কার্ড সম্পর্কে। এই কার্ডটি মূলত ছাত্র-ছাত্রিদের অর্থাৎ ছাত্র/ ছাত্রিরা এই কার্ডটি ব্যবহার করে থাকে। এখন জেনে নেব এই কার্ডের বৈশিষ্ট্য ও কার্ডটি পেতে যে যে কাগজপত্র লাগবে সেটি।

ডাচ বাংলা ব্যাংকের ক্যাম্পাস কার্ড এর বৈশিষ্ট্য সমূহ

  1. ভিসা নেটওয়ার্ক অধিভুক্ত সকল মার্চেন্ট আউটলেট এবং এটিএম এ লেনদেনের ক্ষেত্রে এটি খুব সহজ।
  2. লোকাল লেনদেন ও ইন্টারন্যাশনাল ই-কমার্স লেনদেন করা যাবে।
  3. ট্রানজেকশনের মেইল এলার্ট পাবেন।
  4. ব্যবহারিত অতিরিক্ত অর্থ সহজে ফেরত যোগ্য।
  5. ক্যাম্পাস কাটে হারিয়ে গেলি অথবা ক্ষতিগ্রস্থ হলে সহজে এটি পরিবর্তন যোগ্য।

ক্যাম্পাস কার্ড পেতে যে যে কাগজপত্র লাগবে

  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।
  •  স্টুডেন্ট আইডি কার্ড এর ফটোকপি।
  • জাতীয় পরিচয় পত্র অথবা স্মার্ট কার্ডের ফটোকপি।
  • বৈধ পাসপোর্ট।
  • ডলার ইনডোর্সমেন্ট এর জন্য বৈধ মূল পাসপোর্ট (ই-কমার্স লেনদেন এর ক্ষেত্রে)।

ডাচ বাংলা ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা।1

ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস ট্রাভেল প্রিপেইড কার্ড (আপনার ভ্রমণের সঙ্গী)

ভ্রমনের ক্ষেত্রে নেক্সাস ট্রাভেল প্রিপেইড কার্ডের তুলনা নেই। ডাচ বাংলা ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা তে এবার এই কার্ড সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জেনে নেবো।

Nexus travel কার্ডের বৈশিষ্ট্য সমূহ

  1. এই কার্ডটি দিয়েও ভিসা নেটওয়ার্ক অধিভুক্ত সকল মার্চেন্ট আউটলেট এবং এটিএম বুথে লেনদেন করা যাবে।
  2. লোকালে এবং ইন্টারন্যাশনাল ই-কমার্স লেনদেন করা যাবে।
  3. ট্রানজেকশন এলার্ট পাওয়া যাবে।
  4. আপনার অব্যবহারিত অতিরিক্ত টাকা সহজে ফেরত নিতে পারবেন।
  5. ট্রাভেল কার্ডটি হারিয়ে গেলে অথবা নষ্ট হয়ে গেলে সহজে পরিবর্তন করে নিতে পারবেন।

Nexus travel কার্ডের প্রয়োজনী কাগজপত্র

  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।
  • জাতীয় পরিচয় পত্র/ বৈধ পাসপোর্ট এর কপি।
  • ডলার এনডোর্সমেন্ট এর জন্য মূল পাসপোর্ট।(ওভারসিজ ট্রাভেলো ইন্টারন্যাশনাল ই-কমার্স লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য)।

ডাচ বাংলা ক্রেডিট কার্ড সম্পর্কিত FAQ

ক্রেডিট কার্ড করতে কত টাকা লাগে?

উত্তরঃ ক্রেডিট কার্ডের জন্য আপনাকে ৬৫০ টাকা দিতে হবে। আপনি যদি ১ বছরের মধ্যে আপনার ক্রেডিট কার্ড দিয়ে ৫০,০০০ টাকা পর্যন্ত কেনাকাটা করেন সেক্ষেত্রে আর কোন চার্জ নিবে না।

ক্রেডিট কার্ড পাওয়ার জন্য কি কি করতে হয়?

উত্তরঃ ক্রেডিট কার্ড পেতে কিকি লাগবে অর্থাৎ ডাচ বাংলা ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা সম্পর্কে আমি এই লেখার প্রথমেই আলোচনা করেছি। সুতরাং উপরে উল্লেখিত নিয়ম মেনে আপনি খুব সহজেই ডাচ বাংলা ক্রেডিট কার্ড পেতে পারেন।

ক্রেডিট কার্ড নস্ট হলে কিভাবে পাওয়া যাবে?

উত্তরঃ ক্রেডিট কার্ড নস্ট হলে ব্যাংকের নির্দিষ্ট শাখায় গিয়ে নূতন কার্ড সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে ব্যাংক এ গিয়ে আবেদন করতে হবে।

আশাকরি, আজকের আর্টিকেলটি পড়ে আপনি ডাচ বাংলা ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা, সুবিধা ও অসুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এরকম আরও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

আরো জানুনঃ

জনতা ব্যাংক স্মার্ট একাউন্ট সহজ ও অধিক লাভজনক।

অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম।

মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম।

সোনালী ব্যাংক ভিসা কার্ড বিস্তারিত।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *